কৃষি মন্ত্রণালয়ে কৃষি অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র সমাধান-২০১১

সাধারণত ডিমের মধ্যে ভ্রুণের ফিজিওলজিক্যাল জিরো তাপমাত্রা গড়ে কত ডিগ্রি ফারেনহাইট হয়ে থাকে?
ফ্রিজার বার্ণ ও জারণ থেকে রক্ষার জন্য হিমায়িত করার পূর্বে মাছের দেহের উপর বরফের যে আস্তরণ দেয়া হয় তাকে কী বলে?
নিচের কোন গাছটি জীবন্ত বেড়া হিসেবে ব্যবহার যোগ্য নয়?
নিম্নের কোন সবজিটির বীজ হতে বীজতলায় বিশেষ যত্নের মাধ্যমে চারা উৎপাদনের পর মুল জমিতে রোপন করতে হয়?
বীজতলা জীবানুমুক্ত করার জন্য নিচের কোন রাসায়নিক দ্রব্যটি প্রয়োগ করা যেতে পারে?
নিচের কোন গাছটি পাতা কাটিং এর মাধ্যমে বংশবিস্তার করতে পারে?
নিচের কোনটি টিস্যু কালচার মিডিয়ামের বৃদ্ধি উদ্দীপক উপাদান হিসেবে ব্যবহৃত হয়?
নার্সারিতে উৎপাদিত প্রতিটি ফসলের উৎপাদন খরচ আলাদা আলাদাভাবে নিরূপন করার জন্য নিচের কোন রেজিস্টারটি ব্যবহৃত হয় ?
নিচের কোন গাছের ক্ষেত্রে উচ্চ কেন্দ্র ট্রেনিং এর মাধ্যমে শুধু প্রদান কান্ডটিকে সুযোগ দেওয়া হয় ?
নিচের কোনটি একটি কুষিতান্ত্রিক ফসল বা মাঠ ফসল?
পশুখাদ্য সংরক্ষনে সাইলেজ তৈরীর জন্য উৎকৃষ্ট ঘাস কোনটি?
নিচের কোনটি বাছুরের জন্য উপযোগী বিশেষ দানাদার খাদ্য মিশ্রণ?
নিচের কোনটি একটি উন্নত ডিম পাড়া হাসের জন্য?
ডিপ লিটার পদ্ধতিতে মুরুগি পালনের ক্ষেত্রে প্রতিটি মুরগির জন্য কত বর্গ ফুট জায়গার দরকার হয়?
প্রাকৃতিক পদ্ধতিতে উর্বর ডিম উৎপাদনের জন্য মোরগ ও মুরগির অনুপাত কত রাখতে হয় ?
ফলগাছ চাষাবাদ সম্বন্ধীয় বিজ্ঞানকে কি বলা হয় ?
নিচের কোনটি পুকুরে মাছের সম্পূরক খাদ্য হিসেবে ব্যবহৃত হয়?
নিচের কোন উদ্ভিদ হেজ তৈরীতে ব্যবহৃত হয় ?
মাছের সঠিক বৃদ্ধির জন্য পুকুরের নূন্যতম কতটুকু দ্রবীভুত অক্সিজেন থাকা বাঞ্চনীয়?
উদ্ভিদের মধ্যে পুষ্টি উপাদান কতটি?
শস্য উৎপাদনে ফসফরাসের উপকারী ভূমিকা কি?
নিচের কোন পুষ্টি উপাদানটি উদ্ভিদ মাটি থেকে পেয়ে থাকে?
অ্যাযোলা সার কোন শ্রেণীর জৈব সার?
নিচের কোনটি একটি জলজ আগাছা?
কোন আগাছানাশকের a.i এর পরিমাণ ৮০% এবং প্রয়োগ মাত্রা ২ কেজি /হেক্টর হলে ১০০০ বর্গমিটার স্থানের কতটুকু আগাছানাশক লাগবে?
নিচের কোনটি একটি কিউলিনারি হার্ব?
নিচের কোন জাতের পেঁয়াজ সারা বছর চাষ করা যায়?
নিচের কোনটি ধানের ব্লাস্ট রোগ সৃষ্টির জন্য দায়ী?
বের্দো মিক্সার তৈরির উপাদানগুলো কি কি?
নিচের কোনটি ফসফরাসের অভাব পূরণকারী রাসায়নিক সার?
উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদানগুলোর মধ্যে প্রাথমিক উপাদানগুলো কি কি?প্রতিকগুলি প্রচলিত অর্থ বহন করে
নিচের কোনটি বাংলাদেশের কৃষিঋণের প্রাতিষ্ঠানিক উৎসসমূহের মধ্যে সবচেয়ে বেশি অবদান রাখে?
নিচের কোন ভিটামিন বি-৩ বা “নয়াসিন”প্রচুর পরিমানে পাওয়া যায়?
নিচের কোনটি একটি দ্বি-বর্ষজীবি সবজি?
নিচের কোনটি ভূ-নিম্নস্থ রুপান্তরিত কান্ড বা রাইজোসের মাধ্যমে বংশ বিস্তার করে?
বাংলাদেশ কৃষি গবেষনা প্রতিষ্ঠান কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল বেগুনের জাত কোনটি?
গোল আলুর ব্লাইট বা ধ্বসা রোগ দমনে নিচের কোনটি ব্যবহৃত হয়?
বীজ উৎপাদনের নিয়মনীতি মেনে কৌলিকভাবে সণাক্তকরণযোগ্য অবস্থায় বীজকে কি বলা হয় ?
নিচের কোন বৃক্ষটি সাধারণত উপকূলীয় বনাঞ্চলে জন্মায়?
কাঠ ও বাঁশের আয়ুস্কাল বাড়ানোর জন্য নিয়ন্ত্রিত পদ্ধতিতে তা হতে পানি অপসারণ করে নেয়াকে কি বলা হয় ?
একটি ফসলের বেইজ পিরিয়ড (B)১২৫ দিন ও ডেল্টা (ত্রিভুজ)২৫ সে.মি হলে ডিউটি (D)কত কিউসেক?
বেসিন সেচ পদ্ধতি ফসলের জন্য সবচেয়ে বেশি উপযোগী?
নিচের কোন পোকাটি ফসলের জন্য উপকারী?
নিচের কোন ফসলটি লবণাক্ততা মোটেই সহ্য করতে পারে না?
নিচের কোনটি গীষ্মকালীন ফল?
কোন জমিতে প্রধান ফসল হিসেবে আম লাগালে তার সঙ্গে সাথী ফসল হিসাবে নিচের কোনটি লাগানো যেতে পারে?
নিচের কোনটি কলা গাছের সবচেয়ে মারাত্মক রোগ?
বাংলাদেশের অন্যতম প্রধান রপ্তানী কৃষিপণ্য কোনটি?
উত্তম বাছুর ক্রয় করার সময় সাধারণত কোন বৈশিষ্ঠ দেখে বাছুর নির্বাচন করা যেতে পারে?
পুকুরে চাষকৃত মাছকে আলফাটক্সিন সংক্রমিত ও অপরিশোধিত তৈরী খাদ্য খাওয়ালে কোন রোগ হয় ?
বাণিজ্যিক ডিম পাড়া মুরগি সাধারণত কত সপ্তাহ বয়স পর্যন্ত উৎপাদনশীল থাকে?
নিচের কোনটি স্বাদু পানির মাছ?
বাংলাদেশের কোন বনভূমি থেকে প্রচুর পরিমাণে মধু আহরণ করা যায়?
নিচের কোন গাছে সাধারণত কপিসিং করা হয়?
নিচের কোনটি বহুবিধ ব্যবহারে উপযোগী বৃক্ষ?
নিচের কোনটি পুকুরের ইকোসিস্টেমের একটি জড় উপাদান?
ভূমি ও মৃত্তিকার বৈশিষ্ঠ এবং মৃত্তিকার উর্বরতা মান অনুযায়ী একটি জমিতে ৬০ কেজি/হেক্টর পটাশিয়াম প্রয়োজন।উক্ত জমিতে প্রতি হেক্টরে কত কেজি এমপি সার প্রয়োগ করতে হবে?
ধান মাড়াইয়ের কাজে কোন যন্ত্রটি ব্যবহৃত হয় ?
কৃষি বনায়ন পদ্ধতিতে গাছের সাথে ফসলের পানি ও খনিজ পদার্থের জন্য প্রতিযোগিতা কমানোর জন্য বৃক্ষের পার্শ্বমূল ছাটাই করার প্রক্রিয়াকে কী বলা হয় ?
বীজ প্রক্রিয়াজাতকরণকালে বিভিন্ন ওজনের বীজ আলাদা কারার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয় ?
x টাকায় x% সরল সুদে ৪বছরের সুদ x টাকা হলেx=?
নিচের কোনটি ৪৮:৬০ এর শতকার প্রকাশ?
আবু ব্যাংকে ৯০০০ টাকা রেখে ২ বছরে ১৮০০ টাকা সুদ পেল।বার্ষিক সুদের হার কত ছিল?
পিতা মাতা ও কন্যার বয়সের গড় ৩০ বছর।মাতা ও কন্যার গড় বয়স ২৫ বছর হলে পিতার বয়স কত?
২০০০ সালে ফেব্রুয়ারী মাসের দৈনিক বৃষ্টিপাতের গড় ছিল ০.৬৫ সে.মি।ঐ মাসের মোট বৃষ্টিপাতের পরিমাণ কত?
যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল তাকে কী বলে?
একটি মই এর এক প্রান্ত ভূমি থেকে ১৫ মিটার উঁচু ঘরের জানালা বরাবর পৌঁছায়।অপর প্রান্ত ঘর থেকে ৮ মিটার দূরে থাকলে মই এর দৈর্ঘ্য কত মিটার?
একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা।কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ টাকা কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো।বইটির মূল্য কত?
টাকায় ১২ টি লেবু বিক্রি করায় ৪% ক্ষতি হয় ।৪৪% লাভ করতে হলে টাকায় কতটি লেবু বিক্রি করতে হবে?
শতকরা বার্ষিক ৬টাকা হার সুদে ৯৫০ টাকার ৮ বছরে যত সুদ হয়,বার্ষিক ৭.৫% হার সুদে কত টাকার ১৯ বছরে তত সুদ হবে?
একটি স্কুলে মোট ৫৪০ জন ছাত্রের মধ্যে কোন এক বুধবারে ১৭ জন অনুপস্থিত ছিল।ঐদিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল?
আজাদ সাহেবের মাসিক বেতন ১৫০০০ টাককা।এক বছর পর তার বেতন ৭% বৃদ্ধি পেল ।বর্তমানে আজাদ সাহেবের মাসিক বেতন কত?
৮ জন লোক একটি কাজ ৬দিনে করতে পারে।কাজটি ৩ দিনে করতে হলে কতজন নতুন লোক নিয়োগ করতে হবে?
একজন টেলিভিশন বিক্রেতাকে বিক্রয়মূল্যের উপর ১২% হারে কর দিতে হয়।যে টেলিভিশনের বিক্রয়মূল্য ১৯৪০০ টাকা ,তার জন্য কত টাকা কর দিতে হবে?
আখের নমুনায় ১২.৫% চিনি রয়েছে।৫০ কেজি চিনি উৎপাদনের জন্য কত কেজি আখ প্রয়োজন?
একটি পুতুল ২৫% লাভে ৩৭৫ টাকায় বিক্রয় করা হলো।পুতুলটির ক্রয়মূল্য কত ছিল?
একটি সংখ্যা অপর একটি সংখ্যার ৪৫০%।সংখ্যা দুইটির অনুপাত কত?
একজন ক্রিকেটারের ১০ ইনিংসের রানের গড় ৪৫.৫।১১তম ইনিংসে কত রান করে আউট হলে সব ইনিংস মিলিয়ে তার রানের গড় ৫০ হবে?
কোন শ্রেণীতে ১০ জন ছাত্রের গড় উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি।এর মধ্যে ৯ জন ছাত্রের গড় উচ্চতা ৫ ফুট ৫ ইঞ্চি হলে ১০ম ছাত্রের উচ্চতা কত?
রহিমের আয়ের দ্বিগুণের সাথে ১১০ টাকা যোগ করলে মোট ৭০০০ টাকা হয়।রহিমের আয় কত?
The earth moves-the sun.
Ramiz_____here yesterday and____again tommoroww.
---are you going?
He went to___and__.
would you mind---the door?
The manager looked into the matter.
He could not deny that.
The lady had a puzzled look on her face.
It is inhuman not only tokill but also to purchase the migratory birds.
Mr Akash deals in diamonds.
নিচের কোন নদীটির উৎপত্তিস্থল বাংলাদেশে?
কোনটি বাংলাদেশের একটি পাহাড়ি দ্বীপ?
আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম রাষ্ট্র কোনটি?
নিচের কোন নদীটিতে জোয়ার ভাঁটা হয় না?
নিচের কোন জেলাটির সাথে মায়ানমারের সীমান্ত আছে?
বাংলাদেশের জাতীয় সংসদে আসন সংখ্যা কত?
২০১১ সালের সার্ক শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে?
বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দান করে কোন দেশ?
বাংলাদেশে সর্বপ্রথম কবে আদমশুমারি অনুষ্ঠিত হয়?
নিচের কোনটি সার্কভুক্ত দেশ নয়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here