হলিক্রস কলেজ ঢাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২০১৭ প্রশ্নপত্র অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. কোন বায়োমেট্রিক্স পদ্ধতি সহজে ব্যবহার করা যায়?
২. সি ভাষায় কোনটি কীওয়ার্ড?
৩. ক্রায়োসার্জারিতে ক্রায়োজনিক এজেন্ট হিসেবে কোনটি ব্যবহৃত হয়?
৪. অন্যের ধ্যান-ধারণা, গবেষণা, কৌশল, গ্রাফিক্স ইত্যাদির উৎস উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়ার কৌশলকে বলে?
৫. ওয়েব পেজে কত ধরনের বিন্যাস ব্যবহৃত হয়?

৬. জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে কৃষিতে জেনেটিক্যালি মডিফাইড শস্য উৎপাদনের লক্ষ্য নয় কোনটি? i. পরিবেশের বিভিন্ন ধরনের হুমকি থেকে ফসলকে রক্ষা করা ii. শস্যের গুণগত মান হ্রাস করা iii. শস্যের বৃদ্ধি হ্রাস করা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৭. ডিজিটাল ইলেকট্রনিক্সে কোন ভোল্টেজ লেভেলটি সংজ্ঞায়িত নয়?

৮. প্যাকেট আকারে ডেটা ট্রান্সমিশন হয় নিচের কোন পদ্ধতিতে i. অ্যাসিনক্রোনাস ii. সিনক্রোনাস iii. আইসোক্রোনাস নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

৯. ডায়াল আপ মডেমে ডেটা ট্রান্সমিশন স্পিড কোন ধরনের-

নিচের উদ্দীপকের আলোকে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও : সানাবিল একটি প্রতিষ্ঠানের কর্ণধার। তার প্রতিষ্ঠানের কম্পিউটারগুলোতে প্রায়ই সফটওয়্যার আপডেটের এবং গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষণের প্রয়োজন হয়। ফলে সে তার বন্ধুর পরামর্শে কম খরচে এমন এক সেবা গ্রহণ করল যা দ্বারা তার সমস্যার সমাধান হয়। ১০. উদ্দীপকের সার্ভিসটি-

১১. সার্ভিসটি তাকে যে ধরনের সুবিধা দেবে- i. প্রয়োজনীয় সফট্ওয়্যার চালাতে পারবে ii. যখন ইচ্ছা তখন সেবা গ্রহণ করতে পারবে iii. যে কোন স্থান হতে ব্যবহারের সুবিধা। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২. HTML-এ টেবিলে এক সেল হতে অন্য সেলের মধ্যে ফাঁকা জায়গা নির্ধারণে ব্যবহার করা হয় কোনটি?

১৩. HTML-এ রং নির্ধারণ পদ্ধতি হল- i. Octa; ii. RGB iii. Hexadecimal নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৪. একটি ওয়েব পেজের নির্দিষ্ট কোন অংশের সাথে লিংক কোন ধরনের?
১৫. ১৬ গণনা করতে একটি কাউন্টারের কয়টি ফ্লিপ-ফ্লপের ব্যবহার করতে হবে?

১৬. নিচের কোনটি কুয়েরী ভাষা? i. SQL ii. QBE iii. Java নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৭. রিলেশনাল ডেটাবেজে সর্বনি¤œ কয়টি টেবিল থাকে?

উদ্দীপকের আলোকে ১৮ ও ১৯ নং প্রশ্নের উত্তর দাও:

Emp_id Designation Salary

টেবিল-১

Emp_id Name Address Photograph Tel_no

টেবিল - ২

উদ্দীপকে টেবিল ২ এর ৪নং ফিল্ডের ডেটা টাইপ?

১৯. উদ্দীপকের টেবিলদ্বয়ের মধ্যে যে ধরনের রিলেশন সম্ভব-
ABC(A+B) লজিক সমীকরণটি বাস্তবায়নে কয়টি মৌলিক গেইট প্রয়োজন?

সার্কিটটির আউটপুট X-

i.A+B

ii.A+A B

iii.A+A+B

নিচের কোনটি সঠিক?

X=0 যখন?

উদ্দীপকের আলোকে ২৩ নং প্রশ্নের উত্তর দাও:

#include<stfio.h>

void main( )

{

int a,b,c;

a=5;b=8;

c=~(a&n);

printf(``%d",c);

}

উদ্দীপকের আউটপুট কী হবে?

২৪. intx[20]; স্টেটমেন্টটির জন্য নিচের কোনটি সঠিক? i. একমাত্রিক অ্যারে ii. অ্যারেটির সাইজ ৪০ বাইট iii. ১৫টি ডেটা নিয়ে কাজ করবে। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. কোন ভাষাটি বিট, বাইট, মেমরি অ্যাড্রেস নিয়ে কাজ করে? i. মেশিনের ভাষা ii. মধ্যম স্তরের ভাষা iii. উচ্চস্তরের ভাষা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here