নরসিংদী বিজ্ঞান কলেজ, নরসিংদী এর নির্বাচনী পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) প্রশ্নপত্র সমাধান-2020

কাজের প্রয়োজনে রোবটকে কত এঙ্গেলে ঘোরানো যেতে পারে?
ক্রায়োসার্জারিতে তরল নাইট্রোজেন এর তাপমাত্রা কত?

(AA)16 ও (67)8 এর যোগফল হেক্সাডেসিমেলে কত?

Compile করতে কোন কী-দ্বয় চাপতে হয়?
Char টাইপ ভেরিয়েবলের জন্য কম্পাইলার কত বিট জায়গা সংরক্ষণ করে?
প্রোগ্রাম কোন স্টেটমেন্টের পর সেমিকোলন(;) না দিলে এটি কোন ধরনের ভুল হবে?
লম্বালম্বিভাবে ফাঁকা জায়গা প্রদর্শনের জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়?
abc নিচের কোন আউটপুট হবে?

(A+B+C)16 এর সমতূল্য মান কোনটি?

Marshal Mcluhan ১৯৬২ সালে যে গ্রন্থটি রচনা করেন তার নাম হচ্ছে-
কম্পিউটার সিমুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি?

উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:

ঢাকায় বসে ১টি মাল্টিন্যাশনাল কোম্পানীর পরিচালক দেশের বিভিন্ন স্থানের শাখা ব্যবস্থাপকদের সাথে মত বিনিময়কালে অংশগ্রহনকারী সবাই প্রত্যেককে মনিটরে দেখতে পেলেন।

উদ্দীপকে বর্ণিত ব্যবস্থাটি গ্রহন করার ফলে-

i.সময় কম লাগে

ii.ব্যয় বৃদ্ধি পায়

iii.গতি বৃদ্ধি পায়

নিচের কোনটি সঠিক?

উদ্দীপকটি পড়ে ১৪ ও ১৫ নং প্রশ্নের উত্তর দাও:

ঢাকায় বসে ১টি মাল্টিন্যাশনাল কোম্পানীর পরিচালক দেশের বিভিন্ন স্থানের শাখা ব্যবস্থাপকদের সাথে মত বিনিময়কালে অংশগ্রহনকারী সবাই প্রত্যেককে মনিটরে দেখতে পেলেন।

উদ্দীপকের পরিচালক কোন ব্যবস্থায় মতবিনিময় করেছেন?

i.স্কাইপি

ii.ভাইবার

iii.ইউটিউব

নিচের কোনটি সঠিক?

(14)8 এর BCD কোড কোনটি?

কোন লজিক গেইটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে?

কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতি প্রদর্শন করে?
HTML ট্যাগ কত ধরনের?

উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:

ফাহিম নতুন Web devoloper সে HTML ব্যবহার করে webpage তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে।

ফাহিম উদ্দীপকের কাজ করতে নিচের কোন ট্যাগ ব্যবহার করবে?

উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:

ফাহিম নতুন Web devoloper সে HTML ব্যবহার করে webpage তৈরি করে এবং হাইপারলিংকের কাজ করে।

ফাহিম যে পদ্ধতিতে কাজ করেছে তার সুবিধা-

i.এক পেজের এক অংশের সাথে একই পেইজের অন্য অংশের লিংক করা যায়

ii.একে পেইজ থেকে অন্য পেইজে যাওয়া যায়

iii.এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েব সাইটের লিংক করা যায়

নিচের কোনটি সঠিক?

for(i=1;i<=6;i+=2)print f("%d",i);কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল?
নিচের কোনটি হেক্সাডেসিমেল ধ্রবক নয়?
error: