হলি ক্রস কলেজ, ঢাকা এর নির্বাচনী পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) প্রশ্নপত্র সমাধান-2020

VR এর ক্ষেত্রে কোনটি?
ইমেইল ঠিকানায় কয়টি অংশ থাকে?
CAD এর পূর্ণরূেপ কোনটি?

কোন ডিভাইসটি ডেটা ফিল্টারিং এর সুবিধা দেয় ?

i.হাব

ii.সুইচ

iii.রাউটার

নিচের কোনটি সঠিক?

BABA হতে DADA কত বড়?
Handoff এবং Handset Interoperabillity সুবিধা নেই কোন প্রজন্মের মোবাইলে?
সর্বনিম্ন দূরত্ব কাভার করে নিচের কোন IEEE স্ট্যান্ডার্ড?

১০১ সংখ্যাটি হতে পারে-

i.বাইনারি

ii.ডেসিমেল

iii.হেক্সাডেসিমেল

নিচের কোনটি সঠিক?

উদ্দিপকটি পড়ে নিচের ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:

কোন কলেজের একটি ভবনের বিভিন্ন ফ্লোরে একাধিক কম্পিউটার ল্যাব আছে।কলেজ কর্তৃপক্ষ ল্যাবগুলোতে স্থাপিত কম্পিউটারগুলোতে একটি নেটওয়ার্কের অধীনে আনার পরিকল্পনা গ্রহন করল।এক্ষেত্রে কর্তৃপক্ষ সর্বোচ্চ গতির তার ব্যবহার করল।

উদ্দীপকে নেটওয়ার্কটি হবে?

উদ্দিপকটি পড়ে নিচের ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:

কোন কলেজের একটি ভবনের বিভিন্ন ফ্লোরে একাধিক কম্পিউটার ল্যাব আছে।কলেজ কর্তৃপক্ষ ল্যাবগুলোতে স্থাপিত কম্পিউটারগুলোতে একটি নেটওয়ার্কের অধীনে আনার পরিকল্পনা গ্রহন করল।এক্ষেত্রে কর্তৃপক্ষ সর্বোচ্চ গতির তার ব্যবহার করল।

উদ্দীপকের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য?

i.তারটি কো এক্সিয়াল ক্যাবল

ii.তারটি অপটিক্যাল ফাইবার

iii.ডেটার নিরাপত্তা রক্ষিত হবে

নিচের কোনটি সঠিক?

ডেটাবেজে কোন ডেটা টাইপটি সাধারণ ব্যবহার প্রাইমারি কী?
HTML টেবিলে এক সেল থেকে অন্য সেলে ফাঁকা জায়গা নির্ধারনে ব্যবহার করা হয় কোনটি?
নিচের কোনটি ডেটাবেসের ভিত্তি?

কোনটি DBMS এর সুবিধা?

i.ডেটার অসংগতি রোধ করা

ii.ডেটাবেসের নিরাপত্তা বিধান করা

iii.বাস্তবায়ন ব্যয়বহুল

নিচের কোনটি সঠিক?

সি ভাষায় ব্যবহৃত সঠিক চলক কোনটি?
y*=x এবং y এর মান যথাক্রমে 5 ও 30 হলে y এর নতুন মান কত?

উদ্দীপকে X এর মান কোনটি?

উদ্দীপকে X-OR গেইটের স্থলে কোন গেইট ব্যবহার করলে আউটপুট 1 হবে?

উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:

#include<stdio.h>

void main( )

{

int x, a=18,b=15;

x=(a>b)?a:b;

}

উদ্দীপকটির আউটপুট কি হবে?

উদ্দীপকটি পড়ে ১৯ ও ২০ নং প্রশ্নের উত্তর দাও:

#include<stdio.h>

void main( )

{

int x, a=18,b=15;

x=(a>b)?a:b;

}

উদ্দীপকে ব্যবহৃত অপারেটর হচ্ছে-

i.Assingment

ii.Relational

iii.Conditional

নিচের কোনটি সঠিক?

উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:

সাহিদা তার ওয়েব পেজ এ fruits.jpg নামের একটি ছবি সংযুক্ত করে দেখল ছবিটি ব্রাউজারে লোড হচ্ছে না।পরবর্তিতে ছবিটি প্রদর্শিত না হওয়ায় একটি এট্রিবিউট ব্যবহার করে তার পরিবর্তে নির্দিষ্ট টেক্সট প্রদর্শনের ব্যবস্থা করলেন।

সাহিদা টেক্সট প্রদর্শনের জন্য যে অ্যাট্রিবিউট ব্যবহার করলেন তা হলো?

উদ্দীপকটি পড়ে ২১ ও ২২ নং প্রশ্নের উত্তর দাও:

সাহিদা তার ওয়েব পেজ এ fruits.jpg নামের একটি ছবি সংযুক্ত করে দেখল ছবিটি ব্রাউজারে লোড হচ্ছে না।পরবর্তিতে ছবিটি প্রদর্শিত না হওয়ায় একটি এট্রিবিউট ব্যবহার করে তার পরিবর্তে নির্দিষ্ট টেক্সট প্রদর্শনের ব্যবস্থা করলেন।

উদ্দীপকের সমস্যা যে কারণে তৈরি হচ্ছে তা হলো-

i.সোর্স লোকেশনে ব্রাউজার ইমেজটি খুঁজে পাচ্ছে না

ii.ব্রাউজার ইমেজ সাপোর্ট করে না

iii.Closing ট্যাগ ব্যবহার না করায়

নিচের কোনটি সঠিক?

HTML এ সবুজ রঙের জন্য ব্যবহৃত হেক্সাডেসিমেল কোড কোনটি?

বায়োইনফরমেট্রিক্স ইনফরমেশন সিস্টেম তৈরিতে ব্যবহৃত অ্যালগরিদম কোনটি?

i.ইমেজ প্রসেসিং

ii.ডেটা মাইনিং

iii.কৃত্রিম বুদ্ধিমত্তা

নিচের কোনটি সঠিক?

নিচের কোন RDBMS সফটওয়্যার ওয়েবসাইট ডিজাইনে বেশি ব্যবহৃত হয়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here