সরকারি কে সি কলেজ,এইস এস সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এইস এস সি ২০১৭ প্রশ্নপত্র অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. বর্তমানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য কোন প্রযুক্তির ব্যবহার বেড়েই চলছে?

২. ভিডিও কনফারেন্সে-

i. বিশ্বের যে কোন প্রান্তের মানুষের সাথে সরাসরি কথা বলা যায়

ii. Narrow Bandwidth ব্যবহার হয়

iii. Data Transmission Mode হিসেবে Broadcast ব্যবহার হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :

একটি মোবাইল কোম্পানির সার্ভারের মাধ্যমে গ্রাহকরা পরস্পরের

সাথে যোগাযোগ রক্ষা করে।

৩. উদ্দীপকে গ্রাহকরা কোন মোডে যোগাযোগ করে?

৪. উদ্দীপকে গ্রাহকদের জন্য ব্যবহৃত নেটওয়ার্ক টপোলজি কোনটি?
Wi-Fi কী?

৬. পাশাপাশি দুটি LAN রয়েছে।

LAN দুটি ভিন্ন প্রোটকল বিশিষ্ট। এই LAN দুটি সংযোগে কোন

ধরনের নেটওয়ার্ক ডিভাইসের প্রয়োজন?

৭. কোন টপোলজিতে ডেটার প্রবাহ একমুখী?

৮. X-NOR গেইট তৈরিতে ব্যবহৃত হয়?

i. OR Gate

ii. AND Gate

iii. NOT Gate

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. ?-টি কোন গেইটের ডিজিটাল সংকেত?
(AFC)16=(x)8 হলে, X=?
১১. হেক্সাডেসিমলে 100 এর পূর্বের সংখ্যা কত?

১২. Nor Gate এর তিনটি ইনপুট A, B, C এর মধ্যে ইনপুটের কতগুলো বিন্যাসের জন্য আউটপুট 1 পাওয়া যাবে?

১৩. HTML এর ফর্মে অপশন গ্রুপ তৈরি করার জন্য ব্যবহৃত ট্যাগ-

১৪. কোন ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না?

i. <img>

ii. <br>

iii. <hr>

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৫. কোনটি ট্যাগের নির্দেশকে সুনির্দিষ্ট করে?

a2+5a3 HTML ভাষায় কী হবে?

১৭. HTML টেবিলে সেল-এর অভ্যন্তরে সেলের মাঝে ইচ্ছানুযায়ী

পরিমাণ মতো জায়গা রাখা যায় কোনটি ব্যবহার করে?

১৮. যদি তুমি PRINT এর জায়গায় PRIMT টাইপ কর, তাহলে কোন ধরনের ভুল সংঘটিত হয়?

উদ্দীপকটি পড় এবং ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :

int a;

float x;

a=123;

x=129.7;

১৯. উদ্দীপকে যে কয়টি বেসিক বা মৌলিক ডেটা টাইপ উল্লেখ করা আছে তা হলো-

i. int

ii. float

iii. Char

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২০. উদ্দীপকের ডেটা টাইপের জন্য মেমোরিতে কত বাইট জায়গা দখল করে?
২১. ডেটাবেজ ডেটা এন্ট্রি করার জন্য ব্যবহৃত ইন্টারফেস বা মাধ্যমকে বলা হয়-
২২. প্রাইমারি ফিল্ডের ডেটাগুলো কেমন হওয়া অত্যাবশ্যক?

২৩. ফ্রন্ট এন্ড হলো-

i. ফর্ম

ii. টেবিল

iii. রিপোর্ট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

২৪. নিচের কোনটি ডেটাবেজ প্রোগ্রাম নয়?
DML এর পূর্ণরূপ কী?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here