৪. ক্লাউড কম্পিউটিংয়ের বৈশিষ্ট্য হচ্ছে- i. ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী সেবা প্রদান ii. ব্যবহারকারী যখন খুশি চাহিদা পরিবর্তন করতে পারবে iii. ব্যবহার যাই হোক, ব্যয় নির্দিষ্ট থাকবে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬নং প্রশ্নের উত্তর দাও : বিশাখা টেলিভিশনে একটি দূর্ঘটনার খবর দেখে এবং তা সে টেলিফোনে বন্ধুদেরকে জানায়। ৫. বিশাখার সংবাদ প্রাপ্তির ক্ষেত্রে প্রযোজ্য মোড হচ্ছে-
৯. বর্তমানে ভিডিও কনফারেন্সিং ব্যবহৃত হচ্ছে- i. শিক্ষায় ii. স্বাস্থ্যখাতে iii. ব্যবসা-বাণিজ্যে নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১২. C ভাষায় ইউনারি অপারেটর হলোÑ i. ++ ii.-- iii. ** নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৪. কোনো টেবিলে সিরিয়াল নং ফিল্ডের ডেটাটাইপ হতে পারে- i. Text ii. byte iii. Integer নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ.ii ও iii ঘ. i, ii ও iii
১৮. ডেটা কমিউনিকেশনের জন্য কৃত্রিম উপগ্রহ স্থাপনে যা করতে হবে- i. প্রায় ৩৬০০০ কি:মি: উপরে স্থাপন করতে হবে ii. পৃথিবীর নিম্ন অরবিটে স্থাপন করতে হবে iii. পর্যায়কাল পৃথিবীর আহ্নিক গতির সমান হতে হবে। নিচের কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৪নং প্রশ্নের উত্তর দাও :
main ( )
{ int a,b;
Scanf("%d",& a)
b=a++;
printf("%d",&b);
getch( );
}
প্রোগ্রামটিতে কয়টি ভুল আছে?