সেন্ট্রাল উইমেন্স কলেজ,টিকাটুলি, ঢাকা,এইস এস সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এইস এস সি ২০১৭ প্রশ্নপত্র অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. বিশ্বগ্রামের ধারণাটি সর্বপ্রথম কে প্রবর্তন করেন-
২. রোবোটিক্স কী?
৩. ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়?
৪. ৩০০ গিগাহার্জ হতে ৪০০ টেরাহার্ড পর্যন্ত ফ্রিকোয়েন্সিকে বলা হয়-
৫. GPRS-এর পূর্ণরূপ কী?

৬. (৩৭.১২৫)১০ এর বাইনারী মান কত?

৭. ডিকোডারের ইনপুট সংখ্যা ৪ হলে আউটপুট সংখ্যা হবে-
চিত্র ২ কোন ধরনের টপোলজি?
৯. চিত্র-১ এর নোডগুলো পরস্পর সংযুক্ত করলে কোন ধরনের টপোলজি গঠন করা যাবে?

১০. HTML এর ওয়েবপেজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে- i. html ii. htm iii. doc নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

a=1,b=0 এর জন্য a XOR b=?
১২. প্রোগ্রামে কোন ধরনের ভুলের জন্য কম্পিউটার বার্তা দেয়?
A B C D (Q)=? Q এর লজিক সমীকরণ কোনটি?
Q=0 যখন- A=1.
১৫. কোন ধরনের ডেটা টাইপের মাধ্যমে ডেটাবেজ থেকে ওয়েব পেজের লিংক করা যায়?
১৬. নিচের কোনটি ফাঁকা ট্যাগ?

১৭. হেডার ফাইল হল- i. stdio.h ii. math.h iii.printf

নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকের আলোকে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও-

ID Name Address Cell No Salary
101 Raja Dhaka 017252565472 20,000/-
102 Rani Pabna 017549863325 43,000/-
103 Tona Gazipur 015697825868 45,000/-
104 Tuni Bhola 018745654125 50,000/-

১৮. উদ্দীপকে যাদের বেতন ৪৩,০০০/- টাকার উপরে তাদের দ্রুত খুঁজে বের করা যায় কোন পদ্ধতিতে?

১৯. উদ্দীপকে টেবিলের ফিল্ড রিলেশনে ভূমিকা রাখতে পারে- i. ID ii. Name iii. Cell No নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২০. সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি?
২১. ফ্লোচার্ট ডিজাইনে ব্যবহৃত চতুর্ভুজ প্রতীকটি কী নির্দেশ করে?

নিচের কোডটি লক্ষ কর এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:

for(i=1,i<=10;i=i+2)

{

{printf("ICT");

if(i==7)

break;

}

উদ্দীপকের আলোকে “ICT” লেখাটি কতবার প্রদর্শিত হবে?

২৩. If শর্তটি বাদ দিলে "ICT" লেখাটি কতবার প্রদর্শিত হবে?
২৪. কোনটি আউটসোর্সিং-এর মার্কেট প্লেস?

২৫. উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত- i. ফ্লিপ-ফ্লপ ii. অ্যাডার iii. রেজিস্টার নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here