প্রাক প্রাথমিক / সহকারী শিক্ষক নিয়োগ সাজেশন্স – বাংলা ভাষা ও সাহিত্য (নভেম্বর ২০২০)

বাংলা সাহিত্য ও ব্যাকরণ

নিরাকার এর বিপরীত শব্দ কোনটি ?
উত্তর : সাকার ।

বিভক্তিহীন নাম শব্দকে কি বলা হয় ?
উত্তর : প্রতিপদিক ।

চন্দ্রাবতী কাব্যের রচয়িতা কে ?
উত্তর :মাগন ঠাকুর ।

একান্ত গোপনীয় – এক কথায় প্রকাশ করুন
উত্তর :নিগূঢ় ।

যে সমাসে সমস্যমান বা পূর্ব পদের বিভক্তি লোপ পায় না – তাকে বলে
উত্তর :অলুক সমাস ।

চৌদ্দবুড়ি এর বাগধারা কোনটি ?
উত্তর : প্রচুর ।

প্রকৃতি বলতে কি বুঝায় ?
উত্তর : শব্দ ও ধাতুর মূলকে ।

ঝিকে মেরে বৌ কে শেখানো — বাক্যে ‘ঝিকে’ কোন কারকে কোন বিভক্তি ?
উত্তর : কর্মে ২য়া ।

‘সমুদ্র’ এর সমার্থক শব্দগুলো কি কি ?
উত্তর : সাগর, রত্নাকর, জলধি, সিন্ধু, বারিধি , অর্নব, অম্বুধি, জলধর, বারিনিধি , পাথার ।

‘যোদ্ধা’ এর প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করুন ?
উত্তর : √যধ্‌ + তৃ ।

‘চৌমাথা’ কোন সমাস ?
উত্তর : দ্বিগু সমাস ।

‘ইউসুফ জুলেখা’ কাব্যের রচয়িতা কে ?
উত্তর : আবদুল হাকিম, শাহ মুহাম্মদ সগীর ও ফকির গরীবুল্লাহ ।

‘ঋষভ’ এর বিপরীত শব্দ কি ?
উত্তর : গাভী ।

না রাম না গঙ্গা- এক কথায় প্রকাশ –
উত্তর : ভাল – মন্দ কিছুই না ।

যে সমাসে পূর্বপদ সংখ্যাবাচক এবং সমস্ত পদের দ্বারা সমাহার বুঝায় তাকে কোন সমাস বলা হয় ?
উত্তর : দ্বিগু সমাস ।

‘ক্ষুৎপিপাসা’ এর সন্ধি বিচ্ছেদ –
উত্তর : ক্ষুধ্‌ + পিপাসা ।

তিনি চোখে দেখেন না –
উত্তর : করণে ৭মী ।

‘তাপ’ এর বিপরীত শব্দ –
উত্তর : শৈত্য ।

যুগসন্ধিক্ষণের কবি কে ?
উত্তর : ঈশ্বরচন্দ্র গুপ্ত ।

সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা –
উত্তর : কর্মকারকে শূন্য বিভক্তি ।

‘ব্যষ্টি’ এর বিপরীত শব্দ –
উত্তর : সমষ্টি ।

‘একাদশ’ এর সন্ধি বিচ্ছেদ –
উত্তর : এক্‌ + দশ ।

নারী এর  সমার্থক শব্দগুলো কি কি ?
উত্তর : ভামিনী, বনিতা , কান্তা ।

রামায়ণ এর আদি কবির নাম কি ?
উত্তর : বাল্মিকী ।

‘খোদা + আই’ কোন প্রত্যয় ?
উত্তর : কৃৎ প্রত্যয় ।

‘লেফফা দুরস্ত’ এর বাগধারা –
উত্তর : বাইরে পরিপাটি ।

এই নদীর মাছ বড় –
উত্তর : অধিকরণে ৬ষ্ঠী ।

পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক কে ?
উত্তর : দৌলত কাজী ।

যে গাঁজায় নেশা করে – এক কথায় প্রকাশ
উত্তর : গেঁজেল ।

‘সন্ধি’ এর বিপরীত শব্দ –
উত্তর : বিগ্রহ ।

কোন কারক দুটিতে কোন পৃথক বিভক্তি নেই ?
উত্তর : করণ ও অপাদান কারকে ।

‘দোলনা’ এর প্রত্যয় –
উত্তর : দুল্‌ + অনা ।

‘আনন্দ’ এর সমার্থক শব্দগুলো কি কি ?
উত্তর : হর্ষ , পুলক,  তৃপ্তি , সন্তোষ ।

‘মহাভারত’ এর শ্রেষ্ঠ অনুবাদক কে ?
উত্তর : কাশীরাম দাস ।

পূর্বপদ প্রধান কোন সমাস ?
উত্তর : অব্যয়ীভাব ।

‘চিনির বলদ’ এর এক কথায় প্রকাশ –
উত্তর : ভারবাহী ।

‘গাম্ভীর্য’ এর বিপরীত শব্দ –
উত্তর : চাপল্য ।

কোন সুলতন বাংলা সাহিত্যের সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করেছেন ?
উত্তর : আলাউদ্দিন হোসেন শাহ ।

‘প্রত্যুষ’ এর সন্ধি বিচ্ছেদ –
উত্তর : প্রতি + উষ ।

ফেরদৌসি কর্তৃক শাহনামা রচিত হয় –
উত্তর : কর্তায় ৩য়া ।

‘একই সময়ে’ এক কথায় প্রকাশ –
উত্তর : যুগপৎ ।

বাংলা বানানরীতি সংস্কার সাধনে প্রথম অগ্রনী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান কোনটি ?
উত্তর : কলকাতা বিশ্ববিদ্যালয় ।

আবক্ষ জলে নেমে স্নান – এক কথায় প্রকাশ –
উত্তর :অবগাহন ।

আলাওল কোন যুগের কবি ?
উত্তর : মধ্যযুগের ।

‘নিন্দা’ এর বিপরীত শব্দ কোনটি ?
উত্তর : স্তুতি ।

‘জ্ঞান’ এর প্রত্যয় –
উত্তর : √জ্ঞা + ক্ত > ত ।

‘বিরহ’ এর বিপরীত শব্দ –
উত্তর : মিলন ।

বাংলা ভাষার আদি কবি কে ?
উত্তর : লুইপা

‘সংখ্যা’ এর সন্ধি বিচ্ছেদ –
উত্তর : সম্‌ + খা ।

এই নদীর মাছ বড় –
উত্তর : অধিকরণে ৬ষ্ঠী ।

‘বায়ু’ এর সমার্থক শব্দগুলো কি কি ?
উত্তর : অনিল , পবন, বাতাস , হাওয়া, সমীরণ , সমীর ,বাত ।

‘ক্ষীয়মান’ এর বিপরীত শব্দ –
উত্তর : বর্ধমান ।

পরকে পালন করে যে – এক কথায় প্রকাশ
উত্তর : পরভৃৎ ।

‘কুলটা’ এর সন্ধি বিচ্ছেদ –
উত্তর :কুল্‌ + অটা ।

বাংলা সাহিত্যের প্রথম গানের সংকলন কি ?
উত্তর : চর্যাপদ ।

যা গতিশীল – এক কথায় প্রকাশ  কি হবে ?
উত্তর : জঙ্গম ।

‘কেশ’ এর সমার্থক শব্দগুলো কি কি ?
উত্তর : চুল , কুন্তল , অলক, কেশ , চিকুর ।

ভাবি সাব মোর তামাশা করিত কত –
উত্তর : কর্মকারকে শূন্য ।

ইষ্টনাম জপা এর বাগধারা –
উত্তর : স্রষ্ট্রাকে স্মরণ করা ।

১৯৫২ সালের ভাষা আন্দোলন নিয়ে রচনা উপজীব্য কোনটি ?
উত্তর : কবর ।

আরাকান সাহিত্য কোন নামে পরিচিত ?
উত্তর :রোসাঙ্গ ।

 

 

 

 

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here