পরিবার পরিকল্পনা নিয়োগ টিপস (গণিত) নভেম্বর ২০২০

একটি ঘোড়া ১২২৯.৬০ টাকায় বিক্রয় করলে ৬% লাভ হয় । ঘোড়াটির ক্রয়মূল্য কত?
উত্তরঃ ১১৬০ টাকা ।

একটি কলম ১৯০ টাকায় বিক্রি করাতে ৫% ক্ষতি হয় । কলমটির ক্রয়মূল্য কত?
উত্তরঃ ২০০ টাকা ।

বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে আসলে ৪৭৬ টাকা হবে?
উত্তরঃ ৪% ।

দুটি রাশির অনুপাত ৪:৭ । পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত?
উত্তরঃ  ২৮ ।

(০.০১) এর মান কত?
উত্তরঃ ০.০০০১ ।

একটি ঘড়িতে বিকাল ৩ টায় ঘন্টার কাঁটা ও মিনিটের কাঁটার মধ্যে যে কোণ তৈরি করে, তার ক্ষুদ্রতম কোণটি কত ডিগ্রি?
উত্তরঃ ৯০ ডিগ্রি ।

বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত?
উত্তরঃ ২২/৭ ।

দুটি সংখ্যার অনুপাত ৫:৮ । উভয়ের সাথে ২ যোগ করলে অনুপাতটি হয় ২ : ৩ । সংখ্যা দুইটি কি কি?
উত্তরঃ  ১০ ও ১৬ ।

এক ব্যক্তির মাসিক আয় ২০০০ টাকা ও বাৎসরিক আয় ১৮০০০ টাকা । ঐ ব্যক্তির মাসিক জমা মাসিক আয়ের কত অংশ?
উত্তরঃ  ১/৪ অংশ ।

9x2 + 24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে?
উত্তরঃ 16.

কোন পরিবারে মজুদ খাদ্যে ৪ জন সদস্যের ১৮ দিন চলে । মেহমান আসায় ঐ খাদ্যে ১২ দিন চললে কতজন মেহমান এসেছিল?
উত্তরঃ ২ জন ।

যদি (x-5) (a + x) = x2 -25 হয় তবে ‍a এর মান কত?
উত্তরঃ 5.

১৫ টি গরুর মূল্য ৫ টি ঘোড়ার মূল্যের সমান । ২ টি ঘোড়া ৩০০০ টাকা হলে ৩ টি গরুর মূল্য কত?
উত্তরঃ  ১৫০০ টাকা ।

৬ রিম কাগজে ৭০ পৃষ্ঠার ১৫০ টি বই তৈরি হয় । ২ রিম কাগজে ৭০ পৃষ্ঠার কয়টি বই তৈরি করা যায়?
উত্তরঃ  ৫০ টি ।

ABC ত্রিভুজের AB = AC = 3 ইঞ্চি । যদি ∠A এর সমদ্বিখন্ডক BC কে E বিন্দুতে ছেদ করে এবং AE = 2 ইঞ্চি হয় তবে BC = কত?
উত্তরঃ 2√5 .

a + b = 7 এবং ab = 12 হলে , a -b = কত?
উত্তরঃ 1.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here