২০১৯ সালের ঢাকা বোর্ড এর এইচএসসি জীববিজ্ঞান প্রথম পত্র প্রশ্ন ও সমাধান

সেট-গ

১. কোন দেশটি  ওরিয়েন্টাল অঞ্চলের অন্তর্ভূ্ক্ত ?
ক. কানাডা
খ. ব্রাজিল
গ. অস্ট্রেলিয়া
ঘ.শ্রীলংকা
উত্তর : শ্রীলংকা
2.অক্সালো এসিটিক এসিডে কার্বন সংখ্যা কত ?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. ছয়
উত্তর : চার 
3.‘পরিবহন টিস্যু’ বহনকারী জীব কোনটি ? 
ক. Ulothrix
খ. Pteris
গ.Agricus
ঘ. Riccia
উত্তর : Pteris 
4.   A  প্রক্রিয়া এবং  B  প্রক্রিয়া সংঘটিত হয় যথাক্রমে-
ক. রাইবোসোম ও নিউক্লিয়াসে
খ. নিউক্লিয়াসেও মাইটোকন্ডিয়ায়
গ. লাইসোসোম ও নিউক্লিয়াসে
ঘ. নিউক্লিয়াস ও রাইবোজোমে
উত্তর : নিউক্লিয়াস ও রাইবোজোমে 
5.  উদ্দীপকের প্রকিয়াসমূহের ক্ষেত্রে কোনটি সঠিক ? 
ক. A  প্রকিয়ায় প্রাইমার তৈরি হয়
খ. B প্রক্রিয়ায় সাথে tRNA  সংশ্লিষ্ট
গ.A প্রক্রিয়া ইন্টারফেজে সম্পন্ন হয়
ঘ.B  প্রক্রিয়ায় স্প্লাইসিং ঘটে
উত্তর : B প্রক্রিয়ায় সাথে tRNA  সংশ্লিষ্ট 
6. গোল আলুর অঙ্গজ প্রজনন অঙ্গ কোনটি ? 
ক. কান্ড
খ. মূল
গ. পাতা
ঘ. মুকুর
উত্তর :  কান্ড
7.   কোন ধাপে হিমোজয়েন তৈরি হয় ?
ক. সাইজন্ট
খ. ক্রিপ্ট্রোজয়েন্ট
গ.অ্যামিবয়েড ট্রফোজয়েন্ট
ঘ. ট্রফোজয়েন্ট
উত্তর : সাইজন্ট 

8. কোনটি  পাতা  সদৃশ শৈবাল ?  
ক. Ulothrix
খ. Chlorella
গ. Chare
ঘ. Ulva
উত্তর :Ulva 

9.  লুকায়িত পত্ররন্ধ পাওয়া যায় কোন উদ্ভিদে ? 
ক. করবী
খ. হাইড্রিলা
গ. শাপলা
ঘ. কচুরিপানা
উত্তর : করবী

10.  গ্রাউন্ড  টিসুতন্ত্রের অংশ কোনটি ? 
ক. মূলরোম
খ. মজ্জা
গ. ত্বক
ঘ. ফ্লোয়েম
উত্তর : মজ্জা

পাতা এবং উদ্ভিদের সবুজ অংশে অর্ধচন্দ্রাকৃতির দুটি কোষ দ্বারা বেষ্টিত সূক্ষ্ম  ছিদ্রপথ দেখা যায়। এদের শরীরতাত্ত্বিক প্রক্রিয়া সংঘটিত হয়।
11. উদ্দীপকের কোষ দুটির স্ফীত অবস্থার জন্য প্রয়োজন-
(i)  আলোক বর্ণালীর নীল অংশ  (ii) পটাশিয়াম আয়নের কোষে প্রবেশ (iii) হাইড্রোজেন আয়ন কোষ থেকে বের হওয়া

ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর :i,ii ও iii 
12. উদ্দীপকের শরীরতাত্ত্বিক প্রক্রিয়ার ক্ষেত্রে কোনটি সঠিক ?
ক. মরুজ উদ্ভিদে বেশি হয়
খ.উদ্ভিদকে শীতল রাখে
গ. তাপ বাড়লে প্রক্রিয়াটি হ্রাস পায়
ঘ. কম আদ্র্রাতায়  প্রক্রিয়াটি কমে যায়
উত্তর : উদ্ভিদকে শীতল রাখে 
13.  ছত্রাকে কোষপ্রাচীরের প্রধান উপাদান কোনটি ?
ক. কাইটিন
খ. সেলুলোজ
গ. স্টার্চ
ঘ. গ্লাইকোজেন
উত্তর : কাইটিন
14. কোনটি DNA  বহনকারী অঙ্গাণু ?
ক. গলজিবস্তু
খ. লাইসোসোম
গ. রাইবোসোম
ঘ. মাইটোকন্ডিয়া ‍
উত্তর : মাইটোকন্ডিয়া ‍
15. কোন উদ্ভিদে দুই ধরনের ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় ?
ক. আম
খ. পাট
গ. আখ
ঘ. কলা
উত্তর : আখ
16. উদ্দীপকের A প্রক্রিয়াটির ক্ষেত্রে প্রযোজ্য-

(i) পিতা ও মাতা থেকে প্রাপ্ত ক্রোমজোমের মধ্যে ঘটে
(ii) সিস্টার ক্রোমাটিডের মধ্যে  ঘটে
(iii) বংশগতীয় বৈশিষ্ট্যের মধ্যে ঘটে
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর :  i ও iii
17.  উদ্দীপক সংশ্লিষ্ট বিভাজনদ্বয়ের সাদৃশ্য হলো-
ক. বৈচিত্র্য তৈরি করে
খ. সিন্যাপসিস ঘটে
গ. বংশরক্ষায় ভূমিকা রাখে
ঘ. কোষচক্র ঘটে
উত্তর : বংশরক্ষায় ভূমিকা রাখে 
18. কোনটি মনোস্যাকারাইড ?
ক. রাইবোজ
খ.মল্টোজ
গ. সেলোবায়োজ
ঘ. সুক্রোজ
উত্তর :রাইবোজ
19.  গ্লকোজ-৬  ফসফেট —- ফ্রক্টোজ-৬ ফসফেট এই বিক্রিয়া কোন এনজাইম দ্বারা প্রভাবিত হয় ? 
ক. হাইড্রোলেজ
খ. আসোমারজ
গ.  ট্রান্সফারেজ
ঘ. লাইয়েজ
উত্তর : আসোমারজ
20.  উদ্দীপকের চিত্রটি প্রকাশ করে
(i) লিগিউলের সংখ্যা দুটি
(ii) লেডিকিউলের সংখ্যা দুটি
(iii) অমরাবিন্যাস মূলীয়
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : ii ও iii
21. উদ্দীপক সংশ্লিষ্ট উদ্ভিদ কান্ডের ভাস্কুলার বান্ডলের প্রকৃতি হবে-
ক. কেন্দ্রিক
খ. সমপাশ্বীয় বদ্ধ
গ. সমপাশ্বীয় মুক্ত সমদ্বিপাশ্বীয়
ঘ. সমদ্বিশ্বীয়
উত্তর :সমপাশ্বীয় বদ্ধ
22. কোনটিতে মিয়োসিস ঘটে ?
ক. জননকোষে
খ.দেহকোষে
গ. পরাগরেণুতে
ঘ. জনন মাতৃকোষে
উত্তর :জনন মাতৃকোষে 
23.  Cycas- এর বৈশিষ্ট্য হলো-
(i) ট্রান্সফিউশন টিস্যুর উপস্থিতি
(ii) হ্যাপ্লয়েড সস্যের সৃষ্টি
(iii) সমরেণু প্রসূতা
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i ও ii
24.  কোনটি ভাইরাস গঠিত রোগ ?
ক. যক্ষ্মা
খ. কলেরা
গ. জলাতঙ্ক
ঘ. ধনুষ্টংকার
উত্তর : জলাতঙ্ক 
25. কোন ক্ষেত্রে জিনোম সিকোয়েন্সিং প্রয়োগ করা হয় ?
ক. অপরাধী
খ. পরিবেশ ব্যবস্থাপনায়
গ. ক্যালাস সৃষ্টিতে
ঘ. হ্যাপ্লয়েড উদ্ভিদ তৈরিতে
উত্তর : অপরাধী  সনাক্তকরণে

 

Leave a Reply to mojuluwozilad Cancel reply

Please enter your comment!
Please enter your name here