রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী, এর নির্বাচনী পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) প্রশ্নপত্র সমাধান-2020

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
ন্যারোব্যান্ডের সর্বোচ্চ গতি কত?

উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও:

ফারুক মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করে।আবেদনপত জমা দেওয়ার দিন পাসপোর্ট অফিসে তার ছবি তোলা এবং আঙুলের ছাপ রাখা হয়।কিছুদিন পর একটি বিশেষ প্রযক্তির মাধ্যমে সে জানতে পারে তার পাসপোর্ট হয়ে গেছে।

উদ্দীপকের আঙুলের ছাপ নেওয়ার জন্য কোন প্রযুক্তি ব্যবহৃত হয়েছে?

উদ্দীপকটি পড়ে ২ ও ৩ নং প্রশ্নের উত্তর দাও:

ফারুক মেশিন রিডেবল পাসপোর্টের জন্য আবেদন করে।আবেদনপত জমা দেওয়ার দিন পাসপোর্ট অফিসে তার ছবি তোলা এবং আঙুলের ছাপ রাখা হয়।কিছুদিন পর একটি বিশেষ প্রযক্তির মাধ্যমে সে জানতে পারে তার পাসপোর্ট হয়ে গেছে।

ফারুেক পাসপোর্ট সম্পন্ন হওয়ার খরচ জানতে পারবে-

i.তথ্য প্রযুক্তির মাধ্যমে

ii.যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে

iii.ন্যানোটেকনোলজির মাধ্যমে

নিচের কোনটি সঠিক?

চিত্র

(১১০১১০) এর সমকক্ষ মান-

i.(৬৬)

ii.(৫৪)১০

iii.(৩৬)১৬

নিচের কোনটি সঠিক?

৮ বিটের ASCII কোডের সর্ববামে কোন প্রিন্ট যুক্ত করা হয়েছে?
নিচের কোন ছবির ফাইল ফরম্যাট নয়?
হটস্পট কী?

 

ডেটাভেজ এর ভিত্তি কি?
কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে?
”UPDATE"কোন কুয়েরির অন্তর্ভূক্ত?

RDBMS সফটওয়্যার হচ্ছে-

i.MS-Access

ii.MS-Excel

iii.MySQL

নিচের কোনটি সঠিক?

আউটপুট স্টেটমেন্ট হলো-

i.  printf ( )

ii.  gets ( )

iii.  puts ( )

নিচের কোনটি সঠিক?

Blog কী?
কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত হয়?

URL হচ্ছে-

i.ইন্টারনেট ডকুমেন্টের ঠিকানা

ii.নির্দিষ্ট ফাইল

iii.আইপি অ্যাড্রেস

নিচের কোনটি সঠিক?

ভিত্তির উপর নির্ভর করে সংখ্যা পদ্ধতি কত প্রকার?
গঠন বৈচিত্রের উপর ভিত্তি করে ওয়েবসাইট কয় ধরনের?
HTML এর ending ট্যাগ কোনটি?
অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম অঙ্ক কোনটি?
কোন ডিভাইসের মাধ্যমে অ্যানালগ সংকেত ডিজিটাল সংকেতে রূপান্তরিত হয়?

উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:

#include<stdio.h>

main ( )

  {

      int a=3,b;

       b=++a;

        printf("%d",b);

   }

প্রোগ্রাম রান করলে printf ফাংশনে b এর মান কত হবে?

উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:

#include<stdio.h>

main ( )

  {

      int a=3,b;

       b=++a;

        printf("%d",b);

   }

অতিরিক্ত লাইন না লিখে প্রোগ্রাম রান করলে printf( ) ফাংশনে b এর মান ৮ হবে কী পরিবর্তন করলে?

error: