রাজশাহী সরকারি সিটি কলেজ, রাজশাহী, এর নির্বাচনী পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) প্রশ্নপত্র সমাধান-2020

রোবটের মস্তিস্ক বলা হয় কোনটিকে?
মোবাইল সিম ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকের পরিচিতি প্রতিপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
কোন প্রক্রিয়ায় বিভিন্ন প্রকার হরমোন তৈরি করা হয়?

উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

প্রাথমিক পর্যায়ে দিয়া পড়া লেখার পাশাপাশি মিরপুর বেনারসি পল্লী থেকে শাড়ি কিনে অনলাইনের মাধ্যমে সেগুলেঅ বিক্রয় করত।পরবর্তীতে তার সাইটের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় দেশ বিদেশে আরো অনেককেই সে একাজের জন্য নিযুক্ত করে,যারা অনলাইনে অর্ডার গ্রহন করে এবং সাপ্লাই এর ব্যবস্থা করে।

দিয়া পড়ালেখার পাশাপাশি যে কাজ করে তাকে কী বলে?

উদ্দীপকটি পড়ে ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

প্রাথমিক পর্যায়ে দিয়া পড়া লেখার পাশাপাশি মিরপুর বেনারসি পল্লী থেকে শাড়ি কিনে অনলাইনের মাধ্যমে সেগুলেঅ বিক্রয় করত।পরবর্তীতে তার সাইটের জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় দেশ বিদেশে আরো অনেককেই সে একাজের জন্য নিযুক্ত করে,যারা অনলাইনে অর্ডার গ্রহন করে এবং সাপ্লাই এর ব্যবস্থা করে।

দিয়ার কাজকর্মের মাধ্যমে-

i.সময় সাশ্রয় হয়

ii.কর্মসংস্থান সৃষ্টি হয়

iii.জটিলতা বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

ব্যান্ড উইথকে ডেটা প্রেবাহের কী বলা হয়?
নিচের কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?
চিত্র
চিত্র
কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজক্টরেরে মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?
ডিজিটাল ইলেকট্রনিক্স এ কোন ভোল্টেজ লেভেলটি সজ্ঞায়িত নয়?
হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 1FF এর পূর্ববর্তী সংখ্যা কোনটি?

(236)8 এর বাইনারি মান কত?

উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:

আইসিটি ক্লাসে সংশ্লিষ্ট শিক্ষক বোর্ডে নিম্নোক্ত চারটি সংখ্যা লিখলেন;

(10)10,(1010)2,(12)8 এবং (A)16

শিক্ষকের লেখা সংখ্যাগুলোর ক্ষেত্রে কোনটি সঠিক?

উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:

আইসিটি ক্লাসে সংশ্লিষ্ট শিক্ষক বোর্ডে নিম্নোক্ত চারটি সংখ্যা লিখলেন;

(10)10,(1010)2,(12)8 এবং (A)16

উদ্দীপকের বাইনারি সংখ্যাটির সাথে (110)2 যোগ করলে যোগফল কত হবে?

৪ লাইন এনকোডারের ক্ষেত্রে আউটপুট লাইন কয়টি হবে?
বুলিয়ান ফাংশন F=(A+B) (A+B) হলে F এর সরলীকৃত মান কোনটি?
চিত্র
চিত্র
নিচের কোনটি ফাঁকা ট্যাগ?
int ডেটা টাইপের ফরম্যাট পেসিফায়ার কোনটি?

নিচের প্রোগ্রাম থেকে পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:

#include<STDIO.H>

main ( )

{ int x,y,s;

x=12.5;

y=14;

s=x+y

getch( );

}

উক্ত প্রোগ্রামের ফলাফল পর্দায় প্রদর্শনের জন্য কোন লাইব্রেরি ফাংশন যুক্ত করতে হরে?

নিচের প্রোগ্রাম থেকে পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:

#include<STDIO.H>

main ( )

{ int x,y,s;

x=12.5;

y=14;

s=x+y

getch( );

}

উপরের প্রোগ্রামটি রান করে সঠিক ফলাফল পাওয়া সম্ভব নয় কারন-

i.হেডার ফাইল সঠিকভাবে লেখা হয়নি

ii.getch ( ) ফাংশনের হেডার ফাইল নাই

iii.X চলককে int ঘোষণা করা হয়েছে

নিচের কোনটি সঠিক?

নিচের কোনটি প্রাইমারি কী হিসেবে ব্যবহৃত হতে পারে?
ডেটাবেজ থেকে কোন তথ্য খোঁজার জন্য কোনটি ব্যবহার করা হয়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here