প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে জসশক্তি ও প্রশিক্ষণ বুরোর উপ পরিচালক পদে নিয়োগের প্রশ্নপত্র ও সমাধান ২০০৭

কোন সালে জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ?
বাংলদেশে উন্নতমানের কয়লার সন্ধান কোথায় পাওয়া গেছে?
মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য “বিজয় ৭১”কোথায় অবস্থিত?
পদ্মা নদী কোন স্থানে মেঘনা নদীর সাথে মিশেছে?
কোনটি বাংলাদেশের সংবাদ সংস্থা?
বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমা রয়েছে?
বাংলাদেশে প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি?
”মারমা”উপজাতিরা কোন পাহাড়ের পাদদেশে বসবাস করে?
দহগ্রাম ছিটমহল কোন জেলায় অবস্থিত?
বাংলাদেশে ইক্ষু গবেষনা ইন্সটিটিউট কোথায় অবস্থিত?
রঙিন টেলিভিশন থেকে কোন ক্ষতিকর রশ্মি বের হয় ?
ডিজিটাল টেলিভিশনের প্রধান বৈশিষ্ঠ-
ভূমি থেকে বহু উপরে উঠলে শ্বাসকষ্ট হয়,কারণ-
গীষ্মকালে আমরা কালো কাপড় পরিধান করি না কারন-
ফ্যান চালালে আমরা ঠান্ডা অনুভব করি,কারন ফ্যান-
একখন্ড বরফকে উত্তপ্ত করে পানিতে পরিণত করলে আয়তন-
ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় -
টুথপেস্টের প্রধান উপাদান-
আয়নার পশ্চাতে ------------ধাতুটি ব্যবাহার করা হয়।
কোনটি হৃদরোগের কারন?
সবচেয়ে বড় দেশ কোনটি?
কোন সংস্থা “বিশ্ব ঐতিহ্য এলাকা”ঘোষণা করে?
মোট কয়টি বিষয়ে নোবেল পুরষকার দেওয়া হয়?
”বাম”কোথায় অবস্থিত?
সন্ত্র্রাসের বিরুদ্ধে যুদ্ধের অংশ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্র কখন ইরাক আক্রমণ করে?
কোন শহরে পৃথিবীর সর্বোচ্চ স্থাপনা অবস্থিত?
পৃথিবীর কোন নগর দুই মহাদেশে বিস্তৃত?
ব্রিটিশ রাজপরিবারের বাসভবনের নাম?
ম্যাকমোহন লাইন বিভক্ত করে-
ব্রডওয়ে অবস্থিত?
একটি সরলরেখার উপর অঙ্কিত বর্গ ঐ সরলরেখার এক চতুর্থাংশের উপর অংকিত বর্গের কতগুণ?

a+1/a=2 হলে,a2+1/a2 এর মান কত?

যদি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য ৫ইঞ্চি এবং ৬ইঞ্চি হয়,তবে তৃতীয় বাহুর দৈর্ঘ্য-হতে পারে না।
৮.০০০১-০.১-০.০১=কত?
(a/a)(a/a)=কত?
একটি ছাগল ৯৬০ টাকায় বিক্রয় করায় ৪০ টাকা ক্ষতি হলে ।শতকরা ক্ষতির হার কত?
x/y এর সাথে কত যোগ করলে যোগফল y/x হবে?

x+y=6 এবং xy=8 হলে (x-y)2=কত?

৮,১৩,২৩,৪৩,৮৩ এর পরবর্তী সংখ্যাটি কত?
২/৩ এর চেয়ে কোনটি বড়?
একটি বাগানের দৈর্ঘ্য ৮০ মিটার ও প্রস্থ ৩০ মিটার।বাগানের ভিতরে সীমানার পাশ দিয়ে ২মিটার চওড়া রাস্তা আছে।রাস্তাটির ক্ষেত্রফল কত?
৬৪ এর ২ ভিত্তিক লগারিদম কত?
১ হতে ৭৯ পর্যন্ত সংখ্যাগুলোর গড় কত?
বার্ষিক শতকরা ১০ টাকা হার সুদে কোনো মূলধন কর বছর পরে আসলের তিনগুণ হবে?
একটি ত্রিভুজের তিনটি কোণ সমান হলে ,তাকে কি ত্রিভুজ বলে?
পিতা ও চার পুত্রের বয়সের গড়ড়,মাতা ও চার পুতের বয়সের অপেক্ষা ২বছর বেশি।পিতার বয়স ৬০ বছর হলে মাতার বয়স কত?
১৬ এবং ১০০ এর মধ্যে(এ ২টি সংখ্যাসহ)৪ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

2x2-x-15 এর উৎপাদক হবে-

ছয়টি পরপর সংখ্যা দেয়া আছে।যদি প্রথম তিনটি সংখ্যার যোগফল ১৮৩ হয় তবে শেষ তিনটি সংখ্যার যোগফল কত?
৮,৯,১০,...............১০০ পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত?
____discover of insulin,it was not possible to treat diabates.
He complained that the food tested_____
Shakespear's plays are as alive and _____today as these were in his lifetime.
I saw___beggar.
Choose the correct sentence-
_____in this display is on sale.
Leo Tolstoy is a_____novelist.
Antonym of"Harmony"is-
I am not used to_____at this time to the day.
He will compensate you-the lose.
No sooner had he reached the station_____the train left.
"A dark horsse"means-
Synonym of "belligerent"is-
Who wrote"The Waste Land"?
It was estimated that_____one lakh people would participle in the meeting.
Choose the correct sentence:
Which one of the following is a simple senttence?
A personwho studies the sscientific development of language is a_____
The first English novel,pamela"has been writen by-
We have had tast and____meals.
They had to call _______the match as the ground was wet
I saw him in the market but he______having beeen there.
Nobody_____Alam knew the way.
Choose the correct answer.Technically,glass is a mineral and_____
Which one of the following has the correct speeling?____
কায়কোবাদের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
”চিন্তাতরঙ্গিনী”কাব্যগ্রন্থের রচয়িতা কে?
বাংলা ভাষায় বিরাম চিহ্নের ব্যাবহার কোন সাল থেকে শুরূ হয়?
বাংলা সাহিত্যের প্রচীনতম লেখক কাকে বলে?
বাংলা ভাষায় প্রথম ব্যকরণ রচনা করেন কে?
মাইকেল মধুসূদন দত্তের প্রধান অবদান কোনটি?
বাংলা সাহিত্যের প্রথম মুসলিম নাট্যকার কে?
”ময়নামতির চর”কাব্যগ্রন্থটি কে লিখেছেন?
জীবনানন্দ দাসের প্রথম কাব্য গ্রন্থ কোনটি?
কোন দেবীর কাহিনী নিয়ে মঙ্গলকাব্য রচিত?
”আদিষ্ট”এর বিপরীত শব্দ কোনটি?
বাংলা ভাষায় প্রকাশিত প্রথম সাময়িক পত্র কোনটি?
বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস কোনটি?
পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক-
কোনটি নাটক?
”বনফুল”কার দদ্মনাম?
”ঠক চাচা”চরিত্রটি কোন উপন্যাসে লেখা?
”মোদের গরব মোদের আশা,আ মরি বাংলা ভাষা-এর রচয়িতা কে?
”কবর”নাটকটি কার লেখা?
কোন ভাষা থেকে বাংলা ভাষার জন্ম?
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি?
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি কোনটি?
”স্বাধীনতা”কবিতাটি কার লেখা?
বাংলা ও মৈথিলী ভাষার সমন্বয়ে যে ভাষার সৃষ্টি হয়েছে ,তার নাম কী ?
বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here