ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ,ব্রাহ্মণবাড়িয়া,এইস এস সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এইস এস সি ২০১৭ প্রশ্নপত্র অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. ফুল ডুপ্লেক্স মোডে চলে-

i. মোবাইল ফোন

ii. ল্যান্ড ফোন

iii. রেডিও ব্রডকাস্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :

নিরব নতুন ওয়েব ডেভেলপার। HTML ব্যবহার করে

ওয়েবপেজ তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে।

২. নিরব উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করে?

৩. নিরব যে পদ্ধতিতে কাজ করেছে তার সুবিধা-

i. ওয়েবসাইটের একটা পেজের এক অংশের সাথে একই পেজের অন্য অংশের লিংক করা যায়

ii. ওয়েবসাইটের এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায়

iii. এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইট লিংক করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৪. সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের?
৫. ডোমেইন নাম হলো-

নিচের উদ্দীপকের আলোকে ৬ ও ৭নং প্রশ্নের উত্তর দাও :

সমগ্র পৃথিবী এখন একটি গ্রামে পরিণত হয়েছে। এখন বিভিন্ন

দেশের মানুষ খুব সহজেই একজন অন্য জনের সুখ দুঃখে

পাশাপাশি ও প্রতিবেশীর মত ভাব বিনিময় করছে।

৬. উদ্দীপককে কোন বিষয় সম্পর্কে বলা হয়েছে?

৭. উদ্দীপকে যে বিষয়ে বলা হয়েছে তা সম্ভব হচ্ছে কিসের কল্যাণে?

i. সংবাদপত্রের

ii. তথ্যপ্রযুক্তির

iii. ইন্টারনেট প্রযুক্তির

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৮. ভয়েস ব্যান্ড-এর সর্বোচ্চ গতি কত?
৯. বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত?
১০. সার্বজনীন গেইট কোনটি?
"Name" কোন ধরনের ডেটা?
F এর মান কোনটি?
A+BC= কত?

উদ্দীপকের আলোকে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:

for(i=1;i<=10;i=i+2)

{

printf("ICT";

if(i==7)

break;

}

১৪. উদ্দীপকের আলোকে "ICT" লেখাটি কতবার প্রদর্শিত হবে?

১৫. If শর্তটি বাদ দিলে "ICT" লেখাটি কতবার প্রদর্শিত হবে?

১৬. NOR এর আউটপুট ০ (শূন্য) হবে যখন-

i. যে কোনো একটি ইনপুট ০ (শূন্য)

ii. সবগুলো ইনপুট ১

iii. যেকোনো একটি ইনপুট ১

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৭. ওয়েবপেজের এড্রেসকে কী বলে?
১৮. স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?
১৯. কোন সার্কিটে সর্বোচ্চ ষোলটি ইনপুট থেকে চারটি আউটপুট পাওয়া যায়?
২০. ডেটা ফাইল তৈরির সঠিক অনুক্রম কোনটি?
২১. হটস্পট কী?

(78)10 এর BCD মান কত?

২৩. ভার্চুয়াল রিয়েলিটিতে কী ধরনের ইমেজ তৈরি হয়?
এইচটিএমএল কোড

H20

এর ফলাফল কোনটি?
DNS এর পূর্ণরূপ কী?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here