পরিবার পরিকল্পনা অধিদপ্তর নিয়োগ টিপস (বাংলা) নভেম্বর ২০২০

আদি থেকে অন্ত পর্যন্ত — এক কথায় প্রকাশ কি হবে?
উত্তরঃ আদ্যন্ত ।

শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দিয়েছিলেন কে?
উত্তরঃ তোফায়েল আহমেদ ।

অর্থ অনুসারে শব্দ কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার ।

উৎস অনুসারে শব্দ কত প্রকার?
উত্তরঃ পাঁচ প্রকার ।

বাংলা সাহিত্যে আধুনিক পর্ব শুরু হয় কত শতকে?
উত্তরঃ ১৯ শতকে ।

বাংলা ব্যাকরণে মাত্রাহীন, অর্ধমাত্রা এবং পূর্ণমাত্রা কয়টি?
উত্তরঃ মাত্রাহীন বর্ণ (১০ টি), অর্ধমাত্রা (৮টি) এবং পূর্ণমাত্রা (২৬ টি) ।

বাংলা বর্ণমালায় পাশ্বীক ধ্বনি কয়টি?
উত্তরঃ ১ টি (ল) ।

শব্দের ক্ষুদ্রতম একক কি?
উত্তরঃ বর্ণ ।

বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ রচয়িতার নাম কি?
উত্তরঃ ম্যানওয়েল দ্যা আসসুম্পসাঁও (পর্তুগীজ পাদ্রি) ।

যে গাছে ফল ধরে কিন্তু ফুল ধরে না … এক কথায় প্রকাশ কি হবে?
উত্তরঃ বনস্পতি ।

নিশীথ রাতে বাজছে বাঁশি …  এখানে ‘নিশীথে’ কোন ধরনের পদ?
উত্তরঃ বিশেষ্যের বিশেষণ ।

বাংলা বর্ণমালায় মৌলিক স্বর কয়টি?
উত্তরঃ ৭ টি ।

অনিল শব্দের অর্থ কি?
উত্তরঃ বাতাস ।

বাংলা ছোট গল্পের জনক কে?
উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ।

বাংলা গদ্য ছন্দের প্রবর্তক কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর ।

বাংলা সাহিত্যের প্রথম বাঙালি ব্যাকরণ রচয়িতা কে?
উত্তরঃ রাজা রামমোহন রায় ।

বনে বনে ফুল ফুটেছে … এখানে ‘ফুল’ কোন বচন?
উত্তরঃ বহুবচন ।

কাগজ এর বহুবচন কি?
উত্তরঃ কাগজাত ।

কবিদের কবি কাকে বলা হয়?
উত্তরঃ নির্মলেন্দু গুণ ।

জঙ্গম এর বিপরীত শব্দ কি?
উত্তরঃ স্থাবর ।

বীরবল কার ছদ্মনাম ছিল?
উত্তরঃ প্রমথ চৌধুরীর ।

বাংলা গদ্যের জনক কাকে বলা হয়?
উত্তরঃ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে ।

শিরে সংক্রান্তি এই বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ আসন্ন বিপদ ।

বাংলা ভাষার ছন্দ কত প্রকার?
উত্তরঃ তিন প্রকার ।

একাদশে বৃহস্পতি বাগধারাটির অর্থ কি?
উত্তরঃ সৌভাগ্যের বিষয় ।

যে নারীর স্বামী বিদেশ থাকে.. এক কথায় প্রকাশ কি হবে?
উত্তরঃ প্রোষিতভর্তৃকা ।

জসীমউদ্‌দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থের নাম কি?
উত্তরঃ রাখালী ।

হজযাত্রা কোন সমাস?
উত্তরঃ ৪র্থী তৎপুরুষ ।

সূর্য এর প্রতিশব্দ ….
উত্তরঃ আদিত্য ।

হাটবাজার কোন কোন ভাষার শব্দ নিয়ে গঠিত?
উত্তরঃ বাংলা ও ফারসি ।

বাংলার মিল্টন কার উপাধি ছিল?
উত্তরঃ হেমচন্দ্র চট্টোপাধ্যায় ।

মুনির চৌধুরী রচিত কবর নাটকের পটভূমি কি?
উত্তরঃ ভাষা আন্দোলন ।

গুরু শব্দের বিশেষণ রুপ কোনটি?
উত্তরঃ গরিষ্ঠ ।

বাংলা সাহিত্যাঙ্গনে সব্যসাচী লেখক কাকে বলা হয়?
উত্তরঃ সৈয়দ সামসুল হককে ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here