নিউ গভ. ডিগ্রী কলেজ, রাজশাহী, এর নির্বাচনী পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) প্রশ্নপত্র সমাধান-2020

ত্বরকনর অস্বাভাবিক এবং রোগাক্রান্ত টিস্যু ধ্বংস করা হয় কোন প্রযুক্তিতে?
অন্যের ধ্যান ধারণা,গবেষণা ,কৌশল,গ্রাফিক্স ইত্যাদীর উৎস উল্লেখ না করে নিজের নামে চালিয়ে দেওয়ার কৌশলকে কী বলে?

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

আরমান তার কুয়েত প্রবাসী বোনের টেলিফোনে নিয়মিত যোগযোগ রাখে।কিন্তু তার মা প্রবাসী মেয়ে ও দুই নাতির সাথে দেখে কথা বলার জন্য আরমানকে পিড়াপিড়ি করাতে সে একটা ব্যবস্থা নিতে সম্মত হয়।

আরমান কোন ব্যবস্থা গ্রহন করবে?

উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:

আরমান তার কুয়েত প্রবাসী বোনের টেলিফোনে নিয়মিত যোগযোগ রাখে।কিন্তু তার মা প্রবাসী মেয়ে ও দুই নাতির সাথে দেখে কথা বলার জন্য আরমানকে পিড়াপিড়ি করাতে সে একটা ব্যবস্থা নিতে সম্মত হয়।

আরমানের মায়ের জন্য যোগাযোগ ব্যবস্থা-

i.ফেইসবুক

ii.টুইটার

iii.স্কাইপি

নিচের কোনটি সঠিক?

নির্দিষ্ট কোনো দিক থেকে ডেটা ট্রান্সফার পদ্ধতিকে কী বলে?
কোনটি রাউটারের কাজ?

উদ্দীপকটি পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:

সোহেল সাহেব তার অফিসের সবগুলো কম্পিউটারকে নেটওয়ার্কেসংযুক্ত করেছেন।যা বিদেশি কাস্টমার ও কোম্পানীদের সাথে সার্বক্ষনিক যোগাযোগ প্রত্যেকটি কম্পিউটার সক্ষম।কিছু সংখ্যক প্রিন্টার ,স্ক্যনার ব্যবহার করেই তিনি তার যাবতীয় কাজ সম্পন্ন করতে পারছেন।এর ফলে সোহেল সাহেব বেশ অর্থ সাশ্রয় করতে পারছেন।

উদ্দীপকে বর্ণিত অফিসটিতে ব্যবহৃত নেটওয়ারক হচ্ছে-

i.LAN

ii.MAN

iii.WAN

নিচের কোনটি সঠিক?

উদ্দীপকের অফিসটিতে বিদ্যামান ব্যবস্থায়-

i.রিসোর্স শেয়ারিং সহজতর হবে

ii.সিদ্ধান্ত গ্রহন দ্রুততম হবে

iii.তথ্য ব্যবস্থাপনার ব্যয় বৃদ্ধি পাবে

নিচের কোনটি সঠিক?

(4D)16 এর অকট্যাল মান হলো-

দুটি বাইনারি সংখ্যা 110 ও 11 এর বিয়োগফল কত হবে?

NOR গেইট থেকে পাওয়া যায়-

i.AND+OR

ii.X-OR+NOT

iii.NOT+AND

নিচের কোনটি সঠিক?

কোন html tag এর ক্লোজিং ট্যাগ থাকে না?
HTML এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন এট্রিবিউট প্রয়োজন?

URL এর অংশগুলো হলো-

i.প্রোটোকল নেম

ii.হোস্ট নেম

iii.ডিরেক্টরি নেম

নিচের কোনটি সঠিক?

উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:

একটি ওয়েব সাইটের মোট চারটি পেইজ রয়েছে। ঐ ওয়েব সাইটের ২য় পেইজ রয়েছে।ঐ ওয়েব সাইটের ২য় পেইজে 200 x 300 সাইজের pic.jpg নামের একটি ছবি সংযুক্ত রয়েছে। তবে সমস্যা হলো সাইটটির এক পেইজ হতে অন্য পেইজে যাওয়া যাচ্ছে না।

সাইটটির সমস্য সমাধানে প্রয়োজনীয় ট্যাগ?

উদ্দীপকটি পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:

একটি ওয়েব সাইটের মোট চারটি পেইজ রয়েছে। ঐ ওয়েব সাইটের ২য় পেইজ রয়েছে।ঐ ওয়েব সাইটের ২য় পেইজে 200 x 300 সাইজের pic.jpg নামের একটি ছবি সংযুক্ত রয়েছে। তবে সমস্যা হলো সাইটটির এক পেইজ হতে অন্য পেইজে যাওয়া যাচ্ছে না।

২য় পেইজের জন্য প্রযোজ্য HTML কোডটি হলো-

উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:

main ( )

{

int n;

scanf("%d",& n);

printf("%d",abs(n));

getch( );

}

উদ্দীপকে উল্লিখিত প্রোগ্রামের হেডার ফাইল কোনটি?

i.stdio.h

ii.conio.h

iii.math.h

নিচের কোনটি সঠিক?

উদ্দীপকটি পড়ে ২০ ও ২১ নং প্রশ্নের উত্তর দাও:

main ( )

{

int n;

scanf("%d",& n);

printf("%d",abs(n));

getch( );

}

উদ্দীপকে ব্যবহৃত n=-5 হলে প্রোগ্রামের আউটপুট কী হবে?

C ভাষায় সঠিক চলক কোনটি?

উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:

for(i=1;i<10;i=i+3)

{

printf("I Love Bangladesh");

if(i==7)

break;

}

উদ্দীপকের আলোকে "I love Bangladesh লেখাটি কতবার প্রদর্শিত হবে?

উদ্দীপকটি পড়ে ২২ ও ২৩ নং প্রশ্নের উত্তর দাও:

for(i=1;i<10;i=i+3)

{

printf("I Love Bangladesh");

if(i==7)

break;

}

If শর্তটি বাদ দিলে "I love Bangladesh লেখাটি কতবার প্রদর্শিত হবে?

ডেটাবেজের প্রত্যেকটি রেকর্ড পৃথকভাবে খুঁজে বের করার জন্য ব্যবহার করা হয়-
তৃতীয় ডেটা টেবিল তৈরি করার প্রয়োজন হয় কোন রিলেশনে?
[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form] [contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here