আনসার বাহিনীর ১০০০টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারের শূন্য পদ (শুধুমাত্র পুরুষ) পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী পুরুষ প্রার্থীদের নিকট থেকে আবেদন আহবান করা হচ্ছে। প্রার্থীদেরকে অনলাইনে আবেদন করতে হবে।
আনসার ব্যাটালিয়ন পদের জন্য আবেদন করার যোগ্যতা
1. লিঙ্গঃ পুরুষ
2. বয়স ০৫ জানুয়ারি ২০২০ তারিখে সর্বনিম্ন ১৮ এবং সর্বোচ্চ ২২ বছর গ্রহণযোগ্য
3. সর্বনিম্ন উচ্চতা: সাধারণ প্রার্থীদের (৫ ফুট ৬ ইঞ্চি) ও উপজাতি প্রার্থীদের (৫ ফুট ৪ ইঞ্চি)।
4. ওজন: সাধারণ প্রার্থীদের (৪৯.৮৯৫ কেজি) ও উপজাতি প্রার্থীদের (৪৭.১৭৩ কজি)।
5. সর্বনিম্ন বুকের মাপ সাধারণ প্রার্থীদের (৩২-৩৪ ইঞ্চি) ও উপজাতি প্রার্থীদের (৩০-৩২ ইঞ্চি)।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ।
আবেদনের নিয়ম
ইউনিয়ন ডিজিটাল সেন্টার অথবা যে কোনও অন-লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ ‘ব্যাটালিয়ন আনসার পদের জন্য আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে।
আবেদন শুরুর সময়: ০৬ ডিসেম্বর ২০১৯ তারিখ।
আবেদনের শেষ সময়: ০৫ জানুয়ারি ২০২০ তারিখ।
অন-লাইন রেজিস্ট্রেশন ফি ২০০টাকা।
আবেদনের লিংক: http://103.48.16.225:8080/application-circulars