২০১৯-যশোর শিক্ষা বোর্ড এর এইচএইসি পরীক্ষার বাংলা (আবশ্যিক) প্রথম পত্র প্রশ্ন ও সমাধান এবং অনলাইন পরীক্ষা

‘বই পড়া ‘ প্রবন্ধে তৎকালীন স্কুল-কলেজের শিক্ষাকে মরাত্মক বলার কারণ কী ?
‘আর একটি প্রাণী দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল’- এখানে অভাগীকে প্রণী বলে উল্লেখ করার কারণ-
i. ছোটজাত বলে অবঞ্জার পাত্র
ii. নারী বলে অবহেলিত
iii. দরিদ্র বলে উপেক্ষিত
নিচের কোনটি সঠিক ?
“রুক্ষ মাটির বুক চিড়ে যারা বাজায় প্রাণের বীণা তারাই চাষা; বাঁচবো কি মোরা তাঁদের শ্রম বীণা ?”
উদ্দীপকটি ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের কোন উক্তির সাথে সাদৃশ্যপূর্ণ ?
মানুষ মুহম্মদ (স.)’ প্রবন্ধে ‘সুমহান প্রতিশোধ’ বলা হয়েছে কোনটিকে ?
কোন পঙক্তিতে ঝর্ণার অপ্রতিরোধ্য গতির প্রকাশ ঘটেছে ?
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উওর দাও :
২০১৮ সালের এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যান তামিম ইকবাল ২ রান করে কবজিতে প্রচন্ড আঘাত পেয়ে মাঠের বাইরে চলে যান। মাঠে মুশফিক যেন একাই রুখে দাঁড়ান শ্রীলঙ্কান বোলারদের বিরুদ্ধে।ক্রিজের অন্য প্রান্তে যখন শেষ ব্যাটসম্যান আউট হন, তখন পুরো বিশ্বকে অভাক করে দিয়ে হাতে ব্যান্ডেজ বেঁধে মাঠে নামেন তামিম ইকবাল। এক হাতে ব্যাট চালিয়ে দেশের জয়ের আশা বাঁচিয়ে রাখেন।
উদ্দীপকের মুশফিকের দৃঢ়তায় ‘সাহসী জননী বাংলা’ কবিতার কোন পঙক্তিটি সাদৃশ্যপূর্ণ ?
উদ্দীপকের তামিমের কাজে ‘সাহসী জননী বাংলা’ কবিতার যে ভাবটি ফুটে উঠেছে, তা হলো বাঙালির-
i. চূড়ান্ত বিজয়
ii. যোদ্ধা পরিচয়
iii. সাহসিকতা
নিচের কোনটি সঠিক ?
স্কুলপড়ুয়া ছেলেটির কোন আচরণে মমতাদি কৃতার্থ হয়েছিলেন ?
“আমাদের ঐতিহ্য তো মীর মদন ও মোহন লালের তিতুমীর ও মঙ্গল পান্ডের, গোবিন্দ দেব ও মুনীর চৌধুরীর।” - উক্তিটিতে আমাদের কোন ঐতিহ্যের কথা বলা হয়েছে ?
“বকুলতার মেলা ভেঙ্গেছে কবে
হারিয়ে ফেলেছি পুরনো গান
তবু মনে আজও বাজে সেই সুর
সাথিদের সাথে মান-অভিমান।”
উদ্দীপকের ভাবটি ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন পঙক্তির সাথে সাদৃশ্যপূর্ণ ?
নিমগাছের কোন অংশটি দাঁতের জন্য উপকারী ?
সর্বজয়ার চিরন্তন মাতৃরুপের প্রকাশ ঘটে কোন উক্তিতে ?
উদ্দীপকটি পড়ে ১৩ ও ১৪ নং প্রশ্নের উওর দাও :
দিনমজুর ফজলু শহরে বহু পরিশ্রম করে গ্রামের স্কুলে ছেলে সাজ্জাদকে পড়ালেখা করান। কখনো ছেলের পড়াশুনায় যেন বিঘ্ন না ঘটে, সেজন্য বহু কষ্টে নিজের কাজ চালিয়ে যান এবং গ্রামে টাকা পাঠান। সাজ্জাদও বাবার স্বপ্নকে বুকে ধারণ করে দৃঢ় চিত্তে পড়াশুনা করে এবার মেডিকেলে ভর্তি হয়।
উদ্দীপকের ফজলু ‘জীবন-সঙ্গীত’ কবিতার কোন পঙক্তির ভাবটি নিজের মধ্যে ধারণ করতে পেয়েছেন ?
উদ্দীপকের সাজ্জাদের চরিত্রে ‘জীবন-সঙ্গীত’ কবিতার যে শিক্ষাটি ফুটে উঠেছে, তা হলো-
i. সংগ্রামশীলতা
ii. সিদ্ধান্তের দৃঢ়তা
iii. কীর্তিমানকে অনুসরণ
নিচের কোনটি সঠিক ?
পাঠকের মনে ‘অতৃপ্তি’ কোন সাহিত্যের প্রধান বৈশিষ্ট্য ?
বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের নিদর্শন কোনটি ?
মৃত্তিকাসংলগ্নতা ফুটে উঠেছে কোন কবিতায় ?
ক্র্যাক প্লাটুনের অন্যতম গেরিলা যোদ্ধা আজাদ মিলিটারির হাতে ধরা পড়লে তথ্য আদায়ের জন্য তার উপরে অনেক অত্যাচার করা হয়। আজাদের মা সাফিয়া বেগম রমনা থানায় ছেলের সাথে দেখা করতে এসে অত্যাচারের কথা জানতে পেরে ছেলেকে বলেন, “শক্ত হয়ে থেকো বাবা, কোনো কিছু স্বীকার করবে না।”
উদ্দীপকের সাফিয়া বেগম ‘একাত্তরের দিনগুলি’ রচনায় কোন চরিত্রের প্রতিরুপ ?
‘বহিপীর’ নাটকে ‘হঠাৎ আশাতীত কাজ’ কে করেছে ?
“আপনি হ্যাঁ বলেননি লজ্জায়, আর ওনি হ্যাঁ বলেননি মত ছিল না বলে”-উক্তিটি হাশেম চরিত্রের কোন মনোভাব ফুটে উঠেছে ?
বুধা কার বোঝা এগিয়ে দিয়েছিল ?
‘লোহার টুপি কি মানুষের মগজ খায় ?- বুধার এ কথায় প্রকাশ পেয়েছে পাকিস্তানের-
i. মনুষ্যত্বহীনতা
ii. বুদ্ধিহীনতা
iii. অত্যাচারী মনোভাব
নিচের কোনটি সঠিক ?
উদ্দীপকটি পড়ে ২৩ ও ২৪ নং প্রশ্নের উওর দাও :
বিশিষ্ট শিল্পপতি মল্লিক সাহেব কোরবানির ঈদে বিশাল দুটি গরু কিনে কোরবানি দেন। কিন্তু দরিদ্ররা মাংস চাইতে এলে দারোয়ান তাদের তাড়িয়ে দেয়। বিরাট গেটের বাইরে থেকে তারা বিষণ্ন দৃষ্টিতে তাকিয়ে থাকে। হঠাৎ সেদিকে নজর পড়ে মল্লিক সাহেবের। তিনি দ্রুত দারোয়ানকে নির্দেশ দেন তাদের ভেতরে ঢুকাতেেএবং নিজ হাতে তিনি তাদের মাঝে মাংস বিতরণ করেন।
উদ্দীপকে দারোয়ানের আচরণ ‘মানুষ’ কবিতার কোন চরণের সাথে সাদৃশ্যপূর্ণ ?
উদ্দীপকের মল্লিক সাহেবের কাজে ‘মানুষ’ কবিতার যে প্রত্যাশার প্রতিফলন ঘটেছে, তা হলো-
i. সাম্য প্রতিষ্ঠা
ii. শ্রেণিভেদ রোধ
iii. বর্ণপ্রথা বিলোপ
নিচের কোনটি সঠিক ?
বুধাকে কাজে নেয়ায় ফজু মিয়া চরিত্রের কোন দিকটি ফুটে উঠেছে ?
‘পল্লিজননী’ কবিতায় ‘অকল্যাণ এ সুর’ বলা হয়েছে কার ডাককে ?
‘পানিতে ঝাঁপ দিয়ে মরব, তবু যাব না’।- উক্তিটিতে তাহেরা চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে ?
শিশুকাল থেকেই সুভা নিজেকে ‘বিধাতার অভিশাপ’ ভেবেছে কেন ?
‘পল্লিসাহিত্য’ প্রবন্ধে ‘সরস প্রাণের জীবন্ত উৎস’ বলা হয়েছে কোন সাহিত্যকে ?
‘মহী’ শব্দের অর্থ কী ?
Complete the form below to see results

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here