১. ইনসুলিন তৈরি করতে সক্ষম ব্যাকটেরিয়া তৈরিতে বিশেষ কোন কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
২. ক্রায়োসার্জারিতে নাইট্রোজেনের কোন অবস্থা প্রয়োগ করা হয়?
NNI এর পূর্ণনাম কী?
৪. Wi-Fi এর ক্ষেত্রে-
i. ফুল ডুপ্লেক্স মোড ব্যবহুত হয়
ii. ক্যাবল এর প্রয়োজন নেই
iii. কাভারেজ এর প্রয়োজন নেই
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
৫. কোনটি ফ্রিকুয়েন্সি সবচেয়ে কম?
৬. সিনক্রোনাস্ ট্রান্সমিশনের ক্ষেত্রে কোনটি উপযোগী?
৭. মোবাইল ফোনের কোন প্রজন্ম হতে SIM সেবা চালু হয়?
৮. (৪৬৯)১০ এর সমতুল্য অক্টাল মান কত?
৯. বুলিয়ান উপপাদ্যের নিয়ম অনুযায়ী-
i. A+1=1
ii.A+A=A
iii. A+A=0
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১০. এনকোডারে ইনপুট ২n সংখ্যাক হলে আউটপুট কত হবে?
১১. একটি হাফ অ্যাডারের ইনপুট A ও B হলে, যোগফল কত হবে?
১২. একটি N বিটের কাউন্টার সর্বোচ্চ কতটি সংখ্যা গুণতে পারে?
AB Q বর্তনীটির আউটপুট কোন লজিক নির্দেশ কলে?
height এবং weight অ্যাট্রিবিউট ব্যবহৃত ট্যাগ হচ্ছে-
i.table
ii.img
iii.font
নিচের কোনটি সঠিক?
ক)i ও ii
খ)i ও iii
গ)ii ও iii
ঘ)i,i ও ii,iii
১৫. কালার মোডে কোন ধরনের সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
১৬. rowspan="4" অ্যাট্রিবিউট দ্বারা কী বুঝায়?
১৭. বর্তমানে সারাবিশ্বে ডোমেন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান কোনটি?
১৮. উচ্চতর ভাষঅ অনুবাদের জন্য ব্যবহৃত অনুবাদক প্রোগ্রাম হচ্ছে-
i. Assembler
ii. Compiler
iii. Interpreter
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
১৯. নিচের কোনটি লুপ স্টেটমেন্সন্ট?
C ভাষায় long integer মেমোরিতে কত বাইট জায়গা নেয়?
২১. চলকের নাম হিসেবে কোনটি সঠিক?
২২. “%d” কোন ধরনের ডেটা নিয়ে কাজ করে?
২৩. বিভিন্ন প্রোগ্রামের অবজেক্টকে ডেটাবেজে সংযোজনের জন্য কোন ধরনের ডেটা টাইপ ব্যবহার করা হয়?
২৪. ডেটাবেসে কুয়েরি করার সময় টেবিলের নাম নির্বাচন করার জন্য কোন কমান্ড ব্যবহার করা হয়?
২৫. কোন ধরনের রিলেশন জাংশন টেবিলের প্রয়োজন হয়?