সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ, ভৈরব , এর নির্বাচনী পরীক্ষার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (ICT) প্রশ্নপত্র সমাধান-2020

[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]
নতুন ধরনের ক্রোমোজোম তৈরির কৌশলকে কী বলে?
প্যারিটি বিটযুক্ত কোড কত বিটের?
ব্লটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে-

উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

মিসেস আয়েশা বলল,তোমার বয়স কত?আয়েশা বলল যে,তার বয়স (101111)2

আয়েশার বয়সের সমকক্ষ সংখ্যা হলো-

উদ্দীপকটি পড় এবং ৪ ও ৫ নং প্রশ্নের উত্তর দাও:

মিসেস আয়েশা বলল,তোমার বয়স কত?আয়েশা বলল যে,তার বয়স (101111)2

দশ বছর পর আয়েসার বয়স বাইনারিতে কত হবে?

উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:

”ক” শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করে পড়াশুনার প্র্রয়োজনে কম্পিউটার এবং ইন্টারনেটর সহায়তায় টার্মপেপার তৈরি করল।কিন্তু “খ” শিক্ষার্থী কোনো অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয়। এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনোরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে।

উদ্দীপকের “খ” শিক্ষার্থীর কর্মকান্ড কোনটি?

উদ্দীপকটি পড়ে ৬ ও ৭ নং প্রশ্নের উত্তর দাও:

”ক” শিক্ষার্থী কলেজে পড়াশুনা করে। তথ্যের উৎস উল্লেখ করে পড়াশুনার প্র্রয়োজনে কম্পিউটার এবং ইন্টারনেটর সহায়তায় টার্মপেপার তৈরি করল।কিন্তু “খ” শিক্ষার্থী কোনো অনুমতি ছাড়াই লাইব্রেরির কম্পিউটার থেকে ফাইল কপি করে নেয়। এমনকি ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্যের কোনোরূপ কৃতজ্ঞতা ছাড়াই নিজের নামে প্রকাশ করে।

উদ্দীপকের আলোকে “ক” শিক্ষার্থীর কর্মকান্ড-

i.কপিরাইট আইন মানা

ii.টেলনেট

iii.কম্পিউটার ইথিকস

নিচের কোনটি সঠিক?

এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি?

উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:

#include <stdio.h>

main()

{

int a=3,b;

b=2*a;

printf("%d",b);

}

প্রোগ্রাম রান করলে b এর মান কত হবে?

উদ্দীপকটি পড়ে ৯ ও ১০ নং প্রশ্নের উত্তর দাও:

#include <stdio.h>

main()

{

int a=3,b;

b=2*a;

printf("%d",b);

}

প্রোগ্রাম রান করলেেআউটপুট মান 3 হবে যখন-

i.   i++

ii.   i--

iii.   i+=a

নিচের কোনটি সঠিক?

কোন লজিক বর্তনী আলফানিউমেরিক ক্যারেক্টারকে বাইনারি কোডে পরিণত করে তাকে কি বলে?
সি ভাষা & কোন ধরনের অপারেটের?

উপাত্ত ও তথ্য সংরক্ষণের সাথে জড়িত-

i.ফ্লিপ ফ্লপ

ii.রেজিস্টার

iii.অ্যাডার

নিচের কোনটি সঠিক?

ডেটাবেজ সাজানোর প্রক্রিয়া হলো-

i.সর্টিং

ii.কুয়েরি

iii.ইনডেক্সিং

নিচের কোনটি সঠিক?

উদ্দীপকটি পড় এবং ১৬ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও:

কোনো একটি কলেজের তিন হাজার ছাত্রের জন্য তৈরিকৃত ডেটাবেজ পরীক্ষা সম্পর্কিত তথ্যের জন্য exam এবং ব্যাক্তিগত তথ্যের জন্য personal নামক ডেটা ফাইল তৈরি করা হয়েছে।

উভয় ফাইলের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য কোন ফিল্ডট অথ্যাবশ্যক?

Roll ডেটা টািইপ কোনটি হতে পারে?

i.  byte

ii.  text

iii.  integer

নিচের কোনটি সঠিক?

ডেটা স্থানান্তরের হারকে কী বলে?
ওয়েব পেইজের অ্যাড্রেসকে কী বলে?
16েইনপুট বিশিষ্ট এনকোডারের আউটপুট কতটি?
গ্রপ এসএমএস প্রদান করা হলো-
৩০ টি কম্পিউটার একটি তারের সাথে সংযুক্ত থাকলে সেটি কোন নেটওয়ার্ক?
চিত্র
চিত্র
চিত্র
স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here