1. কোন উপধাপে ক্রসিং ওভার ঘটে ?
ক. লেপ্টেটিন
খ. জাইগোটিন
গ. প্যাকাইটিন
ঘ. ডিপ্লোটিন
উত্তর: প্যাকাইটিন
2. B- চিহ্নিত অংশটির নাম কি ?
ক. জাইলেম
খ. ফ্লোয়েম
গ. ক্যাম্বিয়াম
ঘ. এন্ডোডার্মি
উত্তর:ক্যাম্বিয়াম
3. A- চিহ্নিত অংশটির কাজ হলো-
(i) খাদ্য সঞ্চয় ও দৃঢ়তা প্রদান
(ii) পানি ও খনিজ লবন সরবরাহ
(iii) উদ্ভিদ দেহে তৈরিকৃত খাদ্য পরিহন
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i,ii ও iii
উত্তর: i ও iii
4. পাতা কোন ভাজক টিস্যুর উদাহরণ ?
ক.মাস
খ. রিব
গ. প্লেট
ঘ. প্রোটোডার্ম
উত্তর. প্লেট
5. সালোকসংশ্লেষণের আলোক পর্যায় সংঘটিত হয় কোনটিতে ?
ক. স্ট্রোমা
খ. অক্সিসোম
গ. স্ট্রোমা ল্যামেলাম
ঘ. থাইলাকয়েড
উত্তর. স্ট্রোমা
6. কোন আলোতে সবচেয়ে বেশি সালোকসংশ্লেণ সংঘটিত হয় ?
ক. কমলা
খ. বেগুনী
গ. লাল
ঘ. হলুদ
উত্তর. লাল
7. Pteris এর ভাস্কুলার বান্ডল কোন ধরনের ?
ক. হ্যাড্রোসেন্ট্রিক
খ. লেপ্টাসেন্ট্রিক
গ. সংযুক্ত
ঘ. অরীয়
উত্তর. হ্যাড্রোসেন্ট্রিক
8. নিচের কোনটি গোলআলুর বিলম্বিত ধ্বসা রোগের প্যাথোজেন ?
ক. Trichopyton
খ. Microsporium
গ. Phytophthora
ঘ. Xanthomonus
উত্তর. Phytophthora
9. উদ্দীপকের যৌগটির নাম কি ?
ক. সেলুলোজ
খ. সুক্রোজ
গ. মল্টোজ
ঘ. সেলোবায়োজ
উত্তর. মল্টোজ
10. উদ্দীপকের যৌগ-
(i) a- D glucose দ্বারা গঠিত
(ii) আংশিক বিজারণক্ষম
(iii) B-1,4 গ্লাইকোসাইডিক বন্ধনযুক্ত
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i,ii ও iii
উত্তর. ii ও iii
11. মানবদেহে ম্যালেরিয়া জীবাণুর আক্রমণকারী দশা কোনটি ?
ক. ট্রফোজয়েট
খ. মেরোজয়েট
গ.স্পোরোজয়েট
ঘ. ক্রিপ্টোজয়েট
উত্তর:স্পোরোজয়েট
12. ক্যারিঅপসিস এর উদাহরণ কোনটি ?
ক. ধান
খ. আম
গ. কলা
ঘ. আতা
উত্তর: ধান
13. ক্রোমোসোমাল নৃত্য দেখা যায় কোন দশায় ?
ক. প্রোফেজ
খ. প্রো- মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. এনাফেজ
উত্তর: প্রো- মেটাফেজ
14. উদ্দীপকের যৌগটিতে নিচের কোনটি বর্তমান ?
ক.রাইবুলোজ
খ.রাইবোজ
গ.গ্লকোজ
ঘ. ডি-অক্সিরাইবোজ
উত্তর:রাইবোজ
15. উদ্দীপকের জৈব অণুটি-
(i) DNA থেকে উৎপন্ন হয়
(ii) জীবের বংশগত চরিত্র বহন করে
(iii) প্রোটিন উৎপাদনে অংশগ্রহণ করে
ক. i ও ii
খ. ii ও iii
গ. i ও iii
ঘ. i,ii ও iii
উত্তর: i ও iii
16. বাংলাদেশ কোন প্রাণিভৌগলিক অঞ্চলে অবস্থিত ?
ক. অস্ট্রেলিয়ান
খ. ওরিয়েন্টাল
গ. ইথিওপিয়ান
ঘ. নিআর্কটিক
উত্তর : ওরিয়েন্টাল
17. Stop কোডন কোনটি ?
ক. AUG
খ. UAA
গ. UGC
ঘ. AGU
উত্তর :UAA
18. PRSV কোনটি দ্বারা বাহিত হয় ?
ক. বায়ু
খ. পানি
গ. এফিড
ঘ. মশকী
উত্তর : এফিড
19. A- চিহ্নিত অংশটি কী ?
ক. ইন্টাইন
খ. এক্সাইন
গ. জার্মপোর
ঘ. ট্যাপেটাম
উত্তর :এক্সাইন
20. উদ্দীপরেক ‘B’ অংশটি-
(i) শুকাণু ধারণ করে
(ii) পরাগরেণু থেকে উৎপন্ন হয়
(iii) ভ্রণ থলিতে প্রবেশ করে
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i,ii ও iii
21. আংটি আকৃতির ক্লোরোপ্লাস্ট পাওয়া যায় নিচের কোনটিতে ?
ক. Spirogyra
খ. Oedogonium
গ. volvax
ঘ. Ulothrix
উত্তর : Ulothrix
22. নিচের কোনটি এক্স-সিটু সংরক্ষণ ?
ক. গেম রিজার্ভ
খ. সাফারী পার্ক
গ. ইকোপার্ক
ঘ. চিড়িয়াখানা
উত্তর : চিড়িয়াখানা
23. নিচের কোনটি হতে হ্যাপ্লয়েড উদ্ভিদ উৎপাদন সম্ভব ?
ক. কাণ্ড
খ. ভ্রণ
গ. পারগধানী
ঘ. মূল
উত্তর : পারগধানী
উদ্দীপক ঃ সুমাইয়া জীববিজ্ঞান ব্যবহারিক ক্লাসশ একটি ফুল পর্যবেক্ষণ করে দেখল এর পরাগধানী বৃক্কাকার এবং কচি অংশ মিউসিলেজ রসযুক্ত।
24. উদ্দীপকে পর্যবেক্ষণকৃত ফুলটির অমরাবিন্যাস-
ক. প্রান্তীয়
খ. মূলীয়
গ. বহুপ্রান্তীয়
ঘ. অক্ষীয়
উত্তর : অক্ষীয়
25. উদ্দীপকের ফুলটির গোত্রের বৈশিষ্ট্য হলো-
(i) উপপত্র বিদ্যমান
(ii) পরাগরেণু বৃহৎ কণ্টকিত
(iii) পুষ্পবিন্যাস স্পাইকলেট
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i ও ii