মেহেরপুর সরকারি কলেজ,এইস এস সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এইস এস সি ২০১৭ প্রশ্নপত্র অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. লাইব্রেরি ম্যানেজামেন্ট করা সম্ভব কোনটির সাহায্য?
২. ঝুঁকিপূর্ণ বিষয় সম্পর্কে প্রশিক্ষণ লাভ, অলীক বা বিমূর্ত বিষয় সম্পর্কে ধারণা প্রভৃতি সম্ভব হয় কোনটির মাধ্যমে?
৩. মানুষ বা অন্য কোনো প্রাণীর চিন্তা করার ক্ষমতাকে কী বলে?
৪. ক্রায়োথেরাপি কীভাবে আক্রান্ত টিস্যুকে ধ্বংস করে?

৫. ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে-

i. কৃত্রিম পরিবেশকে ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব করে তুলে ধরা হয়

ii. কৃত্রিম পরিবেশ তৈরি করা হয়

iii. জীবন্ত ত্রিমাত্রিক বিশ্ব গড়ে তোলা হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৬. সর্বপ্রথম কত সালের ওয়ারলেস কমিউনিকেশনর মাধ্যমে যোগাযোগ হয়?
৭. ব্লুটুথ এর উদ্ভাবক কে?
৮. Wi-Fi এর পূর্ণরূপ কী?
৯. মোবাইল ফোন টেকনোলজিতে সেলের আকার কীরূপ হতে পারে?

১০. জিএসএম (GSM) প্রযুক্তি নিয়ে গঠিত হয়-

i. FDMA

ii.CDMA

iii. TDMA

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

BCD এর পূর্ণরূ কোনটি?
EBCDIC কোড কত বিটের?

উদ্দীপকটি পড় ১৩ ও ১৪ নং প্রশ্নের উত্তর দাও।

ASCII-7

১৩. উদ্দীপকটিতে বর্ণিত কোডটি দ্বারা কী প্রকাশ করে?

১৪. উদ্দীপকের কোডটিতে-

i. প্যারিটি বিট আছে

ii. জোন বিট আছে

iii. সংখ্যাসূচক বিট আছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৫. বুলিয়ান অপারেশনগুলো হলো-

i. OR

ii. AND

iii. NOR

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৬. HTML ডকুমেন্টের Content কী দ্বারা ধারণকৃত অবস্থায় থাকে?
Head section এ ষাকে নিচের কোনটি?

নিচের উদ্দীপকটি পড় এবং ১৮ ও১৯নং প্রশ্নের উত্তর দাও।

রাব্বি HTML দিয়ে একটি ওয়েবপেইজ ডিজাইন করল। সে তার

টেক্সটকে স্ট্রং ও ইতালিক হরফে অর্থাৎ বাঁকা করে দেখতে চায়।

এজন্য তাকে বিশেষ কিছু এলিমেন্ট ব্যবহার করতে হবে।

১৮. রাব্বি তার টেক্সটগুলোকে স্ট্রং করে দেখানোর জন্য কোন এলিমেন্টটি ব্যবহার করবে?

১৯. রাব্বি তার টেক্সটকে বাঁকা করতে হলে কোন এলিমেন্টটি কাজে লাগাবে?

২০. লজিক্যাল ফরমেট এলিমেন্ট হলো-

i.Storng

ii. Code

iii. <B>

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

4 GL এর পূর্ণরূপ কী?
২২. অনুবাদক প্রোগ্রাম কত ধরনের?
২৩. যে প্রোগ্রাম উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামকে এক লাইন এক লাইন করে অনুবাদ করে তাকে কী বলে?
২৪. ফ্লোচার্ট কয় প্রকার?

২৫. প্রোগ্রামিং এর পূর্বে ব্যবহৃত অ্যালগরিদম-

i. একটি আউপুট বিশিষ্ট হতে হবে

ii. সহজবোধ্য হতে হবে

iii. নির্দিষ্ট সংখ্যক ধাপে সম্পন্ন হতে হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here