ভাষার মূল উপাদান ও ক্ষুদ্রতম এককের নাম কি?
উত্তরঃ ধ্বনি ।
বিভক্তিহীন নাম পদকে কি বলা হয়?
উত্তরঃ প্রতিপাদিক ।
বাংলা সাহিত্যের যুগসন্ধিক্ষণ বলা হয় কখন?
উত্তরঃ ১৭৬০ থেকে ১৮৬০ খ্রিস্টাব্দ ।
বাংলা ব্যাকরণে মাত্রাবিহীন বর্ণ কয়টি?
উত্তরঃ ১০ টি (স্বরবর্ণ ৪ টি এবং ব্যঞ্জনবর্ণ ৬ টি) ।
আজ্ঞা কর দাসে, শাস্তি নরাধমে …. এ উদ্ধতিতে ‘দাস’ কোন অর্থে ব্যবহৃত হয়েছে?
উত্তরঃ বিনয় প্রকাশে ।
গরিষ্ঠ এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ লগিষ্ঠ ।
হাট বাজার কোন সমাস?
উত্তরঃ দ্বন্দ সমাস ।
ছেলেটি হো হো করে হেসে উঠল… এখানে বিশেষ পদটি কোন ধরনের ?
উত্তরঃ ক্রিয়া বিশেষণ ।
মাইকেল মধুসূদন দত্ত রচিত ও প্রকাশিত প্রথম ইংরেজি গ্রন্থের নাম কি?
উত্তরঃ ক্যাপটিভ লেডি (Captive Lady). প্রকাশিত হয় ১৮৪৯ সালে ।
আলস্য, বিলাসিতা, পরশ্রীকাতরতা, তিক্ততা, হীনতা, মহত্ত্ব ইত্যাদি কোন ধরনের বিশেষ্য ?
উত্তরঃ গুণবাচক বিশেষ্য ।
বায়ু এর সমার্থক শব্দ কি?
উত্তরঃ সমীর ।
হায়রে ভাগ্য, হায়রে লজ্জা ::: কোথায় সভা, কোথায় সজ্জা ? এ উদ্ধতিতে ‘হায়রে’ অব্যয় দুটি কোন ধরনের?
উত্তরঃ বাক্যালংকার ।
উদ্ধত এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ বিনীত ।
বাংলা উপন্যাস রচনার পথিকৃৎ কাকে বলা হয়?
উত্তরঃ প্যারীচাঁদ মিত্রকে ।
ঢাকাই শব্দটি কোন ভাবে গঠিত হয়েছে?
উত্তরঃ প্রত্যয়যোগে ।
বাংলা সাহিত্যের যুগসন্ধিকালের কবি কে?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র গুপ্ত ।
এ মাটি সোনার বাড়া ::: এখানে সোনা কোন অর্থে ব্যবহার করা হয়েছে?
উত্তরঃ বিশেষণের অতিশায়ন ।
পরাজয়, উপকার, উপহার ::: শব্দগুলো কিভাবে গঠিত হয়েছে?
উত্তরঃ উপসর্গযোগে ।
সে কি আর বাজাবে বাঁশি ::: এখানে ‘আর’ অব্যয়টি কোন ধরনের?
উত্তরঃ বাক্যালংকার ।
অসিত এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ কালো ।
সবুজ মাঠ :: এখানে ‘সবুজ’ কোন ধরনের বিশেষণ ?
উত্তরঃ রুপবাচক বিশেষণ ।
ঈশ্বরচন্দ্র গুপ্ত কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তরঃ সংবাদ প্রভাকর ।
ওদন এর সমার্থক শব্দ কোনটি?
উত্তরঃ ভাত ।
বিদ্বান হলেও তার অহংকার নেই :: এর যৌগিক বাক্য কি হবে?
উত্তরঃ তিনি বিদ্বান বটে , কিন্তু তার অহংকার নেই ।
পলান্ন কোন সমাস ?
উত্তরঃ মধ্যপদলোপী কর্মধারয় ।
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ‘আলালের ঘরের দুলাল’ কে রচনা করেন?
উত্তরঃ প্যারীচাঁদ মিত্র ।
অবশ্যই আমরা যাব :: এ বাক্যে অবশ্যই পদটি কোন ধরনের পদ?
উত্তরঃ বাক্য বিশ্লেষণ ।
Philanthropist এর পরিভাষা কি ?
উত্তরঃ লোকহিতৈষী ।
বাক্যে ব্যবহৃত শব্দকে কি বলা হয় ?
উত্তরঃ পদ ।
বাংলা কবিতার আধুনিকতার জনক কে?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত ।
ক্ষ এর বিশিষ্ট রুপ কোনটি?
উত্তরঃ হ + ম ।
দুল্যোক এর সন্ধি বিচ্ছেদ কোনটি?
উত্তরঃ দিব্ + লোক ।
বাংলা ভাষার যৌগিক স্বরধ্বনির সংখ্যা কতটি?
উত্তরঃ ২৫ টি ।
হাট-বাজার কোন অর্থে দ্বন্দ্ব ?
উত্তরঃ সমার্থক অর্থে ।
প্রচুর এর বিশেষ্য কোনটি?
উত্তরঃ প্রাচুর্য ।
সংগীত এর সন্ধি বিচ্ছেদ কি ?
উত্তরঃ সম + গীত ।
চর্যাপদের আবিষ্কৃত মোট পদের সংখ্যা কয়টি?
উত্তরঃ ৪৬ টি (সাড়ে ছেচল্লিশটি) ।
জাহান্নাম হতে বিদায় উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ শওকত ওসমান ।
দৈনিক নবযুগ কোন কবির রচিত পত্রিকা?
উত্তরঃ কাজী নজরুল ইসলাম ।