41-তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ

41-তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : 27-11-2019.  বিসিএস (প্রশাসন), বিসিএস (আনসার) সহ সকল বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ বছর শিক্ষা ক্যাডারে সঙ্গীত সংযুক্ত করা হয়েছে।

সাধারণ ক্যাডারে পদের সংখ্যা : 642

প্রফেশনাল/ টেকনিক্যাল ক্যাডারে পদের সংখ্যা  : 619

বিসিএস (সাধারণ শিক্ষা) সাধারণ কলেজের জন্য ক্যাডারে পদের সংখ্যা  : 892

বিসিএস (সাধারণ শিক্ষা)  সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজ ক্যাডারে পদের সংখ্যা  : 13

মোট পদের সংখ্যা : 2126

অনলাইনে আবেদন শুরু : 05-12-2019 সকাল 10.00 ঘটিকা।

অনলাইনে আবেদন শেষ : 04-01-2019 সন্ধ্যা 6.00 ঘটিকা

বয়স সীমা : 1 নভেম্বর, 2019 সাধারণ 21 হতে 30 এবং মুক্তিযোদ্ধা কোঠা 21 হতে 32।

পরীক্ষা ফি : সাধারণ 700/- টাকা

ক্ষুদ্র নৃ গোষ্ঠী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ : 100/- টাকা

 

আবেদন করা জন্য ভিজিট করুন : http://bpsc.teletalk.com.bd/

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here