সাতক্ষীরা জেলার উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতি,এইস এস সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এইস এস সি ২০১৭ প্রশ্নপত্র অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. DNA-এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি কোনটি?
২. ধাতব পদার্থের আণবিক পর্যায়ে পরিবর্তন ও নিয়ন্ত্রণ করার বিদ্যা কোনটি?

নিচের উদ্দীপকের আলোকে ৩ ও ৪নং প্রশ্নের উত্তর দাও :

ডাঃ মুনির শিক্ষনবিশ চিকিৎসকদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশে

কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারী প্রশিক্ষণ দেন যাতে

কোনরূপ ঝুঁকি না থাকে। একজন যকৃত ক্যান্সারে আক্রান্ত রোগী

তাঁর নিকট এলে তিনি-১২০ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে তাঁর চিকিৎসা

দেন।

৩. প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে-

৪. ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে-

i. চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম

ii. অপারেশনের ধকল সহ্য করতে হয় না

iii. আশেপাশের কোষের ক্ষতি হয় না

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৫. ন্যারো ব্যান্ড ব্যবহৃত হয় কোনটিতে?
৬. কোনটি একমুখী ডেটাপ্রবাহ?
৭. নিচের চিত্রটি কোন টপোলজি নির্দেশ করে?
৮. ডিজিটাল সংকেতকে এ্যানালগ সংকেতে রূপান্তর করে কোনটি?
৯. ডেটা ট্রান্সমিশনে কোন মাধ্যমটি কম ব্যয়বহুল?

১০. (১০১০)১০ = (?)

১১. কোনটি সার্বজনীন গেইট?

নিচের উদ্দীপকের আলোকে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও :

মি. মঞ্জুর তার একটি ছাত্রকে রোল জিজ্ঞাসা করায় সে বলল, তার রোল (১১০১)

১২. রোল নম্বরের সাথে (১১০১) যোগ করলে তার যোগফল কত হবে?

১৩. উদ্দীপকের বাইনারী মানটির সমতুল্য মান-

i. D16

ii. 158

iii. 1310

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৪. চিত্রে R চিহ্নিত গেইটের পরিবর্তে কোন গেইট বসালে Y = A + B হবে?
Q এর মান 1 পেতে হলে A ও B এর মান কত বসাতে হবে?
১৬. ডোমেইন নেম হলো-

HTML ফাইল হচেছ কতকগুলি সমন্বিত-

i.ট্যাগ

ii.এলিমেন্ট

iii.এট্রিবিউট

নিচের কোনটি সঠিক?

১৮. ইন্টারপ্রেটার উৎস প্রোগ্রামের-

i. এক লাইন করে পড়ে অন্য লাইনে যায়

ii. যান্ত্রিক ভাষায় অনুবাদ করে

iii. ভুল সংশোধন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

নিচের উদ্দীপকের আলোকে ১৯ ও ২০নং প্রশ্নের উত্তর দাও :

#include<stdio.h>

int main( )

{

int i;

for(i=1;i<=10;i=i+2)

{

int i;

for(i=1;i<=10,i=i+2)

{

printf("Test")

if(i==7)

break;

}

return 0;

}

১৯. উদ্দীপকের আলোকে "Test" লেখাটি কতবার প্রদর্শিত হবে?

২০. if শর্তটি বাদ দিলে "Test" লেখাটি কতবার প্রদর্শিত হবে?
২১. সি ভাষায় ইনপুট ফাংশনে ইন্টিজার কোড কোনটি?
২২. মেশিন ভাষার সুবিধা কোনটি?

২৩. উৎস প্রোগ্রাম রচিত হয়-

i. উচ্চস্তরের ভাষায়

ii. যান্ত্রিক ভাষায়

iii. অ্যাসেম্বলি ভাষায়

নিচের কোনটি সঠিক?

২৪. ডেটাবেজের সবচেয়ে বড় ডেটাটাইপ কোনটি?

২৫. ডেটাবেজ সফটওয়্যারের সাহায্যে তৈরি করা যায়-

i. বিশেষ এ্যাপ্লিকেশন সফ্টওয়্যার

ii. ডেটা প্রদানের ইন্টারফেস

iii. প্রয়োজন অনুযায়ী প্রতিবেদন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here