নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :
জামান মেডিক্যাল ভর্তির সযোগ পাওয়ার বিষয়টি 3G ফোনে Text
দ্বারা দেশে বিদেশে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে জানায়। তাদের
কেউ কেউ ভিডিও কল এবং কেউ কেউ ফেসবুক এর মাধ্যমে
জামানকে অভিনন্দন জানায়।
২. জামানের খরবটি পাঠানো হয়েছিল যে ভাবে-
৩. জামান তথ্য প্রযুক্তি থেকে যে সকল সুবিধা নিতে পারে-
i. অনলাইন ব্যাংকিং
ii. আউটসোর্সিং
iii. ভার্চুয়াল ড্রাইভিং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৪. ১১১ সংখ্যাটি হতে পারে-
i. বাইনারি
ii. অক্টাল
iii. ডেসিম্যাল
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:
রোল | নাম | রেজিঃ নং | ফলাফল |
১১০০০১ | রূপা | ৭৫৬০২১ | A+ |
১১০০০২ | অজয় | ৭৫৬০২২ | A |
১১০০০৩ | ছন্দা | ৭৫৬০২৩ | B |
১১০০০৪ | নাবিলা | ৭৫৬০২৪ | A |
৮. উদ্দীপকের যে ফিল্ডগুলো প্রাইমারি কী হতে পারে-
i. নাম
ii. রোল নম্বর
iii. রেজিঃ নং
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১১. ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে-
i. কম্পিউটার
ii. ক্রায়োপ্রোব
iii. রোবট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :
# include <stdio.h>
main ( )
{
int a=3,b;
b=2*a;
print f("%d" ,b);
}
১৩. প্রোগ্রাম রান করলে B এর মান কত হবে?
১৪. প্রোগ্রাম রান করলে আউটপুট মান ৩ হবে, যখন-
i. b=a++
ii. b=a--
iii. b+=a
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :
মিসেস নীলা একটি সরকারি দপ্তরে চাকরি করেন। তিনি সরকারি
নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন
এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহণ
করেন।
২৩. উদ্দীপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যক্রম ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হলো-
i. শিক্ষা ক্ষেত্রে
ii. গোয়েন্দা নজরদারীতে
iii. সামাজিক যোগাযোগ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
২৪. মিসেস নীলার তথ্য ও প্রযুক্তি ব্যবহার কোন ধরনের কর্মকান্ড-?
i. ইতিবাচক
ii. কার্যকরী
iii. সময়োপযোগী
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii