15-তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার প্রশ্নপত্র সমাধান

গ্রীন হাউজ ইফেক্ট বলতে কী বুঝায়?
১৯৯২ সালের WIMBLEDON টেনিস প্রতিযোগীতায় MENS SINGLES এ কে চ্যাম্পিয়ন হয়?
তেতুলিয়া কোন জেলায় অবস্থিত?
হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত?
বাংলাদেশের কোন অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়?
CLUB OF VIENA কী?
জাতিসংঘ আদিবাসী সাল হিসাবে কোন সালকে ঘোষনা করেছে?
১৯৯৩ সালে জাতিসংঘের তত্বাবধানে কম্বোডিয়ায় অনুষ্ঠিত নির্বাচনে কোন দল বিজয়ী হয়েছিল?
স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারন হতে পারে এটি কী?
বর্ন হচ্ছে-
সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যে পার্থক্য-
সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত-এই উক্তিটি কার?
শুদ্ধ বানানটি নির্দেশ করূন?
দ্যুলোক শব্দের যথার্থ সন্ধিবিচ্ছেদ কোনটি?
তাপ শব্দের বিপরীতার্থক শব্দ?
LEAGUE OF ARAB STATES এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
THE UNITED NATIONS UNIVERSITY কোন শহরে অবস্থিত?
২০০০ সাল নাগাদ ঢাকা শহরের জনসংখ্যা কত হবে বলে রিপোর্ট বেরিয়েছিল?
গঙ্গা -ব্রক্ষ্মপুত্র -মেঘনার সম্মিলিত নদী অববাহিকার কত শতাংশ বাংলাদেশের অন্তর্ভূক্ত?
অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত ?
People always remember patriots .Which of the following is the best passive from of the above sentence?
ইসলামী উন্নয়ন ব্যাংককে (IDB) দেয় বাংলাদেশের চাদাঁর হার কত?
ARE YOU DOING ANYTHING SPECIAL -THE WEEKEND FILL IN THE GAPS WITH APPROPRIATE PREPOSITION.
PLEBISCITE IS A TERM RELATED TO-
THO WROTE BEAUTY IS TRUTH ,TRUTH IS BEAUTY?
MANY ISLAND MAKE UP-
The first English Dictionary was complied by?
The word plurality means-
Boots leg means to-
৬৪ কিলোগ্রামের বালি ও পাথর টুকরার মিশ্রনে ২৫% ।কত কিলোগ্রাম বালি মিশালে নতুন মিশ্রনে পাথর টুকরার পরিমান ৪০% হবে?
পরস্পরকে স্পর্শ করে আছে এমন তিনটি বৃত্তের কেন্দ্র P,Q,R এবং PQ=a,QR=b ,RP=c হলে কেন্দ্রিক বৃত্তের ব্যাস কত?
x+y-1=0 ,x+y+1=0 এবং y+3=0 সরল রেখা ৩টি দ্বারা গঠিত ত্রিভুজটি-
a=1,b=-1,c=2,d=-2 হলে a- (-b (-c)-(-d) এর মান কত?
কোনটি রক্তের কাজ নহে-
বাতাসের নাইট্রোজেন কিভাবে মাটির উর্ভরতা বৃদ্ধি করে?
নিত্য ব্যবহার্য বহু এরােসোলের কৌটায় এখন লেখা থাকে সিএফ .সি বিহীন ।সিএফ. সি গ্যাস কেন ক্ষতিকর?
আলট্রাসনোগ্রাফী কী?
বাংলাদেশের তড়িৎ কম্পংক প্রতি সেকেন্ড ৫০ সাইকেল এর তাৎপর্য কি?
আকাশ নীল দেখায় কেন?
Peadiatric related to the treatment of?
স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
বাংলাদেশকে ভূ-উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি?
ইচ্ছা বিশেষ্যের বিশেষন নির্দেশ করূন?
কোন বাক্যটিতে সমধাতুজ কর্ম আছে?
My uncle has three sons..............work in the same office
What is the meaning of the expression``bottom line``?
বিশ্ব ব্যাংকের কোন অংগ সংগঠনটি Soft-Loan-Window নামে পরিচিত?
কোন সংখ্যার (২/৭) অংশ ৬৪ এর সমান?
১ থেকে ৯৯ পর‌্যন্ত সংখ্যার যোগফল-
কোন সংখ্যাটি বৃহত্তম?
নদীর একপাশ থেকে গুন টেনে নৌকাকে মাঝ নদীতে রেখেই সামনের দিকে নেয়া সম্ভব হয় কিভাবে?
নিম্নের কোন দেশটি Group Of Eight এর সদস্য নয়?
বঙ্গদর্শন পত্রিকা কোন সালে প্রথম প্রকাশিত হয়?
কোন নেতা ফরায়েজি আন্দোলনের নেতৃত্ব দেন?
কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?
(2+X)+3+3(X+2) হলে X এর মান কত?
বাংলাদেশের জাতীয় সংসদে মহিলা সদস্যের আসন কত?
বাংলাদেশ ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত?
১৯০৫ সালে নবগঠিত পূর্ববঙ্গ প্রদেশের প্রথম লেফটেনেন্ট গভর্নর কে ছিলেন?
বাংলাদেশের পানি সম্পদের চাহিদা সবচাইতে বেশি কোন খাতে?
*61. বাংলাদেশের সরকারী মেডিকেলের সংখ্যা কত?
পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান কততম?
গ্রীনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে?
রবীন্দ্রনাথ ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন?
সেন্টমার্টিন দ্বীপের আরেকটি নাম কি?
ট্রাজেডি,কমেডি ও ফার্সের মূল পার্থক্য?
বাংলাদেশের সারা বছর নাব্য ভ্রমন নদী পথের দৈর্ঘ্য কত?
সুন্দর হে দাও দাও সুন্দর জীবন,হউক দূর অকল্যান সকল অশোভন ।চরন দুটি কার লেখা?
সোনালী কাবিন এর রচয়িতা কে?
ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক ছিলেন?
বাংলাদেশের মোট রপ্তানী আয়ের রেডিমেট গার্মেন্ট এর অংশ কত?
বাংলাদেশের GDP তে কৃষি খাতের অবদান প্রায় শতকরা কত শতাংশ?
নিম্নের কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত?
প্রভাত চিন্তা,নিভৃত চিন্তা,নিশীথ চিন্তা,প্রভৃতি গ্রন্থের রচিয়তা?
একটি ৫০ মিটার লম্বা মই একটি খাড়া দেওয়ালের সাথে রাখা হয়েছে।মইয়ের এক প্রান্ত মাটি হতে ৪০ মিটার উচ্চ দেওয়ালকে স্পর্শ করে। মইয়ের অপর প্রান্ত হতে দেওয়ালের দূরত্ব-
ডিজিটাল ঘড়ি বা ক্যালকুলেটর কালচে অনুজ্জল যে লেখা ফুটে ওঠে তা কিসের ভিত্তিতে তৈরী?
১ বর্গ ইঞ্চি কত বর্গ সেন্টিমিটারের সমান?
যে ভূমিতে ফসল জন্মায় না-
WHICH OF THE FOLLOWING IS A CORRECT SENTENCE?
THE POET LAUREATE IS-
WHICH IS THE FOLOWING SCHOOL OF LITERARY WRITINGS IS CONNECTED WITH A MEDICAL THEORY?
WHO OF THE FOLLOWING WAS BOTH A POET AND PAINTER?
The speaker failed to make the audience to---him patiently.-which of the following is the correct verb form in the blank above?
Which of the following ages in literary history is the latest?
ঠকচাচা চরিত্রটি কোন উপন্যাসে পাওয়া যায়?
Wisdom শব্দের বাংলা অর্থ কী ?
বাংলাদেশ নিম্নে উল্লেখিত কোন সময়ের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয়েচিল?
নিম্নের কোন তারিখে পি এলও ইসরাইল পারস্পারিক স্বীকৃতি দলিলে স্বাক্ষর করেন?
রিও -ডি জেনিরিওতে অনুষ্ঠিত ধরিত্রী সম্মেলনে এ কত দেশের প্রতিনিধি অংশগ্রহন করেছিল?
বিশ্বের কোন শহর নিষিদ্ধ নামে পরিচিত?
আকাবা কোন দেশের সমুদ্র বন্দর?
The World Economic Forum কর্তৃক নির্ধারিত International Competitiveness Ranking এ ১৯৯৩ সালে কোন দেশ কোন সর্বোচ্চ স্থান অধিকার করেছে?
ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত?
ক্রজিরো কোন দেশের মূদ্রার নাম?(বর্তমান নাম রিয়াল)
পপি উৎপাদনের ক্ষেত্রে কোন দেশ গুলোকে গোল্ডেন ট্রায়্যাঙ্গেল বলা হয়?
What is the synonym of INCREDIBLE?
What is the antonym of FAMOUS?
What is the meaning of the word ``Intrepid``?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here