১৭ তম বেসরকারি শিক্ষক ও প্রভাষক নিবন্ধন পরীক্ষার সাজেশন্স -নভেম্বর ২০২০ (বাংলা)

যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ দুটি কি কি ?
উত্তরঃ ঐ (অ + ই ) এবং ঔ (অ + উ ) ।

বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন শাখা কোনটি ?
উত্তরঃ কাব্য ।

বাউল সংগীতের শ্রেষ্ঠ রুপকার বলা হয় কাকে ?
উত্তরঃ লালন শাহকে ।

দৈহিতা এর সন্ধি বিচ্ছেদ কি ?
উত্তরঃ দুতিতা + ষ্ণ্য ।

হ-য-র-র-ল এর বাগধারা কি ?
উত্তরঃ 
বিশৃঙ্খলা ।

সরোবরে পদ্ম জন্মে – কোন কারকে কোন বিভক্তি ?
উত্তরঃ অধিকরণ কারকে ৭মী ।

সর্বজনীন এর প্রত্যয় কি ?
উত্তরঃ সর্বজন + নীন > ঈন ।

লায়েক এর বিপরীত শব্দ কি ?
উত্তরঃ নালায়েক ।

সাপ এর সমার্থক শব্দগুলো কি কি ?
উত্তরঃ ভুজঙ্গ, অহি, আশীবিষ, ফণী, সর্প, ভুজগ, উরগ, নাগ ।

যবনিকা পতন এর বাগধারা কি ?
উত্তরঃ পরিসমাপ্তি ।

বাংলা সাহিত্যের আদি গ্রন্থ চর্যাপদ এর রচনাকাল কত শতকে ?
উত্তরঃ সপ্তম থেকে দ্বাদশ শতকে ।

অন্তস্থ ধ্বনি কোনগুলো ?
উত্তরঃ য, র, ল, ব ।

নাসিক্য ধ্বনিগুলো কোনগুলো ?
উত্তরঃ ঙ , ঞ, ণ, ন, ম ।

ফারসি উপসর্গগুলো কি কি ?
উত্তরঃ কার, দর, না, নিম, ফি, বদ, বে, বর, ব, কম ।

Walk Out এর পরিভাষা কি ?
উত্তরঃ সভাবর্জন ।

মৃদু এর বিপরীত শব্দ কি ?
উত্তরঃ প্রবল ।

সোনার পাথরবাটি এর বাগধারা কি ?
উত্তরঃ অসম্ভব বস্তু ।

বৈমাত্রেয় এর প্রত্যয় কি ?
উত্তরঃ বিমাতৃ + ষ্ণেয় > এয়  ।

বাংলাদেশে প্রাপ্ত সবচেয়ে পুরাতন লিপি কোনটি ?
উত্তরঃ অশোকের অনুশাসন লিপি ।

বাংলা সাহিত্যের পঞ্চপান্ডব বলা হয়-
উত্তরঃ ৫ জন কবিকে ।

বাংলা সাহিত্যের সবচেয়ে বড় সমৃদ্ধ ধারা  কোনটি ?
উত্তরঃ গীতি কবিতা ।

ফরাসি শব্দগুলো কি কি ?
উত্তরঃ কার্তুজ, কুপন, ডিপো, ক্যাফে, রেস্তোরাঁ, রেনেসাঁ, প্রোগ্রাম, আঁতাত, বুর্জোয়া ।

তুমি এতক্ষণ কী করেছ ? এখানে ’কী’ কোন পদ ?
উত্তরঃ সর্বনাম ।

ড় এবং ঢ় এর দ্যোতিত ধ্বনিকে কি বলা হয় ?
উত্তরঃ তাড়নজাত ধ্বনি ।

যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় : কোন কারকে কোন বিভক্তি ?
উত্তরঃ অপাদানে ষষ্ঠী ।

War criminal এর পরিভাষা কি ?
উত্তরঃ  যুদ্ধাপরাধী ।

ক্ষুৎপিপাসা এর সন্ধি বিচ্ছেদ কি ?
উত্তরঃ ক্ষুধ্‌ + পিপাসা ।

গাছপাথর এর  বাগধারা কি ?
উত্তরঃ হিসাবনিকাশ ।

স্মৃতি এর বিপরীত শব্দ কোনটি ?
উত্তরঃ বিস্মৃতি ।

বটতলার পুথিঁ বলতে কি বুঝায় ?
উত্তরঃ মধ্যযুগীয় কাব্যের হস্তলিখিত পান্ডুলিপি ।

বাংলা সাহিত্যের প্রাচীনতম মুসলিম কবি কে ?
উত্তরঃ শাহ মুহম্মদ সগীর ।

মাসের তারিখ লিখতে বার ও মাসের পর কোন বিরামচিহ্ন বসবে ?
উত্তরঃ কমা (,) ।

কবি গান এর রচয়িতা ও গায়ক হিসেবে পরিচিত কে কে ?
উত্তরঃ এন্টনি ফিরিঙ্গি এবং রামপ্রসাদ রায় ।

চন্দ্রবিন্দুৃকে কোন ধ্বনি বলা হয় ?
উত্তরঃ অনুনাসিক ধ্বনি ।

কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হয় যে সালে ?
উত্তরঃ ১৯৭৪ সালে ।

আরবি উপসর্গ গুলো কি কি ?
উত্তরঃ আম, খাস, লা, বাজে, গর, খয়ের ।

সুশ্রী এর বিপরীত শব্দ কি ?
উত্তরঃ বিশ্রী ।

মন্বন্তর এর সন্ধি বিচ্ছেদ কি ?
উত্তরঃ মনু + অন্তর ।

বাংলা সাহিত্যের প্রথম জীবনকাব্য যাকে অবলম্বন করে রচিত হয় ?
উত্তরঃ শ্রী চৈতন্যদেব ।

স্বাধীনতা তুমি কবিতাটির রচয়িতা কে ?
উত্তরঃ শামসুর রহমান ।

উষ্মধ্বনি কোনগুলো ?
উত্তরঃ শ, ষ, স, হ ।

কবি জীবনানন্দ দাশের প্রথম কাব্য গ্রন্থের নাম কি ?
উত্তরঃ ধূসর পান্ডুলিপি ।

মধ্যযুগের শেষ কবির নাম কি ?
উত্তরঃ ভারতচন্দ্র রায়গুণাকর ।

ওলন্দাজ শব্দগুলো কি কি ?
উত্তরঃ ইস্কাপন, টেককা, তুরুপ, রুইতন, হরতন ।

পুথিঁ সাহিত্যের প্রাচীনতম লেখকের নাম কি ?
উত্তরঃ সৈয়দ হামজা ।

বসন্তে নানা ফুল ফোটে কোন কারকে কোন বিভক্তি ?
উত্তরঃ অধিকরণ কারকে ৭মী ।

ইংরেজি উপসর্গ গুলো কি কি ?
উত্তরঃ সাব, হেড, ফুল, হাফ ।

পর্বত এর সমার্থক শব্দগুলো কি কি ?
উত্তরঃ অচল, আদ্রি, ভূধর, শৈল, পাহাড়, গিরি, শৃঙ্গ, শিখরী ।

হাড়হদ্দ এর বাগধারা কি ?
উত্তরঃ নাড়ি নক্ষত্র ।

সরস এর বিপরীত শব্দ কি ?
উত্তরঃ কুটিল ।

কর্তব্য এর প্রত্যয় কি ?
উত্তরঃ কৃ + তব্য ।

আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কে ?
উত্তরঃ মাইকেল মধুসূদন দত্ত ।

আলাওল কোন রাজসভার কবি ছিলেন ?
উত্তরঃ আরাকান রাজসভার ।

বিরস এর বিপরীত শব্দ কোনটি ?
উত্তরঃ  
সরস ।

সহিষ্ণু এর প্রত্যয় কোনটি ?
উত্তরঃ সহ্‌ + ইষ্ণু ।

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ নির্ণয় করুন —-
উত্তরঃ হরতাল = ধর্মঘট , হরিতাল = পাখি বিশেষ ।

Dyarchy এর পরিভাষা কি?
উত্তরঃ দ্বৈতশাসন ।

শনির দশা বাগধারাটির অর্থ কি ?
উত্তরঃ দুঃসময় ।

মাগো ওরা বলে – কবিতাটি কার লেখা ?
উত্তরঃ আবু জাফর ওবায়দুল্লাহ ।

ঐতরেয় আরণ্যক গ্রন্থের রচনাকাল কখন ?
উত্তরঃ খ্রিস্টপূর্ব পঞ্চম শতকে ।

ঠোঁট এর সমার্থক শব্দগুলো কি কি ?
উত্তরঃ অধর, ওষ্ঠ, চঞ্চু ।

শুদ্ধ ও অশুদ্ধ নির্ণয় করুন –
উত্তরঃ নিরপরাধী ব্যক্তিকে ক্ষমা কর (অশুদ্ধ) । শুদ্ধ =নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা করো ।

আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে – কোন কবির কাব্য থেকে নেয়া ?
উত্তরঃ জীবনানন্দ দাশ ।

কুলীন এর প্রত্যয় কি ?
উত্তরঃ  ‍কুল + নীল > ঈন ।

সমোচ্চারিত ভিন্নার্থক শব্দ নির্ণয় করুন —-
উত্তরঃ সকল = সমস্ত , শকল = খন্ড ।

মিথ্যুক এর প্রত্যয় কি ?
উত্তরঃ  ‍মিথ্যা + উক ।

কর্তব্য এর প্রত্যয় কি ?
উত্তরঃ  ‍কৃ + তব্য ।

 

 

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here