নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :
ডাঃ মুনির শিক্ষনবিশ চিকিৎসকদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে
কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারী প্রশিক্ষণ দেন যাতে
কোনরূপ ঝুঁকি না থাকে। একজন যকৃত ক্যান্সারে আক্রান্ত রোগী
তাঁর নিকট এলে তিনি-১২০ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে তাঁর চিকিৎসা
দেন।
৩. প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে-
৪. ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে-
i. চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম
ii. অপারেশনের ধকল সহ্য করতে হয় না
iii. আশেপাশের কোষের ক্ষতি হয় না
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. (১০১০)১০ = (?)২
নিচের উদ্দীপকের আলোকে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :
মি. মঞ্জুর তার একটি ছাত্রকে রোল জিজ্ঞাসা করায় সে বলল, তার রোল (১১০১)২
১২. রোল নম্বরের সাথে (১১০১)২ যোগ করলে তার যোগফল কত হবে?
১৩. উদ্দীপকের বাইনারী মানটির সমতুল্য মান-
i. D16
ii. 158
iii. 1310
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
HTML ফাইল হচেছ কতকগুলি সমন্বিত-
i.ট্যাগ
ii.এলিমেন্ট
iii.এট্রিবিউট
নিচের কোনটি সঠিক?
১৮. ইন্টারপ্রেটার উৎস প্রোগ্রামের-
i. এক লাইন করে পড়ে অন্য লাইনে যায়
ii. যান্ত্রিক ভাষায় অনুবাদ করে
iii. ভুল সংশোধন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপকের আলোকে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :
#include<stdio.h>
int main( )
{
int i;
for(i=1;i<=10;i=i+2)
{
int i;
for(i=1;i<=10,i=i+2)
{
printf("Test")
if(i==7)
break;
}
return 0;
}
১৯. উদ্দীপকের আলোকে "Test" লেখাটি কতবার প্রদর্শিত হবে?
২৩. উৎস প্রোগ্রাম রচিত হয়-
i. উচ্চস্তরের ভাষায়
ii. যান্ত্রিক ভাষায়
iii. অ্যাসেম্বলি ভাষায়
নিচের কোনটি সঠিক?
২৫. ডেটাবেজ সফটওয়্যারের সাহায্যে তৈরি করা যায়-
i. বিশেষ এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার
ii. ডেটা প্রদানের ইন্টারফেস
iii. প্রয়োজন অনুযায়ী প্রতিবেদন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii