মানবদেহের সবচেয়ে বড় কোষ কোনটি?
উত্তরঃ ডিম্বাণু ।
বাংলাদেশের তৈরি ল্যাপটপ দোয়েল প্রথম বাজারে আসে কবে ?
উত্তরঃ ১১ অক্টোবর, ২০১১ সালে ।
আকারে ছোট কৃষ্ণগহবরগুলোকে কি নামে ডাকা হয় ?
উত্তরঃ স্টেলার তথা নাক্ষত্রিক কৃষ্ণগহবর ।
পৃথিবীর নিকটতম নক্ষত্রের নাম কি ?
উত্তরঃ সূর্য ।
সূর্যের নিকটতম নক্ষত্রের নাম কি?
উত্তরঃ প্রক্সিমা সেন্টারাই ।
জীবনের ভিত্তি কাকে বলা হয়?
উত্তরঃ প্রোটোপ্লাজমকে ।
বাংলাদেশে প্রথম ব্যবহৃত বাংলা ফন্টের নাম কি ?
উত্তরঃ বিজয় ।
বাংলাদেশের প্রথম বাংলা ফন্ট বিজয় এর উদ্ভাবক কে ?
উত্তরঃ মোস্তফা জব্বার ।
বাংলাদেশের প্রথম বাংলা ফন্ট বিজয় কত সালে বাজারে আসে?
উত্তরঃ ১৬ ডিসেম্বর , ১৯৮৮ সালে ।
একটি পিসি চালু করলে প্রথম যে কোডটি সচল হয় , তাকে কি বলা হয় ?
উত্তরঃ BIOS.
বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা কে?
উত্তরঃ বেলজিয়ামের বিজ্ঞানী জি লেমেটার ।
বিগ ব্যাং তত্ত্বের আধুনিক ব্যাখ্যাকারক কোন বিজ্ঞানী ?
উত্তরঃ স্টিফেন হকিং ।
সাঁওতালি ভাষার সফটওয়্যার এর উদ্ভাবক কে কে ?
উত্তরঃ মাইকেল সরেন ও ফিরোজ আহমেদ ।
প্রাণীদের মধ্যে সবচেয়ে বড় কোষ কিসের?
উত্তরঃ উট পাখির ডিম ।
বাংলাদেশের প্রধান সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানের নাম কি?
উত্তরঃ বেসিস (BASIS) ।
বেসিস (BASIS) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৯৭ সালে ।
বেসিস (BASIS) কোথায় অবস্থিত?
উত্তরঃ কারওয়ান বাজার, ঢাকা ।
বেসিস (BASIS) এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Bangladesh Association of Software and Information Services.
শব্দের চেয়ে দ্রুতগতির বিমানের নাম কি?
উত্তরঃ সুপারসনিক বিমান ।
বিগ ব্যাং তত্ত্ব ব্যাখা সংক্রান্ত বিজ্ঞানী স্টিফেন হকিং এর গ্রন্থের নাম কি?
উত্তরঃ A brief History of time.
BIOS এর পূর্ণরুপ কি?
উত্তরঃ Basic input and Output System.
নিউক্লিয়াস ব্যতীত উদ্ভিদ কোষ DNA থাকে কোথায় ?
উত্তরঃ মাইটোকন্ড্রিয়ায় ।
বিভিন্ন ধরনের প্রিন্টিং কার্যক্রম করার জন্য কোন সফটওয়্যার ব্যবহার করা হয় ?
উত্তরঃ ডেস্কটপ পাবলিশিং সফটওয়্যার ।
ব্যাটারি থেকে বিদ্যুত উৎপন্ন হয় কিভাবে?
উত্তরঃ সমবিদ্যুৎ প্রবাহে ।
মৌলিক গ্যাস সর্বাপেক্ষা হালকা কোনটি?
উত্তরঃ হাইড্রোজেন ।
নিউমোনিয়া রোগ মানবদেহে কোথায় আক্রান্ত হয় ?
উত্তরঃ ফুসফুসে ।
রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে কি হয়?
উত্তরঃ জন্ডিস ।
ইন্টারনেট জগতের একটি জনপ্রিয় সার্চ ইন্জিনের নাম কি?
উত্তরঃ গুগল (Google) ।
টিউবলাইটে কোন গ্যাস ব্যবহার করা হয় ?
উত্তরঃ নিয়ন ।
কম্পিউটারের ব্রেইন কোনটি?
উত্তরঃ মাইক্রোপ্রসেসর ।
হার্ডডিস্ক সাধারণত মাপা হয় কোন এককে?
উত্তরঃ গিগাবাইট এককে ।
কোন উদ্ভিদের শুক্রাণু সর্ব বৃহৎ ?
উত্তরঃ সাইকাস (Cycas) .