আন্তর্জাতিক বিষয়াবলি
◊বাহারাইনের মুদ্রার নাম –
দিনার ।
◊কুতুব মিনার অবস্থিত-
ভারতে ।
◊অভিযাত্রীদের দেশ বলা হয়
– পর্তুগালকে ।
◊ড্রোন হলো
– চালকবিহীন বিমান ।
◊মাদার তেরেসার জন্মস্থান
– মেসিডোনিয়া ।
◊বিশ্বের বৃহত্তম হ্রদের নাম
– কাস্পিয়ান ।
◊হাজার হ্রদের দেশ বলা হয়
– ফিনল্যান্ডকে ।
◊জাপানের আইনসভার নাম
– ডায়েট ।
◊পাবলো পিকাসো জন্মগ্রহণ করেন
– স্পেনে ।
◊আলেকজান্দ্রিয়ায় বাতিঘর নির্মাণ করেন
– গ্রিক সম্রাট টলেমি ।
◊পৃথিবীর বৃহত্তম কৃত্রিম খাল
– গ্র্যান্ড খাল ।
◊পানামা খালের প্রধান ব্যবহারকারী দেশ
– যুক্তরাষ্ট্র ।
◊যে দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি
– চীন ।
◊বায়তুল হিকমা হলো
– গ্রন্থাগার ।
◊পানমুনজাম গ্রাম অবস্থিত
– উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তে ।
◊কলম্বাস ভুলক্রমে আবিষ্কার করেন
– আমেরিকা ।
◊দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়
– ১৯৩৯- ১৯৪৫ সালে ।
◊আফ্রিকান ইউনিয়নের বর্তমান সদস্য দেশ
– ৫৪ টি ।
◊জিব্রাল্টার প্রণালি পৃথক করেছে
– মরেক্কো ও স্পেনকে ।
◊জাতিসংঘ বিশ্ববিদ্যালয় অবস্থিত
– টোকিওতে ।
◊গ্রিনিচ মান মন্দির অবস্থিত
– লন্ডনে ।
◊যুক্তরাষ্ট্রের জনক বলা হয়
– জর্জ ওয়াশিংটনকে ।
◊ম্যাকাও যে দেশের উপনিবেশ ছিল
– পর্তুগাল ।
◊বিখ্যাত ল্যান্ডমার্ক টাওয়ার অবস্থিত
– জাপানের টোকিওতে ।
◊আয়তনে বৃহত্তম মহাসাগর
– প্রশান্ত মহাসাগর ।
◊পশ্চিম তীর যে নদীর পশ্চিম দিকে অবস্থিত
– জর্ডান ।
◊মেক্সিকো ও যুক্তরাষ্ট্রকে বিভক্তকারী সীমারেখা
– সনোরা লাইন ।
◊দুই মহাদেশে অন্তর্ভুক্ত দেশ
– তুরস্ক ।
◊আন্তর্জাতিক নারী দিবস
– ৮ মার্চ ।
◊জাতিসংঘ মোট অঙ্গ সংগঠন নিয়ে গঠিত
– ৬ টি ।
◊বাস্তিল দুর্গের পতন ঘটেছিল
– ১৪ জুলাই ১৭৮৯ সালে ।
◊ফিলিপাইনের প্রেসিডেন্টের সরকারী বাস ভবনের নাম
– মালাকানাং প্রসাদ ।
◊জাতিসংঘের নারী বিষয়ক তহবিলের নাম
– হিউনিফেম ।
◊নায়াগ্রা জলপ্রপাত অবস্থিত
– কানাডা ও যুক্তরাষ্ট্রে ।
◊যে দেশের রাজাকে ‘Son of God’ বরা হয়
– চীন ।
◊ভারত প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটায়
– ১৯৭৪ সালে ।
◊আয়তনের দিক দিয়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ
– কানাডা ।
◊বিশ্বে প্রথম নারীরা ভোটাধিকার পায়
– নিউজিল্যান্ডে ।
◊ভারতীয় পার্লামেন্টের নিন্মকক্ষের নাম
– লোকসভা ।
◊শাইনিং পাথ হচ্ছে
– পেরুর গেরিলা সংগঠন ।
◊দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তির অধিনায়ক ছিলেন
– জেনারেল ম্যাক আর্থার ।
◊সাত পাহাড়ের শহর বলা হয় –
রোম কে ।
◊ওয়াটার লু যুদ্ধ সংঘটিত হয়
– ১৮১৫ সালে ।
◊পৃথিবীর সবচেয়ে বড় মরুভূমির নাম
–সাহারা মরুভূমি ।
◊ওপেক এর সদর দপ্তর
– ভিয়েনা ।
◊ইতিহাস বিখ্যাত ট্রয় নগরী অবস্থিত
– তুরস্কে ।
◊নিউজিল্যান্ডের আদিবাসিদের বলা হয়
– মাউরি ।
◊গ্রিন পিস হচ্ছে
– নেদারল্যান্ডভিত্তিক পরিবেশবাদী সংগঠন ।
◊জাতিসংঘের মহাসচিবের মেয়াদকাল
– ৫ বছর ।
◊হাইফা যে দেশের সমুদ্র বন্দর
– ইসরায়েলের ।
◊দাভা ও সিটি সমুদ্র বন্দরটি অবস্থিত
– ফিলিপাইনে ।
◊পৃথিবীর বৃহত্তম হীরক খনি
– দক্ষিণ আফ্রিকায় ।
◊পানামা খাল খনন করা হয়েছে
– ১৯১৩ সালে ।
◊দি লাস্ট সাপার চিত্রটির চিত্রকর
– লিওনার্দো দ্য ভিঞ্চি ।
◊নেলসন ম্যান্ডেলা শান্তিতে নোবেল পুরস্কার পান
– ১৯৯৩ সালে ।
◊তাকসিম স্কয়ার অবস্থিত
-তুরস্কে ।
◊Big Apple বলা হয়
– নিউইয়র্ককে ।
বাংলাদেশ ও আন্তর্জাতিক
♦বাংলাদেশ জাতিসংঘের সদস্য –
১৩৬ তম ।
♦বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের প্রথম জয়
– স্কটল্যান্ডের সাথে ।
♦বাংলাদেশে মূল্য সংযোজন কর চালু হয়
– ১ জুলাই, ১৯৯১ ।
♦প্রাচীন রাঢ় জনপদ অবস্থিত
– বর্ধমানে ।
♦বাংলাদেশের সবচেয়ে বেশি চা বাগান
– সিলেটের মৌলভীবাজার জেলায় ।
♦পাটের জন্ম রহস্য উম্মোচন করেন
– ড. মাকসুদুল আলম ।
♦রাজবংশী উপজাতি বাস করে
– রংপুর জেলায় ।
♦বাংলাদেশের যে নারী মুক্তিযোদ্ধা ‘মুক্তিবেটি’ নামে পরিচিত
– কাঁকন বিবি ।
♦মুজিব নগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন
– ক্যাপ্টেন মনসুর আলী ।
♦বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়
– ১৯৫৫ সালে ।
♦বাঙ্গালাহ নামের প্রচলন করেন
– ইলিয়াস শাহ ।
♦বাংলাদেশের কৃষি দিবস
– ১লা অগ্রহায়ণ ।
♦বাংলাদেশের সবচেয়ে বড় গাছের নাম
– বৈলাম ।
♦বাংলাদেশের বৃহত্তম নদ
– ব্রহ্মপুত্র নদ ।
♦বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন
– সম্রাট আকবর ।
♦আড়িয়াল বিল অবস্থিত
– মুন্সিগঞ্জে ।
♦৬ দফা দাবী পেশ করা হয়
– ১৯৬৬ সালে ।
♦হিন্দু ধর্মের তীর্থস্থানর জন্য বিখ্যাত
– চন্দ্রনাথ পাহাড় ।
♦বাংলাদেশ টাকার অংকে সবচেয়ে বেশি আমদানি করে
– চীন দেশ থেকে ।
♦রাবার চাষের জন্য বিখ্যাত
– রামু ।
♦জারিয়ালি এক প্রকার
– গারো নৃত্য ।
♦সুলতানা রাজিয়া দিল্লী সিংহাসনে আরোহণ করেন
– ১২৩৬ খ্রিস্টাব্দে ।
♦ওয়ানগালা উৎসব
– গারোদের ।
♦বাংলাদেশে বয়স্কভাতা চালু হয়
– ১৯৯৮ সালে ।
♦কেন্দ্রিয় শহীদ মিনারের স্থপতি
– হামিদুর রহমান ।
♦বাংলাদেশে ভোটাধিকার প্রাপ্তির ন্যূনতম বয়স
– ১৮ বছর ।
♦বাংলাদেশের জাতীয় বৃক্ষ
– আম গাছ ।
♦’মনপুরা ৭০’ একটি
– চিত্রকর্ম ।
♦ঢাকার লালবাগের দূর্গ নির্মার্ণ করেন
– শায়েস্তা খান ।
♦বাংলাদেশ পরিকল্পনা কমিশন গঠন করা হয়
– ১৯৭২ সালে ।
♦বাংলাদেশের প্রথম রণতরী
– এন এস পদ্মা ।
♦বাংলাদেশের যে উপজাতির সংখ্যা সবচেয়ে বেশি
– চাকমা উপজাতি ।
♦আয়তনের দিক দিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় জেলা
– রাঙামাটি ।
♦গোল আলু বাংলাদেশে আনা হয়েছিল-
নেদারল্যান্ডস থেকে ।
♦যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের নতুন হাই কমিশনারের নাম
– মুশফিকুর রহিম ।
♦ফৌজদারী কার্যবিধি ১৬৪ ধারা মতে রিমান্ডের মেয়াদ সর্বমোট
– ১৫ দিনের অধিক নয় ।
♦ক্ষুদ্র ও কুটির শিল্প কমিশন গঠন করা হয়
– ১৯৭২ সালে ।
♦‘একাত্তরের গেরিলা’ গ্রন্থের লেখক
– ড. জহিরুল ইসলাম ।
♦বেনাপোল স্থলবন্দর অবস্থিত
– যশোর জেলায় ।
♦মৌর্যযুগে গুপ্তচরকে ডাকা হতো –
সাঞ্চরা নামে ।
♦হাজংদের আদি নিবাস
– ময়মনসিংহ ও নেত্রকোনা ।
♦বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচেয়ে বেশি যে খাতে
– কৃষি খাত ।
♦‘সোর্ড অব অনার’ খেতাবে ভূষিত প্রথম নারী
– মারজিয়া ইসলাম ।
♦পূর্ব-পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল-
১৬৯ টি ।
♦গ্র্যান্ড মাস্টার খেতাব প্রাপ্ত প্রথম বাংলাদেশি
– নিয়াজ মোর্শেদ ।
♦কৃষির রবি মৌসুম
– কার্তিক-ফাল্গুন ।
♦বাংলাদেশে IMF এর কার্যালয়
– মতিঝিলে ।