বাংলা প্রবন্ধধারার প্রবর্তক-
–রাজা রামমোহন রায় ।
জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ-
-ঝরা পলক ।
বাংলা ভাষার প্রথম সাময়িকী-
-দিগদর্শন ।
‘সংস্কৃতির ভাঙ্গাসেতু’ গ্রন্থটি রচনা করেন-
আখতারুজ্জামান ইলিয়াস ।
‘তেল নুন লাকড়ি’ গ্রন্থের রচয়িতা-
-প্রমথ চৌধুরী ।
‘ছায়াহরিণ’ কাব্যগ্রন্থটির রচয়িতা-
-আহসান হাবীব ।
ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রধান অধ্যক্ষ ছিলেন-
উইলিয়াম কেরি ।
‘হৈমন্তী’ গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়-
–সবুজপত্র পত্রিকায় ।
‘মৃত্যুক্ষুধা’ উপন্যাসের রচয়িতা-
কাজী নজরুল ইসলাম ।
‘নেমেসিস’ নাট্যগ্রন্থের লেখক-
নুরুল মোমেন ।
‘অক্টোপাস’ উপন্যাসের লেখক-
শামসুর রহমান ।
‘পূর্বাশা’ পত্রিকার সম্পাদক ছিলেন-
সঞ্জয় ভট্টচার্য ।
আধুনিক বাংলা কাব্যে শ্রেষ্ঠ মহাকাব্য-
মেঘনাদবধ কাব্য ।
পল্লীকবি জসীমউদদীনের উপন্যাস মোট-
একটি ।
কানাহরি দত্তকে বলা হয়-
মঙ্গলকাব্যের আদি কবি ।
বাংলা প্রবন্ধের সূত্রপাত হয়-
ঊনিশ শতকের দ্বিতীয়ার্ধে ।
বাংলা সাহিত্যের প্রথম ইতিহাস গ্রন্থ রচনা করেন-
দীনেশচন্দ্র সেন ।
নাটকের অপর নাম-
দৃশ্যকাব্য ।
‘দিবারাত্রির কাব্য’ উপন্যাসটির লেখক-
মানিক বন্দ্যোপাধ্যায় ।
বাংলা সাহিত্যে প্রথম মুসলিম নাট্যকার রচিত নাটক-
‘বসন্ত কুমারী’ (১৮৭৩) [রচয়িতা মীর মশাররফ হোসেন] ।
কবি গানের জনক-
হরু ঠাকুর ।
‘রাশিয়ার চিঠি’ রবীন্দ্রনাথের যে ধরনের রচনা-
ভ্রমণকাহিনী ।
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপনাসিকের নাম-
মীর মশাররফ হোসেন ।
বাংলা সাহিত্যের অমিত্রাক্ষর ছন্দে রচিত প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ-
তিলোত্তমাসম্ভব কাব্য ।(মাইকেল মধুসূদন দত্ত) ।
অপু ও দূর্গা-চরিত্র দুটি যে উপন্যাসের-
পথের পাঁচালী ।
‘কাশবনের কন্যা’ গ্রন্থটির লেখক-
শামসুদ্দিন আবু কালাম ।
‘বেনের মেয়ে’ উপন্যাসের লেখক-
হরপ্রসাদ শাস্ত্রী ।
‘কপালকুন্ডলা’ যে প্রকৃতির রচনা-
রোমান্সমূলক উপন্যাস ।
বাংলা লিপির উৎস-
ব্রাহ্মীলিপি ।
মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠার লক্ষ্য ছিল-
মুসলমানদের জীবনের উন্নতি সাধন ।
‘মুসলিম সাহিত্য সমাজ’ এর মুখপত্র ছিল-
শিখা ।
চর্যাপদের ভাষা দূর্বোধ্য হওয়ার কারণ-
তন্ত্র ও যোগের প্রতাপের কারণে ।
আধুনিক বাংলা সাহিত্যের প্রথম কাব্য-
পদ্মিনী উপাখ্যান (১৮৫৮) ।
‘সঞ্চয়িতা’ যে কবির কাব্য সংকলন-
রবীন্দ্রনাথ ঠাকুর ।
চন্ডীদাস ছিলেন-
বৈষ্ণব কবি ।
বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়-
১৯৫৫ সালের ৩ ডিসেম্বর ।
চর্যাপদের পদকর্তা হিসেবে পাওয়া যায়-
মোট ২৩ জন, মতান্তরে ২৪ জনের পরিচয় ।
চর্যাপদে প্রবাদ বাক্য আছে-
৬ টি ।
ফোর্ট উইলিয়াম কলেজ চালু ছিল–
১৮৫৪ সাল পর্যন্ত ।
বাংলা সাহিত্যের প্রথম গদ্যগ্রন্থ-
কৃপার শাস্ত্রের অর্থভেদ ।
‘মাটির ময়না’ চলচ্চিত্রের নির্মাতা-
তারেক মাসুদ ।
‘সাঝের মায়া’ কাব্যগ্রন্থ রচনা করেন-
সুফিয়া কামাল ।
জহির রায়হানের ‘আরেক ফাল্গুন’ যে ধরনের উপন্যাস-
ভাষা আন্দোলন ভিত্তিক ।
‘বন্দী শিবির থেকে’ এর কবি-
শামসুর রহমান ।
‘শাহানামা’ মৌলিক গ্রন্থটি যার-
ফেরদৌসী ।
‘বাংলার মাটি বাংলার জল’ সনেটটি রচনা করেন-
রবীন্দ্রনাথ ঠাকুর ।