২০১৯-রাজশাহী শিক্ষা বোর্ড এর এসএসসি পরীক্ষার বাংলা (আবশ্যিক) প্রথম পত্র প্রশ্ন ও সমাধান এবং অনলাইন পরীক্ষা

সাহিত্যের প্রধান লক্ষণ কোনটি ?
“আমায় বামুনদি বলো না খোকা। শুধু দিদি বোলো।”- এ উক্তিতে মমতাদি চরিত্রের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে ?
“ভৃত্য চড়িল উটের পৃষেষ্ঠউমর ধরিল রশি, মানুষে স্বর্গে তুরিয়া ধরিয়া ধুলায় নামিল শশী।”
কবিতাংশে ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধের লেখকের মানসিকতার কোন দিকটি ফুটে উঠেছে ?
“নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়”।- চরণটিতে কী প্রকাশ পেয়েছে ?
‘কপোতাক্ষ নদ’ কবিতায় প্রথম আট চরণের অন্ত্যমিল বিন্যাস কোনটি ?
উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উওর দাও :
শিল্পপতি অসিত চট্টোপাধ্যায়ের বাড়িতে দারোয়ানের চাকরি করে বৃদ্ধ তাপস। নিচু জাতের বলে কখনো দারোয়ানকে অবঞ্জা করেননি অসিত চট্টোপাধ্যায়। ‘তাপসদা’ বলেই সম্বোধন করেন তিনি দারোয়ানকে। বয়োবৃদ্ধ তাপস এক সময় কাজ করার সামর্থ্য হারিয়ে তার ছেলেকে নিজের স্থলে নিয়োগের জন্য প্রশিক্ষণ দিতে থাকে। কিন্তু একদিন গাড়ি ধুতে গিয়ে গাড়ির একটি গ্লাস ভেঙ্গে ফেলে ছেলেটি। এতে ছেলের ভবিষ্যত্ব নিয়ে চিন্তিহৃ হয়ে পড়ে তাপস।
উদ্দীপকের অসিত চট্টোপাধ্যায় ‘অভাগীর স্নর্গ’ গল্পের কোন চরিত্রের বিপরীত ?
উদ্দীপকের তাপসকে ‘অভাগীর স্বর্গ’ গল্পের অভাগীর বৈশিষ্ট্যের অধিকারী বলা যায়, কারণ তারা উভয়েই-
i. দায়িত্বশীল
ii. সন্তানবৎসল
iii. শঙ্কাগ্রস্ত
নিচের কোনটি সঠিক ?
হাতেম আলির জমিদারি কোথায় ছিল ?
রুমীর মা-বাবা ‘মার্সি পিটিশন’ করেননি কেন ?
‘এশিরিয়া ধুলো আজ’ বলতে কবি কী বুঝিয়েছেন ?
‘মানুষ মুহাম্মদ (সঃ)’ প্রবদ্ধে উল্লিখিত “সুমহান প্রতিশোধ” কথাটি দ্বারা নবীজির কোন গুণটি তুলে ধরা হয়েছে ?
“তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি।”- চরণটির ভাবে ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন চরিত্রের মিল রয়েছে ?
বাঙ্কার দেখতে যেতে দেয়ায় বুধা ফজু চাচার প্রতি কী প্রকাশ করে ?
‘পল্লিজননী’ কবিতায় মূল সুর কী ?
পল্রিসাহিত্য ‘ প্রবন্ধের খোকা-খুকির ছড়াকে সরস প্রাণের জীবন্ত উৎস বলা হয়েছে কেন ?
‘ঝর্ণার গান’ কবিতায় ঝর্ণা কার বোল সাধে ?
বুধা বুকের ভিতর কী ধরে রেখেছেন ?
‘মাটির ভয়ে রাজ্য হবে মাটি।’- পঙক্তিটিতে কী প্রকাম পেয়েছে ?
ভাষা আন্দোলন-> গণঅভ্যুন্খান-> মুক্তিযুদ্ধ ছকটি ‘সাহসী জননী বাংলা’ কবিতার আলোকে প্রকাশ করেছে-
i. বাঙালির বীরত্ব ও শৌর্যের ইতিহাস
ii. বাঙালির সুমহান আত্মত্যাগ
iii. গণমানুষের প্রতি মমতা
নিচের কোনটি সঠিক ?
উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উওর দাও :
(i) পৃথিবীতে সব কিছু জীর্ণ হয়, হারিয়ে যায়, প্রাচীন সভ্যতা নিশ্চিহৃ হয়, বিমূঢ় লোকালয় নিঃশেষ হয়।
(ii) অপরদিকে সমুদ্রের কোনো শেষ নেই। সমুদ্র সর্বদাই স্বতনত্র এবং নিশ্চিত।
উদ্দীপক (i) এর সঙ্গে ‘ সেইদিন এই মাঠ’ কবিতার সাদৃশ্যপূর্ণ্য চরণ হলো-
উদ্দীপক (ii) এবং ‘সেইদিন এই মাঠ’ কবিতার ভাবে প্রকাশ পায় প্রকৃতিক-
i. প্রাণময়তা
ii. ব্যস্ততা
iii. সৌন্দর্য
নিচের কোনটি সঠিক ?
‘বই পড়া’ প্রবন্ধে লেখকের মতে নীতির চর্চা কোথায় করা যায় ?
‘তক্ষক’ শব্দের অর্থ কী ?
‘আশা’ কবিতার কবি কিসের অন্তরালে হারিয়ে যেতে চান ?
উদ্দীপকটি পড়ে ২৫ ও ২৬ নং প্রশ্নের উওর দাও :
বাজারের এক পাশে অনেক মানুষের জমায়েত দেখে এগিয়ে যান রহমান সাহেব। দেখেন একটি প্রতিবন্ধী কিশোরকে অনেক বিরক্ত করছে। কেউ কেউ আবার মজা করছে। তিনি কিশোরটিকে বাড়িতে নিয়ে আসেন। তার বড় ছেলের রজত কিশোরটিকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার প্রস্তাব করলে রহমান সাহেব বলেন’ “এত বাড়াবাড়ির দরকার নেই।” “এদেরকে সঠিক ভাবে চিকিৎসা দিলে এরা স্বাভাবিক জীবন স্রোতে ফিরে আসলে পারে।” এ কথা বলে রজত তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়।
উদ্দীপকের রহমান সাহেবের সঙ্গে ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের সাদৃশ্য রয়েছে ?
উদ্দীপকের রজতের বক্তব্য ফুটে উঠেছে ‘বহিপীর’ নাটকের তাহেরার প্রতি হাশেম আলির-
i. সহানুভূতি
ii. দায়িত্ববোধ
iii. ভালোবাসা
নিচের কোনটি সঠিক ? i
ঐতিহাসিক আবুল ফজল নববর্ষকে কী বলে উল্লেখ করেছেন ?
সুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায় ?
রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় কে ?
‘রানার’ কবিতার রানার কাকে সবচেয়ে বেশি ভয় পায় ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here