২০১৮-কুমিল্লা, রাজশাহী, চট্টগ্রাম, বরিশাল বোর্ড এর এইচএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্র প্রশ্ন ও সমাধান এবং অনলাইন পরীক্ষা

চাবুকের বাড়ির দিকে নুরুল হুদার আর মনোযোগ দেয়া হয়ে উঠে না কেন?

উদ্দিপকটি পড় এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:

জাতীয় দলের খেলোয়াড় মুন্না তিন বছরের শিশুপ্রত্রকে হারিয়ে শোকে মোহ্যমান।না ফেরার দেশে চলে যাওয়া পুত্রের শোক সামলাতে না পেরে সে খেলাধুলা ছেড়ে দিয়েছে।তাইতো সে দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ফুটবল খেলায় অংশেতো নেয়ই নিিএমনকি খেলা দেখতেও যায় নি।

উদ্দিপেকর মুন্না তাহারেই পড়ে মনে কবিতার কোন চরিত্রের কথা মনে করিয়ে দেয়?

উদ্দিপকটি পড় এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:

জাতীয় দলের খেলোয়াড় মুন্না তিন বছরের শিশুপ্রত্রকে হারিয়ে শোকে মোহ্যমান।না ফেরার দেশে চলে যাওয়া পুত্রের শোক সামলাতে না পেরে সে খেলাধুলা ছেড়ে দিয়েছে।তাইতো সে দেশের মাটিতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে ফুটবল খেলায় অংশেতো নেয়ই নিিএমনকি খেলা দেখতেও যায় নি।

উদ্দিপকে তাহারেই পড়ে মনে কবিতায় যুগপৎভাবে ফুটে উঠেছে-

i.নির্লিপ্ততা

ii.স্মৃতিকাতরতা

iii.প্রিয়জন হারানোর বেদনা

নিচের কোনটি সঠিক?

কেন এ পন্ডশ্রম মগজে হানিছ শূল।কবি কেন এমন উক্তি করেছেন?
সিরাজউদ্দৌল্লা প্রজাসাধারনের কাছে নিজেকে অপরাধী মনে করার অন্তর্নিহীত কারন,তিনি-
ঐকতান কবিতার কবি অক্ষয় উৎসাহে কী পড়েন?
লালসালু উপন্যাসে কোঁচবিদ্ধ হয়ে নিহত হয় কে?

নিচের উদ্দিপকটি পড় এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:

ধ্বংস দেখে ভয় কেন তোর?প্রলয় নতুন সৃঞ্জন বেদন।আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে হেদন।

আঠারো বছর বয়স কবিতায় উল্লিখিত আঠারো বছর বয়সের কোন বৈশিষ্ঠটি উদ্দিপকে ফুটে উঠেছে?

নিচের উদ্দিপকটি পড় এবং ৮ ও ৯নং প্রশ্নের উত্তর দাও:

ধ্বংস দেখে ভয় কেন তোর?প্রলয় নতুন সৃঞ্জন বেদন।আসছে নবীন জীবন হারা অসুন্দরে করতে হেদন।

নিচের কোন চরণে উক্ত বৈশিষ্ঠটি প্রকাশ পেয়েছে?

নুসরাত শাহের আশরাফপুর শিলালিপি কোন হরফে লেখা?
চুরি করার প্রয়োজন নেই বলে কারা চুরি করে না?

নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

আদিব ও শফিক দুই বন্ধু।আদিব অহংকারী ,নীর্জিব পৌরষশূন্য।অন্যদিকে শফিক উচ্ছল,রসিক।শফিক যেকোন পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নেয়।সে হয়ে ওঠে আলোচনার মধ্যমনী।

উদ্দিপকের শফিক অপরিচিতা গল্পের কোন চরিত্রের প্রতিনিধি?

নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

আদিব ও শফিক দুই বন্ধু।আদিব অহংকারী ,নীর্জিব পৌরষশূন্য।অন্যদিকে শফিক উচ্ছল,রসিক।শফিক যেকোন পরিবেশে দ্রুত নিজেকে মানিয়ে নেয়।সে হয়ে ওঠে আলোচনার মধ্যমনী।

উদ্দিপকের শফিক অপরিচিতা গল্পের অনুপম সাদৃশ্যপূর্ণ?

i.অহমিকায়

ii.নিস্পৃহতায়

iii.মেরুদন্ডহীনতায়

নিচের কোনটি সঠিক?

গ্রামের ছেলে গ্রামে বাস করবেেআহব্বান গল্পের এ বাক্যে প্রকাশ পেয়েছে গ্রামের প্রতিউপর -
মহাজাগতিক কিউরেটর গল্পের প্রাণের মুরু হয়েছে কোনটি থেকে?
স্বচক্ষে দেখছ রক্ষঃশ্রেষ্ঠ,পরাক্রম দাসের!নিজেকে দাস বলার পেছনে মেঘনাদের কোন মনোভাবটি ক্রিয়াশীল?
লোক লোকান্তর কবিতায় আহত কবির গান-পঙ্কক্তিটে কবি আহত হয়েছেন কেন?

নিচের উদ্দিপকটি পড় এবং ১৮ ও ১৯ নং প্রম্নের উত্তর দাও:

মামুন ,মার্টিন এবং শম্ভু তিন সহপাঠী ।ঈদ উপলক্ষে মার্টিন মামুনের বাড়িতে অসঙ্কোচে যেতে পারলেও শম্ভু যেতে পারলো না।তার রয়েছে পারিবারিক বাধা।

আমার পথ প্রবন্ধ ও উদ্দিপকে উল্লিখিত কোন অভিন্ন কারণে শম্ভু মমামুনের বাড়িতে যাওয়া থেকে বিরত খাকে?

নিচের উদ্দিপকটি পড় এবং ১৮ ও ১৯ নং প্রম্নের উত্তর দাও:

মামুন ,মার্টিন এবং শম্ভু তিন সহপাঠী ।ঈদ উপলক্ষে মার্টিন মামুনের বাড়িতে অসঙ্কোচে যেতে পারলেও শম্ভু যেতে পারলো না।তার রয়েছে পারিবারিক বাধা।

উদ্দিপকের শম্ভুর সাথে আমার পথ প্রবন্ধের লেখকের স্বাতন্ত্র কীসে?

কোন নদীর কাজল বুকের পালিতে গলিত হেম?
মোতাহের হোসেন চৌধুরী বৃক্ষের কোন দুটি জিনিস উপলব্ধী করার পক্ষপাতী?

নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

বেচারার একটা বেশ দুঃখ ছিল। ছেলেপুলে নেই ।সৌদামিনীর স্বামী স্থির করলো ,আর একটি বিয়েই যুক্তিযুক্ত,অন্তত চেষ্টা করে দেখা যাক।বংশ তো গুম করে দেওয়া চলে না।

উদ্দিপকের সৌদামনির স্বামীর মধ্যে লালসালু উপন্যাসের কোন চরিত্রের মানসিকতা বিদ্যামান?

নিচের উদ্দিপকটি পড় এবং প্রশ্নের উত্তর দাও:

বেচারার একটা বেশ দুঃখ ছিল। ছেলেপুলে নেই ।সৌদামিনীর স্বামী স্থির করলো ,আর একটি বিয়েই যুক্তিযুক্ত,অন্তত চেষ্টা করে দেখা যাক।বংশ তো গুম করে দেওয়া চলে না।

উদ্দিপকে এবং লালসালু উপন্যাসে আমাদের সমাজের কোন অসঙ্গতি বিদ্যামান?

দারোগাবাবু এসে বসে আছেন বাবুর সাথে।”মাসিপিসি গল্পের এ বাক্যে প্রকাশ পায়-

i.বাবুর সাথে দারোগাবাবুর সুসম্পর্ক রয়েছে

ii.দারোগাবাবুর হুকুম পালন করতে হবে

iii.দারোগাবাবু মাসিপিসির বিচার করতে এসেছেন

নিচের কোনটি সঠিক?

বায়ান্নোর দিনগুলো রচনার কথকের সত্তায় কী লক্ষ করা যায়?

ফেব্রুয়রিী ১৯৬৯ কবিতায় লক্ষনীয় বিষয়-

i.বাঙালীর সংগ্রামী মানসিকতা

ii.বাঙালীর স্বাধিকার বোধ

iii.সংগ্রাম বাঙালীর ঐতিহ্য

নিচের কোনটি সঠিক?

এই পৃথিবীতে এক স্থান আছে কবিতায় ধানের গন্ধের মতো অস্ফুষ্ট কে?

উদ্দিপকটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:

কালাম ভাড়া করা বাড়িতে বসবাস করে।দীর্ঘদীন এক বাড়িতে থাকার সুবাদে বাড়িওয়ালা আনোয়ারের সাথে সুসম্পর্ক গড়ে উঠে।আনোয়ারের চাচাত ভাই জামিল সম্পত্তির লোভে আনোয়ারকে হত্যা করতে উদ্যত হয়।জামিলের এ তৎপরতা অন্যায় জেনে বাধা দেয়ে কালাম। অবশেষে জামিলের হাতে নিহত হয় কালাম।

উদ্দীপকের কালামের সাথে সিরাজউদ্দৌল্লা নাটকের কোন চরিত্রকে তুলনা করা যায়?

উদ্দিপকটি পড় এবং ২৮ ও ২৯ নং প্রশ্নের উত্তর দাও:

কালাম ভাড়া করা বাড়িতে বসবাস করে।দীর্ঘদীন এক বাড়িতে থাকার সুবাদে বাড়িওয়ালা আনোয়ারের সাথে সুসম্পর্ক গড়ে উঠে।আনোয়ারের চাচাত ভাই জামিল সম্পত্তির লোভে আনোয়ারকে হত্যা করতে উদ্যত হয়।জামিলের এ তৎপরতা অন্যায় জেনে বাধা দেয়ে কালাম। অবশেষে জামিলের হাতে নিহত হয় কালাম।

এরূপ তুলনার কারণ,উভয়েই-

i.বহিরাগত

ii.স্বগোত্রীয়ের জন্যে লড়েছে

iii.ন্যায়ের প্রতিষ্ঠা করতে চেয়েছে

নিচের কোনটি সঠিক?

সেউ অস্ত্র কবিতায় কবির কাঙ্খিত অস্ত্রে উত্তোলিত হলে কী খাঁ খাঁ করবে না?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here