2017 সালের কুমিল্লা বোর্ডের এইচএসসি বাংলা ১ম পত্রের বহুনির্বাচনী প্রশ্নের সমাধান ও অনলাইন পরীক্ষা

জীবন ও বৃক্ষ প্রবন্ধের বক্তব্য অনুযায়ী যারা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি তাদের একমাত্র দেবতা কে?
ঐকতান কবিতায় কবি জ্ঞানের দীনতা পূরন করেন কী দ্বারা?
আমি যদি খাইতে না পারলাম ,তবে সমাজের উন্নতি লইয়া কি করিব?বিড়াল প্রবন্ধের এ উক্তিতে প্রকাশ পেয়েছে?

নিচের উদ্দিপকটি পড় এবং দুইটি প্রশ্নের উত্তর দাও:-

একদল শ্রমজীবী নারী-পুরুষ লঞ্চে করে গ্রামে যাচ্ছিল ঈদের ছুটিতে।বিত্তবান মোহিত সাহেব স্ত্রী সন্তান এবং আত্নীয় পরিজন নিয়ে লঞ্চে উঠলে লঞ্চকর্মীরা শ্রমজীবীদের সিটগুলো ছেড়ে দিতে বলে।।নেকেই ছেড়ে দিলেও প্রতিবাদ জানিয়ে নিজের ছিটে দৃঢ়ভাবে বসে থাকে ,গৃহকর্মী হালিমা।

উদ্দিপকের হালিমা ‘অপরাচিতা‘গল্পের কাকে প্রতিনিধিত্ব করে?

নিচের উদ্দিপকটি পড় এবং দুইটি প্রশ্নের উত্তর দাও:-

একদল শ্রমজীবী নারী-পুরুষ লঞ্চে করে গ্রামে যাচ্ছিল ঈদের ছুটিতে।বিত্তবান মোহিত সাহেব স্ত্রী সন্তান এবং আত্নীয় পরিজন নিয়ে লঞ্চে উঠলে লঞ্চকর্মীরা শ্রমজীবীদের সিটগুলো ছেড়ে দিতে বলে।।নেকেই ছেড়ে দিলেও প্রতিবাদ জানিয়ে নিজের ছিটে দৃঢ়ভাবে বসে থাকে ,গৃহকর্মী হালিমা।

উদ্দিপকের উঠে আসা ‘অপরাচিতা‘ গল্পের প্রসঙ্গ হলো-

i.প্রতিবাদ ii.শ্রেণীবৈষম্যiii.ধর্মীয় উৎসব যাত্রা

নিচের কোনটি সঠিক?

মাসি পিসি গল্পে আহ্লাদির বাবা কী রোগে মারা যায়?
বিভীষনের প্রতি মেঘনাদ‘কবিতায় সিজ কর্ম দোষে,হায় ,মজাইলা /এ কনক লঙ্কা রাজা‘উদ্ধৃতিতে‘নিজ কর্ম-দোষ ‘কোন প্রসঙ্গে ব্যবহার করা হয়েছে?

নিচের উদ্দিপকটি পড়ে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:

নিজেকে জানা হচ্ছে শিক্ষার মৌলিক উদ্দেশ্য যার অর্থ প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠা।অথচ আজকের দুনিয়ায় শিক্ষিত হয়ে অনেকেই মানবিক গুন অর্জন করতে ব্যার্থ হচ্ছে,ব্যর্থ হচ্ছে শিক্ষা।

উদ্দিপকের ‘নিজেকে জানা‘ ‘সাম্যবাদী‘ কবিতায় কবি কোন চরনের সাথে তুলনাযোগ্য?

<p style="text-align: left;">নিচের উদ্দিপকটি পড়ে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:</p> <p style="text-align: left;">নিজেকে জানা হচ্ছে শিক্ষার মৌলিক উদ্দেশ্য যার অর্থ প্রকৃত অর্থে মানুষ হয়ে উঠা।অথচ আজকের দুনিয়ায় শিক্ষিত হয়ে অনেকেই মানবিক গুন অর্জন করতে ব্যার্থ হচ্ছে,ব্যর্থ হচ্ছে শিক্ষা।</p> <p style="text-align: left;">উদ্দিপকটি কোন বিবেচনায় সাম্যবাদী কবিতার প্রতিফলন?</p>

i.উদ্দেশ্য সফল না হওয়া

ii.মানবিক গুন অর্জনের ব্যর্থতা

iii.চিরকালীন সমাজব্যবস্থা

নিচের কোনটি সঠিক?

তাহারেই পড়ে মনে কবিতায় কে গন্ধে অধীর আকুল হয়েছে কিনা জানতে চাওয়া হয়েছে?
জাদুঘরে কেন যাব‘রচনার লেখক জাতীয় জাদুঘর কী বহন করে উল্লেখ করেছেন?
তখন চাষা অন্নবস্ত্রের কাঙাল ছিল না।কথন কিন্তু সে অসভ্য বর্বর ছিল।’’চাষার দুক্ষু’’ প্রবন্ধের এ বক্তব্য দ্বারা বো্ঝায়-
সেখানে বরুন/কর্নফুলি ধলেশ্বরী পদ্মা জলাঙ্গীরে দেয় অবিরল জল;এই পৃথিবীতে এক স্থান আছে,কবিতার উদ্ধৃত অংশে প্রকাশ পেয়েছে-

নিচের উদ্দিপকটি পড় এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:

মেডিকেলের সামনে দিয়ে প্রতিদিনের মত কর্মস্থলে যাচ্ছিল সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি মন্জু,হঠাৎ মিছিল আর গুলির শব্দ ।ভাষা আন্দোলকারীদের সাথে মন্জুর ওপর ও বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ বাহিনী।তারপর থেকে মন্জু ও হয়ে উঠে ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী।

উদ্দিপকের পুলিশ বাহিনী রেইনকোট গল্পের কাকে প্রতিনিধিত্ব করে?

<p style="text-align: left;">নিচের উদ্দিপকটি পড় এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:</p> <p style="text-align: left;">মেডিকেলের সামনে দিয়ে প্রতিদিনের মত কর্মস্থলে যাচ্ছিল সদাগরি অফিসের কনিষ্ঠ কেরানি মন্জু,হঠাৎ মিছিল আর গুলির শব্দ ।ভাষা আন্দোলকারীদের সাথে মন্জুর ওপর ও বেধড়ক লাঠিচার্জ করে পুলিশ বাহিনী।তারপর থেকে মন্জু ও হয়ে উঠে ভাষা আন্দোলনের সক্রিয় কর্মী।</p> <p style="text-align: left;">উদ্দিপকের মন্জু ও রেইনকোট গল্পের নুরূল হুদার চারিত্রিক ঐক্য</p>

রক্তে আমার অনাধি অস্থি কবিতায় কবি কোন কোন নদীর প্রেম চেয়েছেন?
গান্ধীজির শেখানো নিজের ওপর অটুট বিশ্বাস বলতে আমার পথ প্রবন্ধে বোঝানো হয়েছে-

উদ্দিপকটি পড় এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:

জেলা শহরের একেমাত্র খেলার মাঠটি আবাসন কোম্পানি দখল করতে গেলে শহরের তরুন গোষ্ঠী প্রতিবাদ জানায়।৫২ এর ভাষাশহীদ রফিকের প্রেরণায় উদ্ভদ্ধ হয়ে যেকোন গনবিরোধী কাজে বাধা দেয়ার শপথ নেনন তারা।শহরবাসী বিশ্বাস করে প্রতিবাদে সংগ্রামে রফিক তাদের সাথেই আছেন।

উদ্দিপকে ভাষাশহিদ রফিকের প্রতিবাদে সংগ্রামে রফিক তাদের সাথেই আছেন।

উদ্দিপকে ভাষাশহিদ রফিকের প্রতিবাদে সংগ্রামে শহরবাসীর সাথে থাকার বিষয়টি নূরলদীনের কথা মনে পড়ে যায়,কবিতার কোন চরনের সাথে সাদৃশ্যপূর্ণ?

উদ্দিপকটি পড় এবং পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:

জেলা শহরের একেমাত্র খেলার মাঠটি আবাসন কোম্পানি দখল করতে গেলে শহরের তরুন গোষ্ঠী প্রতিবাদ জানায়।৫২ এর ভাষাশহীদ রফিকের প্রেরণায় উদ্ভদ্ধ হয়ে যেকোন গনবিরোধী কাজে বাধা দেয়ার শপথ নেনন তারা।শহরবাসী বিশ্বাস করে প্রতিবাদে সংগ্রামে রফিক তাদের সাথেই আছেন।

উদ্দিপকে ভাষাশহিদ রফিকের প্রতিবাদে সংগ্রামে রফিক তাদের সাথেই আছেন।

উদ্দিপকে ভাষাশহিদ রফিকের প্রতিবাদে সংগ্রামে শহরবাসীর সাথে থাকার বিষয়টি নূরলদীনের কথা মনে পড়ে যায়,কবিতার কোন চরনের সাথে সাদৃশ্যপূর্ণ?

উদ্দিপকটি নুরলদীনের কথা মনে পড়ে যায় কবিতার সাথে সম্পর্কিত কোন সুত্রে?

ফেব্রুয়ারি ১৯৬৯ কবিতায় ঘাতকের থাবার সম্মুখে কে বুক পাতে?
বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে।বায়ান্নর দিনগুলোতে এই উক্তির অনেক কিছু হলো-
আমি কিংবদন্তীর কথা বলছি কবিতায় ইস্পাতের তরবারী যাকে সশস্ত্র করবে সে হলো-
সেই অস্ত্র কবিতায় সভ্যতার সেউ প্রতিশ্রুতি দ্বারা বোঝানো হয়েছে-

নিচের উদ্দিপকটি পড় এবং পরবর্তী প্রশ্নের উত্তর দাও:

ধর্মের অপব্যাখা আর সামাজিক কুসংস্কারের কাছে অসহায় আত্নসমর্পন েকরে আলেয়া,অথচ তারই বড় বোন রাহেলা সবকিছুকেই যুক্তি দিয়ে বিচার করতে চায়,যদিও পরিণামে তাকে কঠিন ফলই ভোগ করতে হয়।

উদ্দিপকের রাহেল লালৃসালু উপন্যাসের কোন চরিত্রের অনুরূপ?

নিচের উদ্দিপকটি পড় এবং পরবর্তী প্রশ্নের উত্তর দাও:

ধর্মের অপব্যাখা আর সামাজিক কুসংস্কারের কাছে অসহায় আত্নসমর্পন েকরে আলেয়া,অথচ তারই বড় বোন রাহেলা সবকিছুকেই যুক্তি দিয়ে বিচার করতে চায়,যদিও পরিণামে তাকে কঠিন ফলই ভোগ করতে হয়।

উদ্দিপক ও লালসালু উপন্যাস নিচের কোন মন্তব্যকে যৌথভাবে ধারন করে?

সিরাজউদ্দৌল্লা নাটকে প্রথম অংকের প্রথম দৃশ্যটির স্থান কোনটি?
এখন সে ঝড়ের মুখে উড়ে চলা পাতা নয়।লালসালু উপন্যাসের এ বাক্যে প্রকাশ পেয়েছে মজিদের-

নিচের উদ্দিপকটি পড়ে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:

হৈরব আর ভৈরব দুই ভাই।চিন্তা চেতনার স্বার্থে পরার্থে যোজন দূরের বাসিন্দা তারা ;কিন্তু তাদের মা দূরারোগ্যে ব্যাধিতে আক্রান্ত হলে বিভেদ ভুলে হৈরব ভৈরবকে মায়ের চিকিৎসায় তার পাশে থাকার অনুরোধ জানায়।ভৈরব স্বার্থ চিন্তা ত্যাগ করে বিনা দ্বিধঅয় বড় ভাইয়ের পাশে দাড়ায়।

উদ্দিপকে মায়ের চিকিৎসা সিরাজউদ্দৌল্লা নাটকে সিরাজ ও মিরজাফরের ক্ষেত্রে কোন প্রসঙ্গে তুলনীয়?

নিচের উদ্দিপকটি পড়ে পরবর্তী দুইটি প্রশ্নের উত্তর দাও:

হৈরব আর ভৈরব দুই ভাই।চিন্তা চেতনার স্বার্থে পরার্থে যোজন দূরের বাসিন্দা তারা ;কিন্তু তাদের মা দূরারোগ্যে ব্যাধিতে আক্রান্ত হলে বিভেদ ভুলে হৈরব ভৈরবকে মায়ের চিকিৎসায় তার পাশে থাকার অনুরোধ জানায়।ভৈরব স্বার্থ চিন্তা ত্যাগ করে বিনা দ্বিধঅয় বড় ভাইয়ের পাশে দাড়ায়।

উদ্দিপকে ভৈরব ও মিরজাফর চরিত্রে যুগপৎ প্রতিফলিত-

মহাজাগতিক কিউরেটর গল্পে কারা অন্যেকে বাাঁচানোর জন্য কাতরে প্রাণ দিয়ে যাচ্ছে বলে উল্লেখ আছে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here