চুয়েট, কুয়েট ও রুয়েটের সমন্বয়ে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি বিজ্ঞপ্তি ২০২১

সমন্বিত প্রকৌশল বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১ । চুয়েট, কুয়েট ও রুয়েট ভর্তি বিজ্ঞপ্তি ২০২১ admissionckruet.ac.bd ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এই ০৩টি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমন্বিত ভর্তি পরীক্ষা পদ্ধতিতে নেওয়া হবে।

চুয়েট, কুয়েট ও রুয়েট এর স্নাতক ১ম বর্ষ/লেভেল-১ (শিক্ষাবর্ষ ২০২০-২১) সমন্বিত ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, সমন্বিত এ ভর্তি পরীক্ষায় মোট ৩০,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করতে পারবে। এই ৩০,০০০ শিক্ষার্থী বাছাই করা হবে প্রাথমিক আবেদনকারীদের মধ্য হতে।

গুরুত্বপূর্ণ তারিখ এবং সময়সূচী

  • অনলাইনে আবেদন শুরু : ২৪ এপ্রিল ২০২১ (সকাল ৯.০০ ঘটিকা)
  • আবেদন শেষ : ০৮ মে ২০২১ (বিকাল ৫.০০ ঘটিকা)
  • আবেদন ফি : ৯০০/- ও ১,০০০/- টাকা
  • যোগ্য প্রার্থীর তালিকা : ০২ জুন ২০২১
  • পরীক্ষার তারিখ : ১২ জুন ২০২১
  • মেধা তালিকা প্রকাশ : ৩০ জুন ২০২১
  • আবেদন লিংক : admissionckruet.ac.bd

 আবেদন যোগ্যতা

১/ প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

২/ প্রার্থীকে ২০২০ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অথবা সেপ্টেম্বর ২০১৯ থেকে আগস্ট ২০২০ এর মধ্যে GCE ‘A’ লেভেল সনদপত্র প্রাপ্ত হতে হবে।

৩/ বাংলাদেশের যেকোন মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা বোর্ড/কারিগরি বোর্ড থেকে উত্তীর্ণ শিক্ষার্থীকে ২০১৭ বা ২০১৮ সালের মাধ্যমিক/সমমানের পরীক্ষায় কমপক্ষে জিপিএ ৪.০০ পেতে হবে অথবা সমমানের পরীক্ষায় কমপক্ষে সমতুল্য গ্রেড পেতে হবে।

৪/ বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড/মাদ্রাসা বোর্ড/কারিগরি বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক/আলীম/সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীকে গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ের প্রত্যেকটিতে আলাদাভাবে গ্রেড পয়েন্ট ৫.০০ পেতে হবে। ইংরেজি ভার্সন/বিদেশী শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষায় উক্ত বিষয়সমূহে কমপক্ষে সমতুল্য গ্রেড পেতে হবে। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশ্লিষ্ট প্রার্থীকে উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে গ্রেড পয়েন্ট ৪.০০ পেতে হবে।

৫/ প্রার্থী GCE ‘O’ এবং GCE ‘A’ লেভেল পাশ করে থাকলে, তার ক্ষেত্রে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য GCE ‘O’ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। GCE ‘A’ লেভেল পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন ও গণিত বিষয়ে আলাদাভাবে ‘A’ গ্রেড পেতে হবে। এছাড়া বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগে ভর্তি হতে হলে সংশিলিষ্ট প্রার্থীকে GCE ‘A’ লেভেল পরীক্ষায় জীববিজ্ঞানে কমপক্ষে ‘B’ গ্রেড পেতে হবে।

৬/ প্রার্থীকে কমপক্ষে ১২ শিক্ষাবর্ষ অধ্যায়নকাল থাকা সাপেক্ষে বিদেশী শিক্ষা প্রতিষ্ঠান থেকে ২০২০ সালের উচ্চ মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন ও ইংরেজি বিষয়ে প্রত্যেকটিতে আলাদাভাবে কমপক্ষে ৮০% বা সমমানের গ্রেড পেতে হবে। প্রার্থীকে মাধ্যমিক/সমমানের পরীক্ষায় গড়ে কমপক্ষে ৭০% বা সমমানের গ্রেড পেতে হবে।

৮/ যোগ্য আবেদনকারীর মধ্যে হতে এইচএসসি বা সমামান পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন এবং ইংরেজি বিষয়ের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রথম ৩০,০০০ প্রার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে।

৯/ ন্যূনতম যোগ্যতা পূরণ সাপক্ষে GCE ‘O লেভেল ও GCE ‘A’ লেভেল এবং সংরক্ষিত আসনের জন্য সকল আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য বলে বিবেচিত হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here