Ministry of Defense Officer Administration Officer and Personal Officer Question Paper- 2006

কোলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?
শেরে বাংলা এ.কে ফজলুল হকের পরিচালনায় দৈনিক “নকযুগ”পত্রিকা ১৯৪১ সালে নবপর্যায়ে প্রকাশিত হয়।পত্রিকাটির প্রধান সম্পাদক কে ছিলেন?
”যুগস্রষ্টা নজরুল’’ গ্রন্থটি কার লেখা?
কোনটি কাজী নজরুল ইসলামের কাব্যগ্রন্থ নয়?
রবীন্দ্রনাথ নোবেল পুরষ্কার লাভ করেন কত সালে?
”এতকাল নদীকুলে যাহা লয়েছিন্ন থরে বিথরে এখন আমার লহ করুণা করে”-উদ্ধৃত চনণ কয়টি রবীন্দ্রনাথের কোন কাব্যগ্রন্থ থেকে নেয়া হয়েছে?
”শেষের কবিতা”কী ?
রবীন্দ্রনাথের সময়ে প্র্রকাশিত “সবুজপত্র”নামক পত্রিকার সম্পাদক কে ছিলেন?
”পাখীর নীড়ের মতো চোখ”বাংলা কাব্যে সুন্দরী নারীর চোখের এই অনবদ্য ও অনিন্দ্যসুন্দরর উপমার স্রষ্টা কে?
”নকশী কাঁথার মাঠ”কাব্যগ্রন্থটি কার লেখা?
”অচলা”বাংলা সাহিত্যের কোন উপন্যাসের নায়িকা?
ভারতের একাডেমি এওয়ার্ডপ্রাপ্ত আত্মজীবনীমুলক প্রেমের উপন্যাস “ন হন্যতে”কার লেখা?
”গণদেবতা’উপন্যাস কার লেখা?
”সোনালী কাবিন”কাব্যগ্রন্থটি কার লেখা ?
”হাজার বছর ধরে”কী ?
পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি’গ্রন্থের রচয়িতা কে?
”জাতীয় রাজনীতি:১৯৪৫ থেকে ৭৫ গ্রন্থটির রচয়িতা কে?
”নরুলদীনের সারাজীবন”এই মঞ্চ নাটকের রচয়িতা কে?
”মুক্তিযুদ্ধ ৭১”কার লেখা?
”বাকের ভাই”চরিত্রটি আমার কোথায় দেখতে পাই?
A free lance journalist is----
The life of a person written by himselfis a/an--
One who loves and serves mankind is----
Words inscribed on a tomb is an_____
To resolve a problem is to______
To foreseee is to____
A handicapped person in one who____
An association of sports teams is called a____
As a student he is still____on his parents.
Everyone _____to be ready to leave at 7.00 am.
Dessert is____
Contact lenses are worn in one's-
I suggested that he______take legal advice.
The Thames ____London.
Hospitals____the sick.
This childreen park______half an hour before sunset.
_______this exercise until you can do it well.
If you cannot do a thing ____.you should not do it at all.
When the train was leaving the station both father and son______in a last goodbye.
_________rather tired after their long journey,they did not go to bed.
বাংলাদেশের নদীগুলোর মধ্যে সবচেয়ে দীর্ঘপথ অতিক্রম করেছে কোনটি?
বর্তমান বৃহত্তর ঢাকা জেলা প্রাচীনকালে কোন জনপদের অন্তর্ভূক্ত ছিল?
বাংলাদেশে প্রথম মহিলা পুলিশ নিয়োগ হয় কোন সালে?
বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প কোনটি?
যমুনা বহুমুখী সেতুর পিলার কয়টি?
বাংলাদেশে কবে প্রথম গ্যাস উত্তোলন করা হয় ?
বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহন করে?
বাংলাদেশ ভূভন্ড থেকে প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি?
”আমার ভাইয়ের রক্তে রাঙানো “গানটির সুরকার কে?
কোন জেলা তুলা চাষের জন্য বেশি উপযোগী?
বাংলাদেশের কোন বিজ্ঞানী কলিঙ্গ পুরষ্কার লাভ করেন?
বাংলাদেশের কোথায় তেজস্ত্রিয় বালু পাওয়া যায়?
কোনটি সক্রিয় স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান?
মহাস্থানগড় কোন নদীর তীরে অবস্থিত?
সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য ঘোষণা করেছে কোন সংস্থা?
বাংলাদেশে প্রথম রেললাইন স্থাপন করা হয়-
বাংলাদেশের তেল শোধনাগারের নাম-
খাসিয়ারা কোন অঞ্চলের উপজাতি?
বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিয়োগ দান করেন?
বাংলাদেশের একমাত্র মৎস গবেষনা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Amnesty International কত সালে নোবেল শান্তি পুরষ্কার পেয়েছিল?
কত সালে সাবেক সোভিয়েত ইউনিয়নের সেনাবাহিনী আফগানিস্তান ত্যাগ করে?
মেষবতী সুকর্ণপুত্রী কত সালে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন?
বেনেলাক্স কত সালে গঠিত হয় ?
VELVET REVOLUTION কি?
১৯৯২ সালে শান্তি নোবেল পুরষ্কার বিজয়ী রিগোবার্তা থেনস কোন দেশের নাগরিক?
শ্রীলংকায় শান্তি প্রতিষ্ঠার কোন দেশ/সংস্থা বড় ভূমিকা পালন করছে?
ভারত কবে প্রথম পারমাণবিক শক্তির অধিকারী হয়?
অরেঞ্জ রেভুলেশন কোথায় সংঘটিত হয়েছে?
সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সদস্য নয় নিচের কোন দেশ?
আসিয়ান রিজিওনাল ফোরাম এর সদস্য সংখ্যা কত?
”উই রিভার”চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কোন সালে?
জিম্বাবুয়ে কত সালে স্বাধীনতা লাভ করে?
ভারতীয় বংশোদ্ভূত মহেন্দ্র চৌধুরী কোন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন?
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মহাথির মোহম্মদ কত বছর ক্ষমতায় ছিলেন?
ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্ধিরা গান্ধী কবে প্রথম প্রধানমন্ত্রীত্ব লাভ করেন?
ইরান সম্প্রতি কোন দেশে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি সম্পন্ন করতে চেয়েছে?
জার্মানির নবনির্বাচিত চ্যান্সেলরের নাম কি?
নেপালে কোন প্রধানমন্ত্রীকে সম্প্রতি জেল থেকে মুক্তি দেয়া হয়েছে?
ইসরাইলের বর্তমান প্রেসিডেন্ট কাতসাভ সম্প্রতি প্রথমবাারের মতো নিচের কোন দেশটি সফর করেন?

x=√3+√2 হলে ,x2+1/x2 এর মান নির্ণয় করুন।

৫০ হতে ১০০ পর্যন্ত কতটি মৌলিক সংখ্যা আছে?
(২)x(-২)x(-২)x(২)x(২)x(-২)x(-১)x(-১/২)=?
একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ৬২,৫০০ বর্গমিটার।বর্গের একটি ধার হচ্ছে-
একটি সমকোণী ত্রিভুজের দুইটি বাহু যথাক্রমে ৫০ মিটার ও ১২০ মিটার ।অতিভুজের দৈর্ঘ্য=?
একটি ত্রিভুজের দুইটি কোণর যোগফল ১০০ ডিগ্রি এবং উক্ত দুইটি কোণের বিয়োগফল ৪০ডিগ্রি ।তৃতীয় কোণের পরিমাণ কত?

১৫-৪/১৬-৪=?

প্রতিবছর শতকরা ৯.৫০ টাকা হারে লাভের চুক্তিতে ১০০০ টাকা বিনিয়োগ করে ২ বছর পরে ঐ বিনিয়োগকারী কত টাকা হাতে পাবে?

(২-১)(২+১)(২-১)(২+১)=?

যদি x=-3 হয় তবে 10x3=?

x4+2x3+3x2+4x+5 কে x+3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?

9x2+18x-40 রাশিকে উৎপাদকে বিশ্লেষন করলেে উৎপাদক হবে-

দুই অংকবিশিষ্ট কোন সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি ৫ সংখ্যাটির সাথে ৯ যোগ করলে অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করে।সংখ্যাটি কত?
যদি 3/x-2+5/x-6=8/x+3 হয় ,তবে x=?
৩+৬+৯+..............+৩৬ =?
দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর ৯৩।সংখ্যাদ্বয় কত?
৬৫৫৮ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পুর্ণবর্গ সংখ্যা হবে?
৭২৮ এবং ৯০০ কে সর্বাপেক্ষা বড় কোন সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে ৮ এবং ৪ অবশিষ্ঠ থাকবে?
একটি ঘরের দৈর্ঘ্য ২৭ মিটার ও প্রস্থ ১৮ মিটার হলে ঘরের মেঝের ক্ষেত্রফল হবে-

x-a/a2-b2=x-b/b2-a2 হলে,x =?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here