ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি বিজ্ঞপ্তি ২০২০-২০২১

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গাজীপুর-এ বিভিন্ন অনুষদের বিভাগ সমূহে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং ও ব্যাচেলর অব আর্কিটেকচার (বি আর্ক) প্রােগ্রামে ভর্তির জন্য ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী বাছাই করা হবে । উপযুক্ত প্রার্থীদের নিকট হতে DBBL মােবাইল ব্যাংকিং এবং অনলাইন এর মাধ্যমে দরখাস্ত আহবান করা যাচেছ।

আবেদন শুরু : ০২ মে ২০২১ (সকাল ১০.০০ ঘটিকা)

আবেদন শেষ : ২০ জুন ২০২১ (বিকাল ৪.০০ ঘটিকা)

আবেদন ফি : ৯৮০/- টাকা

প্রবেশপত্র ডাউনলোড : জানিয়ে দেওয়া হবে

ভর্তি পরীক্ষাঃ জানিয়ে দেওয়া হবে

ভর্তি ফলাফল : জানিয়ে দেওয়া হবে

আবেদন পদ্ধতি : অনলাইন

আবেদন লিংক : admission.duetbd.org

আবেদনের ন্যূনতম যোগ্যতা

ক) প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে ।

খ) প্রার্থীকে বাংলাদেশের যে কোন মাধ্যমিক ও উচচ মাধ্যমিক শিক্ষা বাের্ড/কারিগরি শিক্ষা বাের্ড/মাদ্রাসা শিক্ষা বাের্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট দাখিল বা সমমানের পরীক্ষায় কমপক্ষে ৫০% নম্বর অথবা ৫ এর স্কেলে কমপক্ষে GPA ৩.০০ (ঐচিছক বিষয় সহ) পেয়ে উত্তীর্ণ হতে হবে ।

গ) প্রার্থীকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বাের্ডের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/এগ্রিকালচার-এ গড়ে কমপক্ষে ৬০% নম্বর অথবা ৪ এর স্কেলে কমপক্ষে CGPA ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে ।

ঘ) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/এগ্রিকালচার পরীক্ষায় ২০১৯ ও তৎপরবর্তী সনে উত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে । তবে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্বশাসিত, সেক্টর কর্পোরেশন-এ শিক্ষকতা সহ অন্যান্য পদে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য  হবে না ।

ভর্তি পরীক্ষার বিষয়সমুহ ও নম্বর বিভাজন

নির্ধারিত সিলেবাসের উপর ভিত্তি করে লিখিত ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে  সকল বিষয়ে মোট নম্বরের ২০%-২৫%  MCQ থাকবে।

ভর্তি বিষয়ক গুরুত্বপূর্ণ  তথ্যাবলী

  • প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে ।
  • একাধিক বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীকে পৃথক পৃথক ভাবে আবেদন করিতে হইবে।
  • সময়সূচী অনুযায়ী একই সময়ে অনুষ্ঠিত বিভাগসমূহে যে কোন ১টিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের
  • সুযােগ পাবে।
  •  চাকুরীরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে ।
  •  বিদেশী শিক্ষার্থীদের ক্ষেত্রে প্রার্থীকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করতে হবে।

প্রয়োজনীয় কাগজ পত্র

ভর্তি পরীক্ষায় নির্বাচিত প্রার্থীকে ভর্তির সময় নিন্মলিখিত প্রয়োজনীয় কাগজপত্রাদির মূল কপি ও ফটোকপির সত্যায়িত এক  কপি সঙ্গে আনিতে হইবেঃ
১) আপলোডকৃত ছবির পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি ।
২) মাধ্যমিক পরীক্ষার সার্টিফিকেট।
৩) মাধ্যমিক পরীক্ষার নম্বরপত্র/গ্রেড শীট।
৪) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/এগ্রিকালচারপার্ট-২/৬ষ্ঠ/৮ম পর্ব পরীক্ষার নম্বরপত্র/গ্রেড শীট।
৫) ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং/আর্কিটেকচার/এগ্রিকালচার পরীক্ষার সার্টিফিকেট।
৬) সংশ্লিষ্ট সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান হইতে প্রাপ্ত প্রশংসাপত্র।
৭) চাকুরীরত প্রার্থীর নিয়োগকারী কর্তৃপক্ষের অনুমতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)।

ভর্তি বিষয়ক যে কোন আপডেট পেতে আমাদের ওয়েব সাইটের সাথেই থাকুন ।

www.mcqsolution.com

[googlepdf url=”http://mcqsolution.com/wp-content/uploads/2021/05/admission_notice-duet.pdf” download=”Download” width=”100%” height=”600″]

 

error: