দেশের ২০টি পাবলিক এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার জন্য প্রাথমিক আবেদন শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুর ১২টা থেকে অনলাইনে এ অবেদন শুরু হয়। চলবে আগামী ১৫ এপ্রিল রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
আবেদনের যোগ্যতা
২০১৯ ও ২০২০ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণরা প্রাথমিক আবেদন করতে পারবেন। তবে, শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসির মোট জিপিএ বিজ্ঞান শাখার জন্য ন্যূনতম ৮.০০, বাণিজ্য শাখার জন্য ন্যূনতম জিপিএ-৭.৫০ ও মানবিক শাখার জন্য ন্যূনতম জিপিএ -৭.০০ থাকতে হবে। প্রত্যেক শাখার শিক্ষার্থীদের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ-৩.৫ থাকতে হবে।
যারা গুচ্ছ পদ্ধতির আওতাভুক্ত প্রতিষ্ঠানে আবেদন করতে ইচ্ছুক, তারা নিচের লিঙ্কে গিয়ে আবেদন করতে পারবেন।
https://gstadmission.ac.bd/init/apply/c780de0d3ac3c245b859f5a2b8e4782ec30f8e3d.html
ভর্তি পরীক্ষার সময়
আগামী ১৯ জুন ‘এ’ ইউনিটের (বিজ্ঞান), ২৬ জুন ‘বি’ ইউনিটের (মানবিক) ও ৩ জুলাই ‘সি’ ইউনিটের (ব্যণিজ্য) ভর্তি পরীক্ষা হবে। ঘণ্টাব্যাপী এমসিকিউ টাইপের এ পরীক্ষা দুপুর ১২টা থেকে শুরু হয়ে চলবে ১টা পর্যন্ত।