১. ফন্ট ট্যাগের অ্যাট্রিবিউটর হিসেবে ব্যবহৃত হয়-
i.size
ii.color
iii.face
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫নং প্রশ্নের উত্তর দাও। লিমার তৈরিকৃত ওয়েবপেজ একটি নতুন ছবি সংযুক্ত করলো। এর ফলে তার ওয়েবপেজটি আরো দৃষ্টিনন্দন হলো। ৪. লিমা যে ট্যাগ ব্যবহার করে ছবিযুক্ত করল সেই ট্যাগের প্রকার ভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল রয়েছে?
৫. লিমা যে ছবি যুক্ত করেছে তা হতে পারে-
i..jpg
ii..bmp
iii..png
নিচের কোনটি সঠিক?
৬. অপটিক্যাল ফাইবার ক্যাবল- i. উচ্চগতি সম্পন্ন ii. দামে সস্তা iii. বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৮. সুবীর তার ছাত্রকে বয়স জিজ্ঞাসা করায় ছাত্র বলল, (১০০১০)২। তার সাথে (১০১১)২ যোগ করলে যোগফল বাইনারীতে কত হবে?
৯. ডেটা এনক্রিপ্টশন সংশ্লিষ্ট বিষয় হলো- i. প্লেইনটেক্সট ii. সাইফার টেক্সট iii. কী ওয়ার্ড নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. Y=p2x+2/3 সমীকরণটির জন্য C প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে সত্য-
i.Y=pow(p,2)*x+2/3
ii.Y=(pow(2,p))*x+2/3
iii.Y=p*p* x+2/3
নিচের কোনটি সঠিক?
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।
E_ID | Name | Mobile | Salary |
1001 | Bir | 01913616109 | 23000 |
1002 | Mir | 01714616189 | 34000 |
1003 | Raj | 01613616165 | 87000 |
উদ্দীপকে যাদের বেতন ৩৪,০০০ এর বেশি, তাদের দ্রুত খুঁজে বের করা যাবে কোন পদ্ধতিতে?
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।
E_ID | Name | Mobile | Salary |
1001 | Bir | 01913616109 | 23000 |
1002 | Mir | 01714616189 | 34000 |
1003 | Raj | 01613616165 | 87000 |
উদ্দীপক টেবিলের ফিল্ড রিলেশন ভূমিকা রাখতে পারে-
i.E_ID
ii.Name
iii.Mobile No
নিচের কোনটি সঠিক?
১৬. DBMS এর কাজ হচ্ছে- i. ডেটাবেসে নতুন ডেটা যুক্ত করা ii. অপ্রয়োজনীয় ফাইল মুছে দেওয়া iii. কাক্সিক্ষত ডেটা খুঁজে বের করা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৯. সাধারণত মোবাইল কমিউনিকেশন হলো- i. তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ii. শুধুমাত্র কথাবলার ব্যবস্থা iii. ফুলডুপ্লেক্স নেটওয়ার্ক নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২০. ৭৬২ সংখ্যাটি হতে পারে- i. দশমিক ii. অকট্যাল iii. হেক্সা ডেসিম্যাল নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
২১. ক্রায়োসার্জারিতে- i. টিউমারের তাপমাত্রা হ্রাস বৃদ্ধি করা ii. নাইট্রোজেন ও অন্যান্য ক্রায়োজেনিক এজেন্ট ব্যবহার করা iii. অত্যাধিক শীতল তাপমাত্রা ব্যবহার করা নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও-
for(c=2;c=10;c=+2)
{printf("ICT");
If(c==6);
break;
}
উদ্দীপক অনুযায়ী ICT লেখাটি কতবার প্রিন্ট হবে?
উদ্দীপকটি পড় এবং ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
<html>
<body>
<h1>This is my website <h1>
<p> <u>My Personal Website </u> </p>
</body>
</html>
উদ্দীপকের My personali Website লিইনটির আউটপুট কীরূপ হবে?