৫. ওয়াই-ফাই ও ওয়াই-ম্যাক্স-এর পার্থক্য- i. কভারেজ এরিয়া ii. ট্রান্সমিশন মোড iii. ট্রান্সমিশন স্পিড নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর মাধ্যমে- i. জীবের নতুন জিনোম আবিষ্কার করা ii. বাণিজ্যিক ভাবে ইনসুলিন তৈরি করা iii. খুব সহজে ব্যক্তি সনাক্ত করা যায় নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও : জেরি সি ভাষায় একটি প্রোগ্রাম রচনা করে যাতে দুইটি সংখ্যার যোগফল নির্ণয় করা যায়। প্রোগ্রামটি রান করার পর ২টি সংখ্যা প্রদান করলে ফলাফলে শুধু ২টি সংখ্যা প্রদর্শিত হয়। ১২. উদ্দীপকে উদ্ভূত সমস্যার কারণ কোনটি? ক. সঠিক হেডার ফাইল উল্লেখ না করা খ. ইনপুটে ভগ্নাংশ সংখ্যা প্রদান করা গ. আউটপুট ফাংশনে ভুল চলক ঘোষণা করা ঘ. প্রয়োজনীয় চলক ঘোষণা না করা
১৩. উদ্দীপকের ন্যায় প্রোগ্রাম তৈরির ক্ষেত্রে প্রয়োজন i. বিশেষ ডাটাবেজ প্রোগ্রামিং ভাষা জানা থাকা ii. চলক ও ডাটা টাইপ সম্পর্কে ধারণা থাকা iii. ইনপুট ও আউটপুট সম্পর্কে সঠিক ধারণা থাকা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. (১২)১০ এর সমকক্ষ বাইনারি মান কোনটি?
নিচের উদ্দীপকটি পড় এবং ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও : একটি কলেজের ৫০ জন শিক্ষকের তথ্য সংরক্ষিত আছে। প্রতিটি শিক্ষকের নাম, আইডি নং, জন্ম তারিখ ও মোবাইল নম্বর সংবলিত চারটি ফিল্ড আছে। ১৫. উদ্দীপকে উল্লেখিত ডাটাবেজ রেকর্ডের সংখ্যা কত?
১৬. উদ্দীপকে শিক্ষকের আইডি হতে পারে- i.Text Type ii. Numeric
iii.auto number
নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. (১০০১০১.১০১০১১)২ এর হেক্সাডেসিমেল এর মান কোনটি?
২১. যদি পৃষ্ঠা ৪ এবং পৃষ্ঠা ৫ যুক্ত হয় পৃষ্ঠা ২ এর সাথে তাহলে কী ঘটবে? i. ওয়েবসাইটের স্ট্রাকচার পরিবর্তন হবে ii. নতুন ঐঞগখ কোড তৈরি করতে হবে iii. কম মেমরি প্রয়োজন হবে নিচের কোনটি সঠিক? ক. iও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii