2019 সালে বিভিন্ন স্বনামধন্য বিদ্যালয়েসমূহে আসা বাংলা প্রথম পত্রের প্রশ্ন ও সমাধান

1.  রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন ?
ক) ১৮৫১ খিষ্টাব্দে
খ) ১৮৬১ খিষ্টাব্দে
গ. ১৮৭১ খিষ্টাব্দে
ঘ) ১৮৮১ খিষ্টাব্দে
উত্তর : ১৮৬১ খিষ্টাব্দে
2. রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন ?
ক) ১২৬১
খ) ১২৬২
গ. ১২৬৮
ঘ) ১২৭২
উত্তর : ১২৬৮
3. রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার পান ?
ক) ক্ষণিকা
খ) মানসী
গ) সোনার তরী
ঘ) গাীতাঞ্জলি
উত্তর : গাীতাঞ্জলি
4. এশীয়দের  মধ্যে সাহিত্যে সর্বপ্রথম নোবেল পরুস্কার পান কে ?
ক) কেনজাবুরো ওয়ে
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) নাগিব মাহফুজ
ঘ) অরহান পামুক
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
5. তিনি একাধারে সাহিত্যিক, দার্শনিক ও শিক্ষািবিদ- উক্তিটি কোন লেখক সম্পর্কে প্রযোজ্য ?
ক) প্রথম চৌধুরী
খ) রবীন্দ্রনাথ ঠাকুর
গ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ) ‍মুহম্মদ শহীদুল্লাহ
উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর
6. রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে ৭ই মে ও ৭ই আগস্ট  কীভাবে সম্পর্কিত  ?
ক) জন্ম ও মৃত্যুতে
খ) জন্ম ও বিবাহ
গ) মৃত্যু ও নোবেল প্রাপ্তিতে
ঘ) নোবেল ও জমিদারি পত্তনে
উত্তর :জন্ম ও মৃত্যুতে
7. রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিষ্টাব্দে মৃত্যুবরণ করেন ?
ক) ১৯৪১ খ্রিষ্টাব্দে
খ) ১৯৩৮ খ্রিষ্টাব্দে
গ) ১৯৪০ খ্রিষ্টাব্দে
ঘ) ১৯৪২ খ্রিষ্টাব্দে
উত্তর : ১৯৪১ খ্রিষ্টাব্দ
8. রবীন্দ্রনাথ ঠাকুর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ?
ক. কলকাতায়
খ. শান্তিনিকেতন
গ. উড়িষ্যায়
ঘ. ব্রিটেনে
উত্তর :
9. সুভা গল্পের মেয়েটির নাম কী রাখা হয়েছিল ?
ক. হাসি
খ. সুভা
গ. সুহাসিনী
ঘ. সুভাষিণী
উত্তর : সুভাষিণী 
10. তখন কে জানিত সে বোবা হইবে ? এখানে কার কথা বলা হয়েছে ?
ক. সুভাষিণীর
খ. সুকেশিণীর
গ. সুহাসিণীরা
ঘ. সুনয়নার
উত্তর :সুভাষিণীর 
11. সুভাষিণীরা কয় বোন ?
ক. তিন
খ. চার
গ. পাঁচ
ঘ. ছয়
উত্তর :  তিন 
12. সুভাষিণীর নাম কে রাখেন ?
ক. তার মা
খ. সুভাষিণীর বাবা
গ. তার বড় বোন
ঘ. তার মামা
উত্তর : সুভাষিণীর বাবা
13. সুভাষিণীর বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিণী ?
ক. নিজের  নামের ভিত্তিতে
খ. অন্যের কথায়
গ. প্রতিবেশীর কথায়
ঘ. বড় দুই মেয়ের নামের ভিত্তিতে
উত্তর : বড় দুই মেয়ের নামের ভিত্তিতে 
14. সুভাষিণী অর্থ কী ?
ক. মধুরভাষী
খ. সুন্দর মুখ
গ. উজ্জ্বল
ঘ. সুন্দর কথা
উত্তর :মধুরভাষী 
15. সুভাষিণীকে সবাই সংক্ষেপে কী নামে ডাকে ?
ক. সুভাষী
খ. ভাষিণ
গ. সুভা
ঘ. সুণী
উত্তর : সুভা
16. সুকেশীনী ও সুহাসিনীর সাথে সুভাষীনীর সম্পর্ক কী ?
ক. বোন           খ. বান্ধবী           গ. খালতো বোন           ঘ. চাচাতো বোন
উত্তর : বোন
17. দস্তুরমতো অনুসন্ধান ও অর্থব্যয়ে কাদের বিযে হয়ে গেছে ?
ক. সুভার        খ. সুভার বোনদের           গ. সুভার বান্ধবীর          ঘ. প্রতাপের
উত্তর : সুভার বোনদের
18. এখন ছোটোটি পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করিতেছে। এখানে ছোটোটি বলতে কাকে বোঝোনো হয়েছে ?
ক. সকেশিণীকে              খ. সুহাসিনীকে             গ. সুভাষিণীকে                ঘ.  প্রতাপকে
উত্তর : সুভাষিণীকে
19. সে কথা বলেতে পারে না- এখানে যাকে নির্দেশ করা যায়-
ক. সুকেশিণীকে              খ. সুহাসিনীকে            গ.   সুভাষিণীকে            ঘ. প্রতাপকে
উত্তর : সুভাষিণীকে
20. কার সাক্ষাতেই সবাই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে  ?
ক. প্রতাপের           খ. সুভার              গ. সুহাসিনীর            ঘ. সুকেশিণীর
উত্তর : সুভার
21.  এইজন্য তাহার সাক্ষাতেই  সকলে তাহার ভবিষ্যৎ সম্বন্ধে দুশ্চিন্তা   প্রকাশ করিত – দুশ্চিন্তা প্রকাশের কারণ কি ?
ক. সুভা জেদি           খ. সুভা  বোবা            গ.  সুভা অন্ধ             ঘ. সুভা  কালো
উত্তর : সুভা বোবা
22. কে বুঝেছে যে সে বিধাতার অভিশাপস্বরুপে জন্মগ্রহণ করেছে ?
ক.  প্রতাপ                খ.  সুভার মা             গ. সুভা              ঘ. সুভার বোন
উত্তর : সুভা
23. সাধারণের দৃষ্টিপথ থেকে কে নিজেকে গোপন করে রাখতে সবসময় চেষ্টা করত ?
ক. সুভার পিতা                 খ. সুভার বোন               গ. সুভার মা               ঘ. সুভা
উত্তর : সুভা
24. সুভা নিজেকে গোপন করে রাখতে সর্বদা চেষ্টা করত কেন ?
ক. সুভা সুন্দর নয়  বলে
খ. সুভা কথা বলতে পারে না বলে
গ. সুভা শিক্ষিত নয় বলে
ঘ. সুভা ধনীর মেয়ে বলে
উত্তর : সুভা কথা বলতে পারে না বলে
25. পিতামাতার  মনে সে সর্বদােই জাগরুক ছিল- কে  ?
ক. প্রতাপ               খ.  বাণীকণ্ঠ             গ. সুকেশিনী              ঘ. সুভা
উত্তর : সুভা
26. তাহার মা তাহাকে নিজের একটা ত্রটিরুপে দেখিতেন- কাকে ?
ক.সুকেশিনী          খ. সুহাসিনী              গ. সুকেশি           ঘ. সুভা
উত্তর : সুভা
27. মাতা পুত্র অপেক্ষা কাকে নিজের অংশরুপে দেখেন ?
ক. স্বামীকে             খ. পিতাকে               গ. দেশকে            ঘ. কন্যাকে
উত্তর : কন্যাকে
28. কন্যার কোনো অসম্পূর্ণ দেখলে কে সেটাকে নিজের লজ্জায় কারণ বলে মনে করেন ?
ক. পিতা            খ. মাতা           গ. প্রতিবেশী             ঘ. আত্মীয়স্বজন
উত্তর : মাতা
29. কে সুভাকে সুহাসিনী ও সুকেশিনী অপেক্ষা বেশি ভালোবাসেন ?
ক. প্রতাপ              খ. সুভার মাতা            গ. সুভার পিতা             ঘ. সর্বশী
উত্তর : সুভার পিতা
30. সুভার পিতার নাম কী ?
ক. নীলকণ্ঠ          খ. বাণীকণ্ঠ              গ. বংশীকণ্ঠ              ঘ. গোসাই মণ্ডল
উত্তর : বাণীকণ্ঠ

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here