সরকারি বিজ্ঞান কলেজ,তেজগাঁও,ঢাকা, এর নির্বাচনী পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) প্রশ্নপত্র সমাধান-2020

কোনো ব্যাক্তির শনাক্তকরণ ও সত্যতা যাচাই করার কাজ করে-
কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি?
প্লেজিয়ারিজম কোন অপরাধের সাথে জড়িত?
তারের মধ্য দিয়ে যখন সিগন্যাল অতিক্রম করতে থাকে তখন এর শক্তি বা মান ক্রমান্বয়ে লোপ পেতে থাকে,যাকে বলা হয়?

Wi-fi এবং Wi-Max এর মধ্যে পার্থক্য হচ্ছে-

i.কভারেজ এরিয়ার

ii.লাইসেন্স প্রদানে

iii.ট্রান্সমিশন স্পিডে

নিচের কোনটি সঠিক?

বিপ্লব একজন প্রোগ্রামার ।তিনি প্রথমে সেকশনের ডেটাকে প্রাথমিক স্টোরেজ ডিভাইসে সংরক্ষন করেন।তারপর তিনি ডেটা প্রেরণ করে থাকেন।বিপ্লবের এ পদ্ধতিকে কোন ধরনের ডেটা ট্রান্সমিশন পদ্ধতি বলে?

নিচের চিত্রটি কোন মোডের?

বিশ্বব্যাপী সর্ববৃহৎ নেটওয়ার্ক কোনটি?
কোন লজিক গেইটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে?
32 এনকোডার এর ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি?

8 বিট রেজিস্ট্রারের জন্য (26)10 এর ২ এর পরিপূরক কত?

HTML ভাষায়-

i.সবচেয়ে ছোট লেখা h6

ii.সবচেয়ে বড় লেখা h6

iii.প্যারাগ্রাফ শুরুর ট্যাগ<p>

নিচের কোনটি সঠিক?

কোনটি ওয়েবসাইটের শুরুতে থাকে?

html এর ওয়েব পেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে-

i.  .html

ii.  .htm

iii.  .doc

নিচের কোনটি সঠিক?

HTML ট্যাগের প্রধানত কয়টি অংশ থাকে?

অনুবাদক প্রোগ্রাম হতে পারে-

i.Compiler

ii.Interpreter

iii.Assembler

নিচের কোনটি সঠিক?

উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:

int a,float x;double y;

a=13;

x=19.7;

উদ্দীপকে যে কয়টি বেসিক বা মৌলিক ডেটা টাইপ উল্লেখ করা আছে তা হলো-

i.int

ii.float

iii.Char

নিচের কোনটি সঠিক?

উদ্দীপকটি পড়ে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:

int a,float x;double y;

a=13;

x=19.7;

উদ্দীপকে যে কয়টি বেসিক বা মৌলিক ডেটা টাইপ উল্লেখ করা আছে তা হলো-

i.int

ii.float

iii.Char

উদ্দীপকের ডেটা টাইপের জন্য মেমোরিতে কত বাইট জায়গা দখল করে?

উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:

#include<stdio.h>

main ( ) {

int a,s=0;

for (a=2;a<=5;a++)

s=s+a;

printf("%d",s);

প্রোগ্রামটির আউটপুট কত?

উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:

#include<stdio.h>

main ( ) {

int a,s=0;

for (a=2;a<=5;a++)

s=s+a;

printf("%d",s);

"a" এর মানের কোন কোন পরিবর্তন আউটপুট 9 হবে?

উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:

Roll         Name            Remarks

701          A                     Good

702          B                     Excellent

উদ্দীপকে ”Name"কে কী বলে?

উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:

Roll         Name            Remarks

701          A                     Good

702          B                     Excellent

টেবিলের শেষ ফিল্ডের ডেটা টাউপ কোন ধরনের?

শর্তসাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে কী বলে?
কী ফিল্ড কয় প্রকার?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here