তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এইসএসসি উপযোগী নৈবেত্তিক প্রশ্নপত্র সমাধান

১। E- Mail-এর পূর্ণরূপ কোনটি?

(ক) Electronic Mail (খ) Electric Method

(গ) Electric Mail

(ঘ) Electronic Method

২। বর্তমানে বাংলাদেশে মোবাইল ফোনের গ্রাহক সংখ্যা কত?

(ক) প্রায় পাঁচ কোটি (খ) প্রায় সাড়ে সাত কোটি

(গ) প্রায় দশ কোটি (ঘ) প্রায় সাড়ে দশ কোটি

৩। বাংলা সার্চ ইঞ্জিন কোনটি?

(ক) গুগল (খ) মৌমাছি (গ) পিপীলিকা (ঘ) আরশোলা

৪। বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যম কোনটি?

(ক) রেডিও (খ) কম্পিউটার (গ) টেলিভিশন (ঘ) ফ্যাক্স

৫। প্রথম স্প্রেডশিট সফ্টওয়্যার কোনটি?

(ক) মাইক্রোসফ্ট এক্সেল (খ) ভিসিক্যালক

(গ) কে-স্প্রেড

(ঘ) ওপেন অফিস ক্যালক

৬। ইন্টারনেটে পাঠ্যবই পড়ার সুযোগ করে দিয়েছে কোনটি?

(ক) ই-বুক (খ) ট্যাক্সটবুক (গ) টুইটার (ঘ) ফেসবুক

৭। ‘ইলেকট্রনিক পয়েন্ট অব সেল’কে সংক্ষেপে কী বলে?

(ক) EOPS (খ) ECOP (গ) EPOS (ঘ) EPS

৮। আউটসোর্সিং করার জন্য প্রয়োজন-

i) কম্পিউটার ii) ইন্টারনেট iii) কলসেন্টার

নিচের কোনটি সঠিক?

(ক) i (খ) i ও iii (গ) ii ও iii (ঘ) i, ii ও iii

৯। ওয়াই-ফাই কী?

(ক) সার্চ-ইঞ্জিন (খ) তারবিহীন ইন্টারনেট

(গ) ই-মেইল (ঘ) ই-বুক

নিচের উদ্দীপকটি পড় এবং ১০ ও ১১ নং প্রশ্নের উত্তর দাও।

মিতু একটি ফেসবুক অ্যাকাউন্ট খুললে। সে তার অ্যাকাউন্ট সুরক্ষার জন্য একটি কঠিন পাসওয়ার্ড ব্যবহার করল।

১০। মিতুর কঠিন পাসওয়ার্ড ব্যবহার করার কারণ-

(ক) ভাইরাস থেকে রক্ষার জন্য (খ) হ্যাকিং থেকে বাঁচার জন্য

(গ) ভুলে না যাওয়ার জন্য (ঘ) সব সময় মনে রাখার জন্য

১১। পাসওয়ার্ড সুরক্ষার জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তার নাম কী?

(ক) Capta (খ) Chapter (গ) Captcha (ঘ) Canda

১২। কোন টপোলজিতে একটা মূল লাইনের সঙ্গে সব কম্পিউটারকে জুড়ে দেয়া হয়?

(ক) মেশ (খ) বাস (গ) স্টার (ঘ) ট্রি

১৩। তথ্য ইন্টারনেটে খুঁজে দেখা হল-

(ক) সার্ফিং (খ) ক্লাউডিং (গ) ব্রাউজিং (ঘ) সাইনিং

১৪। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বড় যোগাযোগ মাধ্যম ছিল?

(ক) টেলিভিশন (খ) টেলিফোন

(গ) কম্পিউটার (ঘ) রেডিও

১৫। টাকা স্থানন্তরের বর্তমানে প্রচলিত পদ্ধতি হল-

i) পোস্টাল ক্যাশকার্ড

ii) মোবাইল ব্যাংকিং

iii) ইলেকট্রনিক মানি ট্রান্সফার সিস্টেম

নিচের কোনটি সঠিক?

(ক) i (খ) i ও ii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

১৬। ল্যানকার্ড কোথায় সংযুক্ত থাকে?

(ক) র‌্যাম (খ) হার্ডডিস্ক (গ) মাদার বোর্ড (ঘ) রম

১৭। হাব ব্যবহার করা হয় কোন টপোলজিতে?

(ক) স্টার (খ) মেশ (গ) বাস (ঘ) রিং

১৮। ম্যালওয়ার এক ধরনের-

(ক) সিডি (খ) ক্ষতিকর সফ্টওয়্যার

(গ) সার্চ ইঞ্জিন (ঘ) হার্ডডিস্ক

১৯। সংরক্ষিত স্প্রেডশিটকে কী বলা বলা হয়?

(ক) ওয়ার্কশিট (খ) ওয়ার্কবুক (গ) শিট (ঘ) উইন্ডো

২০। কাগজে ছাপা বইয়ের জায়গায় এসেছে-

(ক) ই-সেবা (খ) ই-রিডার (গ) ই-বুক (ঘ) ই-লার্নার

২১। GPS প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে-

i) E-mail পাঠাতে ii) গাড়ি চালাতে

iii) কোনো প্রয়োজনীয় প্রতিষ্ঠান খুঁজে বের করতে

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২২। অনলাইন ই-বুকে কতগুলো পাঠ্যপুস্তক রয়েছে?

(ক) ৪০০টি (খ) ৩০০টি (গ) ২৫০টি (ঘ) ২০০টি।

২৩। যে কোনো একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক নষ্ট হয় না কোন টপোলজিতে?

i) বাস ii) রিং iii) স্টার

নিচের কোনটি সঠিক?

(ক) i ও ii (খ) i ও iii

(গ) ii ও iii (ঘ) i, ii ও iii

২৪। কলাম ও সারির প্রত্যেকটি উপাদানকে কী বলে?

(ক) সেল (খ) কলাম (গ) সারি (ঘ) ওয়ার্কশিট

২৫। কোনো বাঙালি শিক্ষাবিদ এমআইটির অধ্যাপক?

(ক) ড. জাবেদ ওমর

(খ) ড. কায়কোবাদ

(গ) ড. মো. জাফর ইকবাল

(ঘ) ড. ইকবাল কাদির

উত্তর : ১.ক, ২.ঘ, ৩.গ, ৪.খ, ৫.খ, ৬.ক, ৭.গ, ৮.খ, ৯.খ, ১০.খ, ১১.গ, ১২.খ, ১৩.গ, ১৪.ঘ, ১৫.ঘ, ১৬.গ, ১৭.ক, ১৮.খ, ১৯.খ, ২০.গ, ২১.গ, ২২.খ, ২৩.খ, ২৪.ক, ২৫.ঘ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here