ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজ, ঢাকা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ২০১৭ প্রশ্নপত্র অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. DNA এর পূর্ণ নাম কী?
২. A+bc=(a+b) (a+c) উপপাদ্যটি কোন ধরনের উপপাদ্য?
৩,৯,F ধারাটির পরবর্তী মান কত?

৪. ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে- i. ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সেবা প্রদান ii. ব্যবহারকারী যখন খুশি চাহিদা পরিবর্তন করতে পারবে iii. ব্যবহার যাই হোক, ব্যয় নির্দিষ্ট থাকবে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও : বিশাখা টেলিভিশনে একটি দূর্ঘটনার খবর দেখে এবং তা সে টেলিফোনে বন্ধুদেরকে জানায়। ৫. বিশাখার সংবাদ প্রাপ্তির ক্ষেত্রে প্রযোজ্য মোড হচ্ছে-

৬. বিশাখার খবর জানানোর মাধ্যমটির স্পীড হলো-
৭. ওয়েব সার্ভার ও ক্লায়েন্ড কম্পিউটারের মধ্যে ডেটা আদান প্রদানে কোন প্রোটোকল ব্যবহত হয়?
৮. নিচের কোনটি লিংক ট্যাগের অ্যাট্রিবিউট-

৯. বর্তমানে ভিডিও কনফারেন্সিং ব্যবহৃত হচ্ছে- i. শিক্ষায় ii. স্বাস্থ্যখাতে iii. ব্যবসা-বাণিজ্যে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১০. প্রবেশাধিকার নিয়ন্ত্রণে ব্যবহৃত পদ্ধতিটি হলো-
১১. নিচের কোনটি দ্বিমাত্রিক অ্যারে নির্দেশ করে?

১২. C ভাষায় ইউনারি অপারেটর হলোÑ i. ++ ii.-- iii. ** নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৩. ডেটাবেজ টেবিল থেকে ডেটা পরিবর্তনের জন্য ঝছখ কমা- হলো-

১৪. কোনো টেবিলে সিরিয়াল নং ফিল্ডের ডেটাটাইপ হতে পারে- i. Text ii. byte iii. Integer নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ.ii ও iii ঘ. i, ii ও iii

A+B এর সরলীকৃত মান হলো-
বর্তনীর F এর মান কত?
১৭. ক্রায়োসার্জারীতে আক্রান্ত কোষটি চূগান্তভাবে ধ্বংস করতে ব্যবহৃত হয়-

১৮. ডেটা কমিউনিকেশনের জন্য কৃত্রিম উপগ্রহ স্থাপনে যা করতে হবে- i. প্রায় ৩৬০০০ কি:মি: উপরে স্থাপন করতে হবে ii. পৃথিবীর নিম্ন অরবিটে স্থাপন করতে হবে iii. পর্যায়কাল পৃথিবীর আহ্নিক গতির সমান হতে হবে। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii

১৯. কম্পিউটারে এমন একটি সার্কিট রয়েছে যাতে ৮টি ইনপুট লাইন থেকে ৩টি আউটপুট লাইন পাওয়া যায়। সার্কিটটি কোথায় যুক্ত থাকে?
২০. ডেটা এনক্রিপশনের পরের ডেটাকে কী বলে?
২১. ডেটাবেজ টেবিল থেকে ডেটা খুঁজে বের করার দ্রুততম কৌশল কোনটি?
২২. প্রোগ্রাম তৈরিতে অ্যালগরিদমের সাথে সংশ্লিষ্ট ধাপ কোনটি?

উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :

main ( )

{ int a,b;

Scanf("%d",& a)

b=a++;

printf("%d",&b);

getch( );

}

প্রোগ্রামটিতে কয়টি ভুল আছে?

২৪. ভুল সংশোধনের পর প্রোগ্রামটি রান করে a এর মান 2 দিলে আউটপুট পাওয়া যাবে-
২৫. প্রোগ্রাম ডিজাইনে একটি class কে Extend করে নতুন আরেকটি তৈরির ধারণাকে বলা হয়-

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here