২০১৯ শিক্ষা বোর্ড এর এসএসসি পরীক্ষার বাংলা (আবশ্যিক) প্রথম পত্র প্রশ্ন ও সমাধান এবং অনলাইন পরীক্ষা

‘আমি কি বকরী-ঈদের গরু-ছাগল নাকি ?’- কথাটি কে বলেছিল ?
তাহেরা কেন ঘর ছেড়ে পালিয়েছিল ?
‘আমি পালাবো না’ লড়াই করব’- উক্তিটি দ্বারা প্রকাশ পেয়েছে-
i. অবাধ্যতা
ii. আপসহীনতা
iii. সাহসিকতা
নিচের কোনটি সঠিক ?
‘আমি কোনো আগন্তুক নই’ কবিতায় কবিব সামনে কী ?
“অষ্টম শ্রেণির ছাত্রী রাহেলার বিয়ে ঠিক হলে মেম্বার সাহেব বিয়ের ঘোর বিরোধিতা করে বলেন, ‘বাল্যবিবাহ আইনের পরিপন্থী।”- এখানে মেম্বার সাহেবের মানসিকতায় ‘বহিপীর’ নাটকের কোন চরিত্রের পরিচয় পাওয়া যায় ?
‘আমাদের শিক্ষাই আমাদেরকে নির্জীব করেছে’- এ কথা দ্বারা কী বোঝানো হয়েছে ?
‘তার স্বর একটু সতর্কতা মিশ্রিত’- এখানে কার স্বরের কথা বলা হয়েছে ?
সুভা বিধাতার কাছে আলৌকিক ক্ষমতা প্রার্থনা করত-
i. প্রতাপের মনোযোগ আকর্ষণ করার জন্য
ii. মায়ের বিরক্তি দূর করার জন্য
iii. বাকশক্তি ফিরে পাওয়ার জন্য
নিচের কোনটি সটিক ?
‘ধরি মাছ, না ছুঁই পানি’- এটি কী ?
‘হযরতের মৃত্যুর কথা প্রচারিত হইলে মদিনায় যেন আঁধার ঘনাইয়া আসিল’- এখানে ‘আঁধার ঘনাইয়া আসিল’ কথাটি দ্বারা কী বোঝানো হয়েছে ?
উদ্দীপকটি পড়ে ১১ ও ১২ নং প্রশ্নের উওর দাও :
ব্যবসায়ী সামাদ সাহেবের ছেলে রিক প্রকৃত শিক্ষা আর্জন করতে চায়। কিন্তু তার পিতা চান ছেলে কোনোমতে একটি সার্টিফিকেট অর্জন করে অর্থ উপার্জনের জন্য তাঁর ব্যবসা দেখাশুনা করতে।
উদ্দীপকে রিকের মানসিকতার সাথে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের সাদৃশ্যপূর্ণ দিক হলো-
উদ্দীপকের সামাদ সাহেবকে ‘শিক্ষা ও মনুষ্যত্ব’ প্রবন্ধের আলোকে বরা যায়-
i. তিনি অর্থ সাধনাকে জীবন সাধনা মনে করেন
ii. তাঁর জীবনে শিক্ষার প্রয়োজনীয় দিক অনুপস্থিত
iii. তিনি ছোট জিনিসের মোহে বড় জিনিস হারাতে দুঃখ করেন না
নিচের কোনটি সঠিক ?
আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারার সঙ্গে সাদৃশ্য ছিল কার ?
‘যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান যেখানে মিশেছে হিন্দু-বৌদ্ধ-মুসলিম-ক্রিশ্চান’- ‘পয়লা বৈশাখ’ প্রবন্ধের সাথে উপরের কবিতাংশটির মিল রয়েছে-
i. ধর্মনিরপেক্ষতায়
ii. জাতীয়তাবোধে
iii. সার্বজনীনতায়
নিচের কোনটি সঠিক ?
‘চোখের জলে ভাসতে ভাসতে আমিও শরীফের মতকে সমর্থন করেছি’- এখানে কোন মতের কথা বলা হয়েছে ?
‘মঙ্গলকাব্য’ কোন যুগের সাহিত্যের নিদর্শন ?
ছেলের জীবন রক্ষা করলেও লেখকের বাবা কুকুরটিকে মেরে ফেললেন। কারণ, তিনি-
i. কুকুরটির কষ্ট লাঘব করতে চেয়েছিলেন
ii. কুকুরটির র্দুদশা সইতে পারছিলেন না
iii. অতি নিষ্ঠুর প্রকৃতির লোক ছিলেন
নিচের কোনটি সঠিক ?
‘কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই, কোথায় হারিয়ে গেল সোনালি বিকেলগুলো সেই, আজ আর নেই।’-
উদ্দীপকে ‘কপোতাক্ষ নদ’ কবিতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে ?
‘জীবন-সঙ্গতি’ কবিতায় কবি মানবজীবনকে বৃথা বলতে চাননি। কারণ-
i. মানবজীবন সাফল্যে পরিপূর্ণ
ii. মানবজীবন তৎপর্যময়
iii. মানুষের অনেক দায়িত্ব রয়েছে
নিচের কোনটি সঠিক ?
উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উওর দাও :
ক্যান্সারে আক্রান্ত সমরের অবস্থা ভালো না। ডাক্তার বলেছেন, সমর আর বেশিদিন বাঁচবে না। সমর মাকে বলে ভালো হয়ে খেলতে গেলে মা যেন নিষেধ না করেন। এ কথা শুনে মায়ের চোখে শুধু অশ্রু।
সমরের কথায় ‘পল্লিজননী’ কবিতায় খোকার কোনটি প্রকাশ পেয়েছে ?
উদ্দীপকের মা ও ‘পল্লিজননী’ কবিতায় মা উভয়ের মধ্যে ফুটে উঠেছে-
i. মাতৃসত্তার প্রকৃত সত্য
ii. স্বার্থের বাড়াবাড়ি
iii. সন্তানের প্রশান্তি
নিচের কোনটি সঠিক ?
‘আমারো ছিল মনে কেমনে বেটা পেরেছে জানতে’- কী জানতে পেরেছে ?
‘ঝর্ণার গান’ কবিতায় বর্ণিত ‘ফটিক জল’ কী ?
‘সেইদিন এই মাঠ’ কবিতার মূলভাব কী ?
চর্যাপদের পান্ডুলিপি কোথা থেকে উদ্ধার করা হয়েছিল ?
‘স্বাদীনতা, এ শব্দটি কীভাবে আমাদের হলো’ কবিতায় ‘লালসালু’ বেঁধে কারা এসেছিল ?
উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নং প্রশ্নের উওর দাও :
শফিক মুক্তিযোদ্ধাদেরকে বিভিন্নভাবে সাহায্য করে। একদিন রাজাকার সুরুজ আলি শফিককে ধরে পাকসেনাদের ক্যাম্পে নিয়ে যায়। কিন্তু শফিক মৃত্যুভয়ে মোটেই ভীত হয় না।
উদ্দীপকের সুরুজ আলি ‘কাকতাড়ূয়া’ উপন্যাসের কোন চরিত্রকে মনে করিয়ে দেয় ?
উদ্দীপকের শফিক ও ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের বুধার মধ্যে প্রকাশ পেয়েছে-
i. দেশত্মবোধ
ii. সাহসিকতা
iii. প্রতিশোধস্পৃহা
নিচের কোনটি সঠিক ?
‘তোমাকে পাওয়ার জন্য, হে স্বাধীনতা’ কবিতায় কার ফুসফুস এখন পোকার দখলে বলা হয়েছে ?
‘রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে’- এখানে ‘রাত’ শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে ?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here