1. কোনটি এক্সসিটু কনজারভেশন ?
ক. ন্যাশনাল পার্ক
খ. ইকোপার্ক
গ. সাফারী পার্ক
ঘ. সিড ব্যাংক
উত্তর : সিড ব্যাংক
2. কোনটিকে কেলাসিত করা যায় ?
ক. আর্কিব্যাকটেরিয়া
খ. ম্যালেরিয়া পরজীবী
গ. ভাইরাস
ঘ. সায়ানো ব্যাকটেরিয়া
উত্তর : ভাইরাস
3. পরাগথলির প্রাচীরের সবচেয়ে ভেতরের স্তরকে কী বলে ?
ক. প্রাথমিক স্পোরোজেনাস
খ. এপিডার্মিস
গ. যোজক
ঘ. ট্যাপেটাম
উত্তর : ট্যাপেটাম
4. ্রােইকার্বোক্সিলিক চক্র নিচের কোনটি ?
ক.গ্লাইকোলাইসিস
খ. ক্রেবস চক্র
গ. C3 চক্র
ঘ. C4 চক্র
উত্তর : ক্রেবস চক্র
5. সাইব্রিড এর ক্ষেত্রে মিলন হবে-
ক. নিউক্লিয়াসের
খ. সাইটোপ্লাজমের
গ. রাইবোসোমের
ঘ. কোষ প্রাচীরের
উত্তর : সাইটোপ্লাজমের
6. কোনটি শক্তি রূপান্তরের অঙ্গাণু ?
ক. মাইটোকন্ডিয়া
খ. ক্লোরোপ্লাস্ট
গ. লাইসোসোম
ঘ. রাইবোসোম
উত্তর : ক্লোরোপ্লাস্ট
7. গোল আলুর বিলম্বিত ধসা রোগ সৃষ্টি হয়-
ক. Alternaria SP
খ. Phytophthora SP
গ. Trichophyton SP
ঘ. Parimelia SP
উত্তর : Phytophthora SP
8. গ্লাইকোলাইসিস এর সময় NADH + H+ থেকে কয়টি ATP পাওয়া যায় ?
ক. 1টি
খ. 2টি
গ. 3টি
ঘ. 4টি
উত্তর : 4টি
উদ্দীপক ঃ তিতলি ও বিতলির মারত্মক জ্বর হলো। তাদের রক্ত পরীক্ষা করে দেখা গেল যে, তিতলির জ্বরের জীবাণুটিতে কোনো কোষীয় অঙ্গাণু নেই এবং বিতলির জ্বরের জীবানুটি কোষীয় তবে কোষ প্রাচীরবিহীন।
9. তিতলির জ্বরের জীবাণুটি হলো-
ক. Virus
খ. Bacteria
গ. Fungus
ঘ. Plasmodium
উত্তর :
10. বিতলির জ্বরের জীবাণুটির বৈশিষ্ট্য হলো –
(i) এদের দুইটি পোষক প্রয়োজন
(ii) ইহা এককোষী
(iii) ইহা পরজীবী
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i,ii ও iii
11. ক্রোমোসোমাল নৃত্য দেখা কোন দশায় ?
ক. প্রোফেজ
খ. প্রো- মেটাফেজ
গ. মেটাফেজ
ঘ. অ্যানাফেজ
উত্তর : প্রো- মেটাফেজ
12. পারথেনোজেনেসিস ঘটে কোন উদ্ভিদে ?
ক. শিম
খ. পপি
গ. লেবু
ঘ. সরিষা
উত্তর : লেবু
13. সুপার রাইসে থাকে কোন ভিটামিন ?
ক. ভিটামিন-D
খ. ভিটামিন-C
গ. ভিটামিন- A
ঘ. ভিটামিন-B
উত্তর : ভিটামিন- A
14. কোন ছত্রাকটি জলজ ?
ক. Saprolegnia
খ. Ehizopus
গ. Aspergillus
ঘ. Cercospora
উত্তর : Saprolegnia
15. মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য নিচের কোনটি ?
ক. জরায়ুজ অঙ্করোদগম
খ. পাতা কণ্টকে পরিণত হয়
গ. ত্বকে কিউটিকল থাকে না
ঘ. বড় বড় বায়ুকুঠরী থাকে
উত্তর : পাতা কণ্টকে পরিণত হয়
উদ্দীপক ঃ পাম গাছের ও ফার্ণের পাতা মিল সম্পন্ন এমন একটি উদ্ভিদ জীববিজ্ঞানে তোমরা পড়েছ। তারা পরিবেশের সাথে খাপ খাইয়ে টিকে আছে।
16. উদ্দীপকের উদ্ভিদটির বৈশিষ্ট্য হলো-
(i) পাতা যৌগিক
(ii) দ্বিনিষেক ঘটে
(iii) শুক্রাণু বৃহৎ
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i ও iii
17. উদ্দীপকের উদ্ভিদটি হলো-
ক. Cycas
খ. Riccia
গ. Ephedr
ঘ. Pteris
উত্তর : Cycas
18. Ulothrix- এর যৌন জননের জুস্পোরে কতটি ফ্লাজেলা থাকে ?
ক. 1টি
খ. 2টি
গ. 3টি
ঘ. 4টি
উত্তর : 4টি
19. A চিত্রে ভাস্কুলার বাণ্ডল কোন ধরনের ?
ক. অরীয়
খ. জাইলেম কেন্দ্রিক
গ.ফ্লোয়েম কেন্দ্রিক
ঘ.সংযুক্ত
উত্তর : অরীয়
20. B চিত্রের বৈশিষ্ট্য হলো-
(i) ক্যাম্বিয়াম বলয় ঘটে
(ii) সমান ব্যাসার্ধে জাইলেম ও ফ্লোয়েম থাকে
(iii) জাইলেম ও ফ্লোয়েম সংযুক্ত
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i,ii ও iii
21. কার্বোহাইড্রেট থেকে ল্যাকটিক এসিড উৎপন্ন হয় কোন প্রকিয়ায় ?
ক. সালোকসংশ্লেষণ
খ. অবাত শ্বসন
গ. প্রস্রবণ
ঘ. অভিস্রবণ
উত্তর : অবাত শ্বসন
22. গ্লকোজের a লিংকে OH যুক্ত থাকে-
ক. 1নং কার্বনের উপরে
খ. 2নং কার্বনের উপরে
গ. 1নং কার্বনের নিচে
ঘ. 1নং কার্বনের নিচে
উত্তর : 1নং কার্বনের নিচে
23. এক্সফ্লাজেলেশন কোথায় ঘটে ?
ক. যকৃতে
খ. লোহিত কণিকায়
গ. লালারসে
ঘ. মশকীর ক্রোপে
উত্তর : মশকীর ক্রোপে
24. নিচের কোনটিকে বায়োলজিক্যাল কয়েন বলে ?
ক. DNA
খ. RNA
গ. ADP
ঘ. ATP
উত্তর : ATP
25. ইন্টারফেজ দশায় কোনটি ঘটে ?
(i) DNA প্রতিলিপন
(ii) মাইক্রোটিবিউলস সৃষ্টি
(iii) ADP তৈরি হয়
নিচের কোনটি সঠিক ?
ক) i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i,ii ও iii
উত্তর : i,ii ও iii
উত্তর : i ও iii