চাঁদপুর সরকারি কলেজ,চাঁদপুর,এইস এস সি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এইস এস সি ২০১৭ প্রশ্নপত্র অনলাইন পরীক্ষা ও সমাধান।

১. বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পৃক্ত?

নিচের উদ্দীপকটি পড় এবং ২ ও ৩নং প্রশ্নের উত্তর দাও :

জামান মেডিক্যাল ভর্তির সযোগ পাওয়ার বিষয়টি 3G ফোনে Text

দ্বারা দেশে বিদেশে আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবকে জানায়। তাদের

কেউ কেউ ভিডিও কল এবং কেউ কেউ ফেসবুক এর মাধ্যমে

জামানকে অভিনন্দন জানায়।

২. জামানের খরবটি পাঠানো হয়েছিল যে ভাবে-

৩. জামান তথ্য প্রযুক্তি থেকে যে সকল সুবিধা নিতে পারে-

i. অনলাইন ব্যাংকিং

ii. আউটসোর্সিং

iii. ভার্চুয়াল ড্রাইভিং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৪. ১১১ সংখ্যাটি হতে পারে-

i. বাইনারি

ii. অক্টাল

iii. ডেসিম্যাল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৫. মেশিন ভাষায় অনূদিত হয় কোনটি?
৬. কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা?
৭. কোনটি ডেটাবেজের সবচেয়ে বড় ডেটা টাইপ?

উদ্দীপকটি পড় এবং ৮ ও ৯ নং প্রশ্নের উত্তর দাও:

রোল নাম রেজিঃ নং ফলাফল
১১০০০১ রূপা ৭৫৬০২১ A+
১১০০০২ অজয় ৭৫৬০২২ A
১১০০০৩ ছন্দা ৭৫৬০২৩ B
১১০০০৪ নাবিলা ৭৫৬০২৪ A

৮. উদ্দীপকের যে ফিল্ডগুলো প্রাইমারি কী হতে পারে-

i. নাম

ii. রোল নম্বর

iii. রেজিঃ নং

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

৯. যে রোল নম্বরগুলো A পেয়েছে তাদের দ্রুত খুঁজে বের করা যায় কোন পদ্ধতিতে?
১০. ডাটা এনক্রিপশন ও ডিক্রিপশনের নিয়ম কোনটি?

১১. ন্যানো টেকনোলজি দিয়ে তৈরিকৃত যন্ত্র হতে পারে-

i. কম্পিউটার

ii. ক্রায়োপ্রোব

iii. রোবট

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১২. কোন লজিক গেইটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে?

নিচের উদ্দীপকটি পড় এবং ১৩ ও ১৪নং প্রশ্নের উত্তর দাও :

# include <stdio.h>

main ( )

{

int a=3,b;

b=2*a;

print f("%d" ,b);

}

১৩. প্রোগ্রাম রান করলে B এর মান কত হবে?

১৪. প্রোগ্রাম রান করলে আউটপুট মান ৩ হবে, যখন-

i. b=a++

ii. b=a--

iii. b+=a

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

১৫. নিচের কোন ক্যাবলে ডাটা ট্রান্সফার হার সর্বোচ্চ?
১৬. আউট সোর্সিং কী?
১৭. ন্যারো ব্যান্ডে সর্বনিম্ন ডাটা স্পিড কত বি.পি.এস?
১৮. কোনটি বায়োইনফরমেটিক্সের বৈশিষ্ট্য?
১৯. কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে?
২০. কোনটি সি ভাষায় ফাংশন?
F এর মান কত?
2 ও 3 নং গেইটের কীরুপ পরিবর্তন করলে F এর মান শূন্য হবে?

নিচের উদ্দীপকটি পড় এবং ২৩ ও ২৫নং প্রশ্নের উত্তর দাও :

মিসেস নীলা একটি সরকারি দপ্তরে চাকরি করেন। তিনি সরকারি

নির্দেশনা ও তথ্য আদান-প্রদানের জন্য ইন্টারনেট ব্যবহার করেন

এবং ভিডিও কনফারেন্সিং ব্যবহার করে জরুরি সিদ্ধান্ত গ্রহণ

করেন।

২৩. উদ্দীপকের প্রযুক্তি দাপ্তরিক কার্যক্রম ব্যতীত আর যে ক্ষেত্রে ব্যবহৃত হয় তা হলো-

i. শিক্ষা ক্ষেত্রে

ii. গোয়েন্দা নজরদারীতে

iii. সামাজিক যোগাযোগ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

কোনটি ফ্লোচার্টের সংযোগ প্রতীক?

২৪. মিসেস নীলার তথ্য ও প্রযুক্তি ব্যবহার কোন ধরনের কর্মকান্ড-?

i. ইতিবাচক

ii. কার্যকরী

iii. সময়োপযোগী

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii

খ. i ও iii

গ. ii ও iii

ঘ. i, ii ও iii

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here