০.২৫ কে সামান্য ভগ্নাংশে প্রকাশ করলে হবে——
উত্তরঃ ১/৪ ।
পরপর তিনটি সংখ্যার গুণফল ১২০ হলে তাদের যোগফল কত হবে ?
উত্তরঃ ১৫ ।
দুটি রাশির অনুপাত ৪ : ৭ । পূর্ব রাশি ১৬ হলে উত্তর রাশি কত ?
উত্তরঃ ২৮ ।
৮, ১১, ১৭ , ২৯ , ৫৩ —————- ধারাটির পরবর্তী সংখ্যা কত ?
উত্তরঃ ১০১ ।
৬, ৮, ১০ এর গাণিতিক গড় ৭, ৯ এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান ?
উত্তরঃ ৮ ।
১, ৩, ৬, ১০, ১৫, ২১ …………. ধারাটির দশম পদ কত ?
উত্তরঃ ৫৫ ।
9x2 + 24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে ?
উত্তরঃ 16
x2 + y2 = 8 এবং xy = 7 হলে (x + y)2 এর মান কত ?
উত্তরঃ 22
m এর মান কত হলে 4x2 – mx + 9 একটি পূর্ণবর্গ হবে ?
উত্তরঃ 12
x2 – y2 + 2y -1 ্এর একটি উৎপাদক কত ?
উত্তরঃ (x+y-1) বা (x-y+1)
253° কোণকে কি বলা হয় ?
উত্তরঃ প্রবুদ্ধ কোণ ।
ABCD সামান্তরিকের ∠B = 100° হলে ∠C = কত ?
উত্তরঃ 80° .
দুটি সন্নিহিত কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে ?
উত্তরঃ সম্পূরক কোণ ।
বৃত্তের ব্যাস তিনগুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে ?
উত্তরঃ ৯ গুণ ।
বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত কত ?
উত্তরঃ ২২ /৭ ।
একটি নৌকা স্রোতের প্রতিকূলে ৯ কি.মিও স্রোতের অনূকুলে ১৮ কি.মি যায় ৩ ঘন্টায় । নৌকার গতিবেগ ঘন্টায কত কি.মি ?
উত্তরঃ ৪.৫ কি.মি ।
১০ থেকে ৬০ পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যার একক স্থানীয় অংক ৯ তাদের সমষ্টি কত ?
উত্তরঃ ১০৭ ।
১৫.৬ এর ৮% = কত ?
উত্তরঃ ১.২৪৮ ।
পাঁচ সন্তানের গড় বয়স ৭ বছর এবং পিতাসহ তাদের বয়সের গড় ১৩ বছর । পিতার বয়স কত ?
উত্তরঃ ৪৩ বছর ।
শতকরা বার্ষিক ৫ টাকা হার সুদে কত বছরে যেকোন আসল তার দ্বিগুণ হবে ?
উত্তরঃ ২০ বছর ।
যদি (x-y)2 = 14 এবং xy = 2 হয় তবে, x2 + y2 = কত ?
উত্তরঃ 18 .
a -b =4 , ab =3 হলে, a3 – b3 = ?
উত্তরঃ 100 .
x – {x-(x +1) } = কত ?
উত্তরঃ x + 1 .
9x2 + 24x এর সাথে কত যোগ করলে যোগফল পূর্ণ বর্গ হবে ?
উত্তরঃ 16.
∠A এর পূরক কোণ কত ডিগ্রি ?
উত্তরঃ 40° .
বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ ৭০ ডিগ্রি হলে বিপরীত কোণের মান কত ?
উত্তরঃ ১১০ ডিগ্রি ।
দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩ : ২ , বৃত্ত দুইটির আয়তনের অনুপাত কত ?
উত্তরঃ ৯ : ৪
একটি আয়তাকার মেঝের ক্ষেত্রফল ২৭৩ বর্গ মিটার : দৈর্ঘ্য ৫ মিটার বেশি হলে মেঝের ক্ষেত্রফল ৩৩৮ বর্গ মিটার হতো । মেঝের দৈর্ঘ্য ও প্রস্থ কত ?
উত্তরঃ দৈর্ঘ্য ২১ মিটার ও প্রস্থ ১৩ মিটার ।
একটি সোনার গয়নার ওজন ১৬ গ্রাম । এতে তামা ও সোনার অনুপাত ৩ : ১ । এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত ৪ : ১ হবে ?
উত্তরঃ ৪ গ্রাম ।
২ এবং ৩২ এর মধ্যে মৌলিক সংখ্যা কতটি ?
উত্তরঃ ১১ টি ।
কোন বাড়িতে ১০ জন লোকের ৩০ দিনের খাবার আছে । ঐ বাড়িতে ২ জন মেহমান আসলে , ঐ খাবারে তাদের কতদিন চলবে ?
উত্তরঃ ২৫ দিন ।
শতকরা বার্ষিক কত হার সুদে ৭০০ টাকার ৫ বছরে সুদ ১০৫ টাকা হবে ?
উত্তরঃ ৩ % ।
সমান্তর প্রগমনে প্রথম দুটি সংখ্যা যদি ৫ ও ১৭ হয় তবে, তৃতীয় সংখ্যাটি কত ?
উত্তরঃ ২৯ ।
দুইটি রাশির অনুপাত ৬ : ১৩ । উত্তররাশি ৯১ হলে, পূর্বরাশি কত ?
উত্তরঃ ৪২ ।
টাকায় ৩ টি করে কিনে টাকায় ২ টি করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে ?
উত্তরঃ ৫০ % ।
a + b = 14, ab = 45 হলে, a -b এর মান কত ?
উত্তরঃ 4 .
x + y = 8 , x-y = 6 হলে, x2 + y2 এর মান কত ?
উত্তরঃ 50.
x + y = 7, xy = 10 হলে (x -y)2 = কত ?
উত্তরঃ 9.
একটি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ১২ সে.মি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত বর্গ সে.মি ?
উত্তরঃ ৩৬√৩ ।
একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ১৪৪ বর্গ একক । সমকোণ সন্নিহিত বাহুদ্বয়ের দৈর্ঘ্য ১২ একক হলে , অপরটি কত ?
উত্তরঃ ২৪ একক ।
কোন পরীক্ষায় শতকরা ৮৫ জন ইংরেজিতে পাস করেছে । ইংরেজিতে ফেলের সংখ্যা মোট ৭৫ জন হলে, শিক্ষার্থীর সংখ্যা কত ?
উত্তরঃ ৫০০ জন ।
৬ % হার সুদে ৯ মাসে ১০০০০ টাকার ওপর সুদ কত হবে ?
উত্তরঃ ৪৫০ টাকা ।
এক ব্যক্তি ৫ কি.মি বেগে চলে কোন স্থানে গেল এবং ঘন্টায় ৩ কি.মি বেগে ফিরে আসল । যাতায়াতে তার গড় গতিবেগ কত ?
উত্তরঃ 3 ¾ কি.মি ।
১৬ জন লোক একটি কাজ ৬ দিনে সম্পন্ন করে ,কাজটি ৪ দিনে সম্পন্ন করতে কত জন লোক লাগবে ?
উত্তরঃ ২৪ জন ।
তেলের দাম যদি ২৫ % বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না ?
উত্তরঃ ২০ % ।
একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের ৩ গুণ । আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল ৩০০ বর্গমিটার হলে উহার পরিসীমা কত হবে ?
উত্তরঃ ৮০ মিটার ।
সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে ৩ এবং ৪ সে.মি হলে এর অতিভুজ এর মান কত ?
উত্তরঃ ৫ সে.মি ।
১৪৩ টাকাকে ২ : ৪ : ৫ অনুপাতে ভাগ করলে বৃহত্তম ও ক্ষুদ্রতম অংশের পার্থক্য কত টাকা হবে ?
উত্তরঃ ৩৯ টাকা ।
একটি কলম ১৯০ টাকায় বিক্রি করাতে ৫ % ক্ষতি হয় । কলমটির ক্রয়মূল্য কত ?
উত্তরঃ ২০০ টাকা ।
৮ টি দ্রব্য ৫ টাকায় ক্রয় করে ১৬ টি দ্রব্য কত টাকায় বিক্রয় করলে ১০ % লাভ হবে ?
উত্তরঃ ১১ টাকায় ।
ত্রিভুজ ABC এর AB = AC = 3 ইঞ্চি । যদি ∠A এর সমদ্বিখন্ডক BC বাহুকে E বিন্দুতে ছেদ করে এবং AE = 2 ইঞ্চি হয় তবে BC = কত ?
উত্তরঃ 2√5 .
রুনার আয় দিনার আয় অপেক্ষা ২৫ % বেশি । দিনার আয় রুনার আয় অপেক্ষা শতকরা কত কম ?
উত্তরঃ ২০ % ।
৬ রীম কাগজে ৭০ পৃষ্ঠার ১৫০ টি বই তৈরি হয়, ২ রীম কাগজে ৭০ পৃষ্ঠার কতটি বই তৈরি করা যাবে ?
উত্তরঃ ৫০ টি ।
পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের তিনগুণ । ৫ বছর আগে পিতার বয়স পুত্রের বয়সের ৪ গুণ ছিল । পিতা ও পুত্রের বর্তমান বয়স কত ?
উত্তরঃ পিতার ৪৫ বছর এবং পুত্রের ১৫ বছর ।
y = 3x + 2 , y = -3x + 2 এবং y = -2 দ্বারা গঠিত জ্যামিতিক চিত্রটি কিরুপ হবে ?
উত্তরঃ একটি সমদ্বিবাহু ত্রিভুজ ।
ক ও খ এর বেতনের অনুপাত ৭ : ৫ । ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেতন বেশি পেলে খ এর বেতন কত ?
উত্তরঃ ১০০০ টাকা ।
কোন সংখ্যা ৬৫০ থেকে যত বড় ৮২০ থেকে তত ছোট , সংখ্যাটি কত ?
উত্তরঃ ৭৩৫ ।
একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ । এর ক্ষেত্রফল ৫১২ বর্গ মিটার হলে , পরিসীমা কত ?
উত্তরঃ ৯৬ মিটার ।
বার্ষিক শতকরা কত হার সুদে ৪২৫ টাকা ৩ বছরে সুদে আসলে ৪৭৬ টাকা হবে ?
উত্তরঃ ৪ % ।