কম্পিউটার নেটওয়ার্কের উদ্দেশ্য-
i.হার্ডওয়্যারের রিসোর্স শেয়ার
ii.সফটওয়্যারের রিসোর্স শেয়ার
iii.ইনফরমেশন শেয়ার
নিচের কোনটি সঠিক?
অপটিক্যাল ফাইবারের সুবিধা হলো-
i.দ্রুতগতিতে ডেটা স্থানান্তর করা যায়
ii.স্বল্প ব্যায়ে স্থাপন করা যায়
iii.বিদুৎ ও চৌম্বকীয় প্রভবমুক্ত
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
ডা. রাজিব নতুন ডাক্তারদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারী প্রশিক্ষণ দেন,যাতে কোনোরূপ ঝুঁকি না থাকে।একজন যকৃত ক্যান্সারের রোগী তার কাছে এলে তিনি তাকে -৪১ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন।
প্রশিক্ষনে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে-
উদ্দীপকটি পড়ে ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও:
ডা. রাজিব নতুন ডাক্তারদের কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশের মাধ্যমে কৃত্রিমভাবে বাস্তবের অনুকরণে সার্জারী প্রশিক্ষণ দেন,যাতে কোনোরূপ ঝুঁকি না থাকে।একজন যকৃত ক্যান্সারের রোগী তার কাছে এলে তিনি তাকে -৪১ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাধ্যমে চিকিৎসা দেন।
ব্যবহৃত চিকিৎসা পদ্ধতিতে-
i.চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম
ii.অপারেশনের ধকল সহ্য করতে হয় না
iii.আশেপাশের কোষের ক্ষতি হয় না
নিচের কোনটি সঠিক?
DNA এ সাথে সম্পর্কিত প্রযুক্তি হচ্ছে-
i.বায়োমেট্রিক্স
ii.বায়োইনফরমেট্রিক্স
iii.জেনেটিক ইঞ্জিনিয়ারিং
নিচের কোনটি সঠিক?
(1.25)10 এর সমতূল্য বাইনারি সংখ্যা কত?
কামালের বেতন (546)8 টাকা। এর সমতূল্য দশমিক মান কত?
(BED)16 এর অক্টাল মান কত?
10010 গণনা করার জন্য কতটি বাইনারি ডেজিট প্রয়োজন?
(IF)16 এর সাথে ১ যোগ করলে কত হবে?
বিট সিক্রোনাইজেশন হচ্ছে-
i.বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি
ii.বিটের শুরু এবং শেষ বুঝতে পারা
iii.ব্যান্ডউইডথের পরিমাণ বৃদ্ধি পাওয়া
নিচের কোনটি সঠিক?
মডেম-
i.ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে
ii.প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে
iii.ডেটা কমিউনিকেশনের মাধ্যম হিসেবে কাজ করে
নিচের কোনটি সঠিক?
(100)2 এবং (AA)16 এর যোগফল কত?
(-42)10 সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো-
i.প্রকৃত মান গঠন
ii.১ এর পরিপূরক গঠন
iii.২ এর পরিপূরক গঠন
নিচের কোনটি সঠিক?
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
মি.তাজ সরনালীকে বলল,”তোমার বয়স কত?”সরনালী বলল যে তার বয়স (101101)2।
সরনালীর বয়সের সমকক্ষ সংখ্যা হলো-
উদ্দীপকটি পড়ে ২৪ ও ২৫ নং প্রশ্নের উত্তর দাও:
মি.তাজ সরনালীকে বলল,”তোমার বয়স কত?”সরনালী বলল যে তার বয়স (101101)2।
দশ বছর পর সরনালীর বয়স বাইনারিতে কত হবে?