যিনি স্মৃতিশাস্ত্র জানেন তাকে এক কথায় কি বলা হয় ?
উত্তরঃ স্মার্ত ।
মনপুরা ৭০ হলো একটি –
উত্তরঃ চিত্রকর্ম ।
লালসালু উপন্যাসটির লেখক কে?
উত্তরঃ সৈয়দ ওয়ালীউল্লাহ ।
বাঘের চামড়া কে এক কথায় কি বলা হয় ?
উত্তরঃ কৃত্তি ।
শকুনি মামা অর্থ কি?
উত্তরঃ কুচক্রী লোক ।
সুনামি শব্দটি কোন ভাষা থেকে এসেছে ?
উত্তরঃ জাপানি ।
তটিনী এর প্রতিশব্দ কোনটি?
উত্তরঃ নদী ।
সমুদ্র শব্দটির সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ উদধি ।
কম্পিউটারের বাংলা ফন্টের উদ্ভাবক কে?
উত্তরঃ মোস্তফা জব্বার ।
তামার বিষ বাগধারাটির প্রকৃত অর্থ কি?
উত্তরঃ অর্থের কু-প্রভাব ।
সর্বজন এর বিশেষণ কি?
উত্তরঃ জনসাধারণ ।
বড় যদি হতে চাও ছোট হও তবে…. বাক্যটিতে ছোট শব্দটি কি অর্থে ব্যবহৃত?
উত্তরঃ নম্র ।
কোন বাগধারাটির অর্থ সৌভাগ্যের বিষয় ?
উত্তরঃ একাদশে বৃহস্পতি ।
সংশপ্তক উপন্যাসের লেখক কে ?
উত্তরঃ শহীদুল্লাহ কায়সার ।
বি + অর্থ এর সন্ধি হলো—-
উত্তরঃ ব্যর্থ ।
বেগম রোকেয়ার রচনা কোনটি?
উত্তরঃ অবরোধবাসিনী ।
আমার ভাইয়ের রক্তে রাঙানো , একুশে ফেব্রয়ারি … কে রচনা করেছেন?
উত্তরঃ আবদুল গাফফার চৌধুরী ।
কোন বানানটি শুদ্ধ ?
উত্তরঃ সমীচীন ।
কোনটি ‘ক্ষুধার্ত’ শব্দের সন্ধি বিচ্ছেদ ?
উত্তরঃ ক্ষুধা + ঋত ।
কোনটি অলুক তৎপুরুষ সমাসের উদাহরণ ?
উত্তরঃ কলে ছাটা ।
বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ শামসুর রহমান ।
স্বভাবতই মূধণ্য ‘ষ’ হয় এমন উদাহরণ কোনটি?
উত্তরঃ ঔষধ ।
সেতার এর ‘সে’ কোন অর্থে দ্যোতনা করে?
উত্তরঃ অনেক ।
দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোন স্বরধ্বনি লোপ পেলে তাকে কি বলা হয়?
উত্তরঃ সম্প্রকর্ষ ।
বাংলা সাহিত্যের দুঃখবাদী কবি কে?
উত্তরঃ যতীন্দ্রনাথ সেনগুপ্ত ।
সাধুভাষা থেকে চলিত ভাষায় লিখতে কোন পদযুগলের পরিবর্তন ঘটে?
উত্তরঃ সর্বনাম ও ক্রিয়া ।
কোনটির লিঙ্গান্তর হয় না ?
উত্তরঃ কবিরাজ ।
জ্বর এর সাথে কোন শব্দের দ্বিরুক্তিতে সামান্য অর্থ প্রকাশ পায় ?
উত্তরঃ জ্বর ।
কিসের ভেদে ক্রিয়ার রুপের কোন পার্থক্য হয় না?
উত্তরঃ বর্ণনাভেদে ।
তিনি চোখে দেখেন না … ‘চোখে’ কোন কারক?
উত্তরঃ করণ কারক ।
মিশ্র বাক্যের অপর নাম কি?
উত্তরঃ জটিল বাক্য ।
পর্বত শব্দটির সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ শৈল ।
বিরক্ত শব্দের বিপরীত অর্থ কি?
উত্তরঃ অনুরক্ত ।
এত অল্প টাকায় মাস চলবে না … এখানে ‘চলা’ কোন অর্থ প্রকাশ করেছে?
উত্তরঃ সংকুলান হওয়া ।
গড্ডালিকা প্রবাহ বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ অন্ধ অনুকরণ ।
নদী ও নারী এর রচয়িতা কে?
উত্তরঃ হুমায়ুন কবীর ।
অর্পণ শব্দটির বিপরীত শব্দ কি?
উত্তরঃ গ্রহণ ।
সমাস শব্দের অর্থ কি?
উত্তরঃ সংক্ষেপণ ।
কোনটি একবচনের উদাহরণ ?
উত্তরঃ শিক্ষক ছাত্রকে পড়াচ্ছেন ।
বিজ্ঞান শব্দে ‘বি’ উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ বিশেষ ।
উপসর্গের কাজ কি?
উত্তরঃ নতুন শব্দ গঠন ।
লিঙ্গান্তর করতে ‘’নায়ক’’ শব্দের শেষে কোন প্রত্যয় যুক্ত হয়?
উত্তরঃ ইকা ।
কোন বর্ণ দুটিতে মাত্রা হবে না ?
উত্তরঃ এ এবং ঐ ।
রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্য রচনা করে নোবেল পুরস্কার পেয়েছিলেন?
উত্তরঃ গীতাঞ্জলী ।