১. ফুল ডুপ্লেক্স মোডে চলে-
i. মোবাইল ফোন
ii. ল্যান্ড ফোন
iii. রেডিও ব্রডকাস্ট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :
নিরব নতুন ওয়েব ডেভেলপার। HTML ব্যবহার করে
ওয়েবপেজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে।
২. নিরব উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করে?
৩. নিরব যে পদ্ধতিতে কাজ করেছে তার সুবিধা-
i. ওয়েবসাইটের একটা পেজের এক অংশের সাথে একই পেজের অন্য অংশের লিংক করা যায়
ii. ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়
iii. এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইট লিংক করা যায়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :
সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন
দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখ দুঃখে
পাশাপাশি ও প্রতিবেশীর মত ভাব বিনিময় করছে।
৬. উদ্দীপককে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে?
৭. উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে?
i. সংবাদপত্রের
ii. তথ্যপ্রযুক্তির
iii. ইন্টারনেট প্রযুক্তির
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:
for(i=1;i<=10;i=i+2)
{
printf("ICT";
if(i==7)
break;
}
১৪. উদ্দীপকের আলোকে "ICT" লেখাটি কতবার প্রদর্শিত হবে?
১৬. NOR এর আউটপুট ০ (শূন্য) হবে যখন-
i. যে কোনো একটি ইনপুট ০ (শূন্য)
ii. সবগুলো ইনপুট ১
iii. যেকোনো একটি ইনপুট ১
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
(78)10 এর BCD মান কত?
H20
এর ফলাফল কোনটি?